Sonia Akter

Sonia Akter I am a Digital Marketer.

—মেয়েদের আবদার গুলো!
14/07/2024

—মেয়েদের আবদার গুলো!

14/07/2024

আসছে টানা ৮ দিন ধারাবাহিক নফল সিয়ামের অভাবনীয় সুযোগ!

আগামীকাল সোমবার সাপ্তাহিক সুন্নাহ সিয়ামের দিন। মঙ্গল ও বুধবার আশুরার সিয়াম। বৃহস্পতিবারও সাপ্তাহিক সুন্নাহ সিয়ামের দিন। নিছক জুমা হিসেবে নফল রোযা নিষেধ হলেও মুহাররম মাস হিসেবে এবং আগে-পরে রোযার সাথে জুমার দিনও রোযা রাখা যায়। আবার চাইলে বিরতিও দেওয়া যায়। এরপর শনি, রবি ও সোম আইয়্যামে বিজ তথা চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের সিয়াম।

এই সুবর্ণ সুযোগ হেলায় হারানো উচিত হবে না।

লেখা: Ahmadullah হুজুর

13/07/2024

আল্লাহ ছেলেদের মাথায় লজিক দিছে আর মেয়েদের মাথায় দিছে ইমোশন। কারণ মেয়েদের মাথায়ও যদি লজিক দেয়া হইতো, তাহলে মেয়েরা ছেলেদেরকে সহ্য করার জন্য পুরা পৃথিবীতে একটা লজিকও খুঁজে পাইতোনা।

এই কারণে কোনো পুরুষ যদি চায় তার সংসার টিকুক, তার অবশ্যই বউ এর ইমোশনকে ভ্যালিডেট তো করতে হবেই, আর আল্লাহ'র কাছে কেঁদে কেঁদে দুয়া করতে হবে এই ইমোশন যাতে কোনোদিন ফুরায় না যায়। কারণ মেয়েরা যেদিন যুক্তি দিয়ে ডিসিশন নেয়া শুরু করবে সেদিন জগৎ-সংসারের কোনো সংসারই আর টিকবেনা।

© Shamsun Nahar Priya

11/07/2024

রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে যাবেন,
তখন দেখবেন শয়তান ঠিকই আপনাকে খুচাখুচি করবে,যেনো আপনি তাহাজ্জুদ নামাজ ঠিক ভাবে না পড়তে পারেন।

ঠিক একই ভাবে ফ্রিল্যান্সিং সেক্টর এও অনেকে আপনাকে নেগেটিভ করার চেষ্টা করবে যেনো আপনি সামনে আগাতে না পারেন।

সব থেকে বড় সফলতা হচ্ছে সেটাই - যেটা অনেকে আপনাকে বলেছে আপনি পারবেন না, তবে আপনি কাজটা করে দেখিয়েছেন।

কথা: Marzan Rimi ম্যাম

20/06/2024

বর্তমান বর্ষার মৌসুমে মানুষের জন্যে
নতুন আতঙ্কের নাম "রাসেল ভাইপার"।

সতর্ক থাকুন। পাশাপাশি পরীক্ষিত ও প্রমাণিত এবং রাসুলুল্লাহ সা. থেকে সহিহ সূত্রে বর্ণিত সেই দুয়াটি মুখস্ত করুন যা আপনাকে বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবে, ইং শা আল্লাহ।

দোয়াটি হলো:

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররী মা খালাক্বা।

অর্থ : আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সকল পূর্ণ কালেমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্টতা থেকে।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটি যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন।

এছাড়াও এ দোয়ার আরো কিছু ফযিলত হাদিসে বর্নিত হয়েছে: হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারল না, সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি জানালে তিনি বললেন, যদি সন্ধ্যা বেলায় এ দোয়াটি পড়তে তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারতো না।

(মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ)

#সংগৃহীত

20/06/2024

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,
রাসেল ভাইপারঃ-
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সংগৃহীত

Logo Design ❤️
26/05/2024

Logo Design ❤️

Page: Sonia Akter
08/05/2024

Page: Sonia Akter

Address

Kurgaun, Mirzanogor, Savar
Dhaka
1344

Telephone

+8801831681448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonia Akter:

Share