AlsefatyEham

AlsefatyEham "Creating something that benefits people"

16/04/2025

Ego,Your greatest ally or your worst enemy? 🤔 Choose wisely.

25/03/2025

you are the average of the five people you spend the most time with

16/03/2025

GDP vs INFLATION

08/03/2025

আপনি কি কখনো এই ধরনের সম*স্যার সম্মুখীন হয়েছেন?এখন সময় এসেছে সবার এ বিষয়ে সচেতন হওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।


07/03/2025

ইফতারে মুড়ি মাখার সাথে জিলাপি🥨মিক্স করা নিয়ে আপনার Perception কী?


05/03/2025

🥔 আলুর মতো নরম হবেন নাকি 🥚 ডিমের মতো শক্ত হবেন, সেটা একান্তই আপনার ব্যাপার

Microsoft has introduced Majorana 1, its first quantum computing chip, which is built using a new Topological Core archi...
21/02/2025

Microsoft has introduced Majorana 1, its first quantum computing chip, which is built using a new Topological Core architecture. This chip is special because it uses topological qubits, which are designed to be more stable and make fewer errors than regular qubits.

Key Features of Majorana 1:
1. More Reliable Qubits – It uses Majorana particles, a special quantum state, to reduce errors in quantum computing.
2. Scalability – The chip is designed to support up to a million qubits, which is crucial for solving complex problems.
3. Digital Control – Instead of using analog signals to control qubits (which can be unstable), it uses a measurement-based system that improves reliability.
4. New Materials – It is made from topological superconductors (topoconductors), which help in creating and controlling Majorana particles.
5. Real-World Applications – This chip could help in tasks like breaking down environmental pollutants or developing self-healing materials.

Why Is This Important?

Quantum computers have the potential to solve problems that normal computers can’t, but they often suffer from errors and instability. Microsoft’s Majorana 1 chip is a major step toward building a practical, large-scale quantum computer that could be useful in industries and scientific research.

This is a long-term project, and while quantum computers are not yet widely available, Microsoft believes this technology could become commercially viable in the coming years.

Microsoft

🍛💔 পরবর্তী বেলার খাবার খাওয়ার আগে আপনার এই তথ্যগুলো একবার জানা উচিত।❄️🍂 এখন শীতকাল চলছে, আর এটি হচ্ছে মোক্ষম সময় বিয়েস...
23/12/2024

🍛💔 পরবর্তী বেলার খাবার খাওয়ার আগে আপনার এই তথ্যগুলো একবার জানা উচিত।

❄️🍂 এখন শীতকাল চলছে, আর এটি হচ্ছে মোক্ষম সময় বিয়েসাদী, ঘুরাফেরা, টুর দেয় খাওয়াদায়ার। নতুন নতুন সবজি, ফল, পিঠা এবং আরো অনেক ধরণের মুখরোচক খাবারের আনাগোনা, ভোজন রসিকদের প্রিয় একটা মৌসুম। তবে, আপনি কি কখনো ভেবে দেখেছেন এইসবের মধ্যে দিয়ে আপনি-আমি প্রতিদিন ঠিক কি পরিমাণে খাবার নষ্ট করি? 🤔

📊 BBC এর তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি বছরে গড়ে প্রায় ৮২ কেজি খাবার নষ্ট করে। এখন যদি আমরা বাংলাদেশের মোট জনসংখ্যা ধরে হিসাব করি, তাহলে তা দাঁড়াবে ১৩.৯২ মিলিয়ন টন প্রতি বছর। সাধারণত একজন মানুষ প্রতিদিন গড়ে ২.৫ কেজি খাবার খায়; হিসাব করলে দেখা যাবে এই পরিমাণ খাবার দিয়ে বছর জুড়ে প্রায় ১৫.৩ মিলিয়ন মানুষকে তিনবেলা পেট ভরে খাওয়ানো যেতে পারে।

🌍 এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি বিশ্বব্যাপী বিরাট সমস্যা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP) অনুযায়ী, সারা বিশ্বে প্রতিবছর একজন মানুষ গড়ে ৭৯ কেজি খাবার নষ্ট করে, যার মোট গড় বছরে প্রায় ১.০৫ বিলিয়ন টন, যা বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনের প্রায় ১৯%। এই পরিমাণ খাবার দিয়ে প্রায় ১.৪ বিলিয়ন মানুষের এক বছর ভালোভাবে খাওয়ানো যায়, যা গ্লোবাল জনসংখ্যার প্রায় ১৭.০৭%।

😔 এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রিপোর্ট করেছে যে ২.৩ বিলিয়ন মানুষ যথেষ্ট খাবার পাচ্ছে না এবং প্রায় ৭৩৩ মিলিয়ন মানুষ অপুষ্টি এবং ক্রনিক হাংগারে ভুগছে।

🏠 আপনি জেনে অবাক হবেন, বিশ্বব্যাপী ৬০% খাবার অপচয় হচ্ছে আমাদের বাসাবাড়িতে। একটি ফসলকে মাঠ থেকে আপনার প্লেটে পৌঁছাতে মিনিমাম দুই থেকে তিন মাস সময় লাগে। তাই যখন আমরা খাবার নষ্ট করি, তখন আমরা শুধু কিছু খাবার ফেলে দিচ্ছি না যা কাউকে খাওয়াতে পারত; বরং এই খাবারের পেছনে মাসের পর মাস কঠোর পরিশ্রম করা কৃষক থেকে শুরু করে পরিবহন কর্মী, বাজারের বিক্রেতা, রেস্টুরেন্ট কর্মী, অথবা আপনার পরিবারের সদস্য যে আপনার জন্য কষ্ট করে রান্না করে, তার পরিশ্রমকেও অবমূল্যায়ন করছি।

🚫 খাদ্য অপচয় শুধুমাত্র আপনার বেঁচে যাওয়া অবশিষ্ট খাবার ফেলে দেওয়া নয়। এটি একটি বিশ্বব্যাপী সমস্যা যার স্থায়ী সমাধান এখনো মেলেনি। একবার কি আপনি ভেবে দেখেছেন, যে খাবার আপনি নষ্ট করছেন, তা অন্য কারো একবেলার খাবার হতে পারত? তাহলে, পরের বার যখন আপনি এক টুকরো খাবার ফেলে দেবেন বা অর্ধেক খেয়ে রেখে দেবেন, তখন একবার চিন্তা করবেন—আপনি হয়তো এমন একজনের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে যান, যে গত দুই-তিন দিন ধরে খাবারের অভাবে কষ্ট করছে। আমরা সবাই মিলে পরিবর্তন আনতে পারি, খাদ্য অপচয় কমাতে পারি, এবং এমন একটি পৃথিবী গড়ে তুলতে পারি যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না। 🌎❤️
~তথ্যের উৎস কমেন্ট বক্সে দেওয়া হয়েছে।

19/12/2024

সংখ্যার নামকরণের পেছনের গল্প ❌ / ✅

#গনিত #বাংলাদেশ
#বাংলা #গল্প

“Schmuck insurance” is a humorous term for protections in contracts or negotiations that guard against dishonesty, mista...
06/12/2024

“Schmuck insurance” is a humorous term for protections in contracts or negotiations that guard against dishonesty, mistakes, or unfair behavior. It includes safeguards like indemnity clauses, warranties, or dispute resolution methods to minimize risks and ensure fairness in deals.

For an example:

Imagine you’re selling your car, and the buyer promises to pay in installments. You ask for a written contract that says if they stop paying, you get the car back. That clause is your “schmuck insurance” — it protects you from losing out if the buyer doesn’t keep their word.

Bitcoin's Skyrocketing Value Catapults Creator Into the Top 20Billionaire Ranks. In the last 24 hours, Satoshi Nakamoto'...
17/11/2024

Bitcoin's Skyrocketing Value Catapults Creator Into the Top 20
Billionaire Ranks. In the last 24 hours, Satoshi Nakamoto's estimated 1.1 million bitcoins have been valued between $99.7 billion and $100 billion.






ফুডটেক জায়ান্ট Zomato এবার চালু করেছে এক অভিনব ফিচার ‘Food Rescue’, যার মাধ্যমে কাছাকাছি এলাকায় বাতিল হওয়া খাবারের অর...
14/11/2024

ফুডটেক জায়ান্ট Zomato এবার চালু করেছে এক অভিনব ফিচার ‘Food Rescue’, যার মাধ্যমে কাছাকাছি এলাকায় বাতিল হওয়া খাবারের অর্ডার ডিসকাউন্টে কেনা যাবে!

প্রতি মাসে Zomato-তে প্রায় ৪ লাখ খাবারের অর্ডার বাতিল হয়, যার ফলে প্রচুর খাবার নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধানে, Zomato নিয়ে এসেছে ‘Food Rescue’। এর মাধ্যমে ৩ কিলোমিটারের মধ্যে থাকা ব্যবহারকারীরা বাতিল হওয়া খাবার কম দামে কিনতে পারবেন।

যদি কোনো ক্রেতা অনলাইনে অর্ডারের টাকা পরিশোধ করে থাকেন, তবে সেই টাকা ভাগ করে দেওয়া হবে সেই ক্রেতা এবং রেস্তোরাঁর মধ্যে। তবে Zomato কোনো লাভ নেবে না, শুধুমাত্র প্রয়োজনীয় সরকারি কর বাদে।

তবে মনে রাখবেন, আইসক্রিম, শেক বা স্মুথির মতো তাপমাত্রা-সংবেদনশীল খাবার Food Rescue ফিচারে অন্তর্ভুক্ত থাকবে না।



Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AlsefatyEham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category