Mst Sabina Akter 270

Mst Sabina Akter 270 সবাইকে ভালবাসা দিব এবং সবার ভালবাসা নিব এক সাথে এগিয়ে জাব এটাই জিবনের লক্ষ আমার

24/06/2025

মেয়েদের কুস্তি

20/06/2025

ভালবাসা দাও ভালবাসা নাও একসাথে এগিয়ে যাও সফল হতে পারবা ইনশাআল্লাহ

15/06/2025

কেমন আছেন সবাই

13/06/2025

সকলের ভালবাসা চাই

12/06/2025

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

এধরনের মানসিকতা পরিহার করুন
ধীরে আস্তে গাড়ি চালান, জীবন অনেক দামি‌‌।।

12/06/2025

ভাবার কোন দরকার নেই পোস্ট করে যাও একদিন সফলতা আসবেই তোমার

09/06/2025

ঈদের দিন তোমরা সবাই কেমন আছো

02/06/2025

ভাবতে আমার অবাক লাগে

02/06/2025

ফেসবুকে সফল হবো কিভাবে

29/05/2025

কষ্টে আছি আমি বাচেনা জীবন

27/05/2025

তুমি তো ছিলে আমার সুখের ভুবন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mst Sabina Akter 270 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share