
05/09/2024
ফাল্গুনের প্রথম দিন হোক, বা পহেলা বৈশাখ, বা নিতান্তই সাধারণ শুক্রবারের সন্ধ্যায়—আমরা ঢাকাবাসী ভালোবাসি ঢাবি ক্যাম্পাসে ঘুরে বেড়াতে।এই জায়গার অন্যতম আকর্ষণ হল চারপাশে ছড়িয়ে থাকা রাস্তার খাবার। এগুলো কোনো নামী রেস্তোরাঁর খাবার নয়, বরং প্রতিদিনের স্ন্যাকস, যা লোভনীয় দারুণ স্বাদের এবং পকেটের জন্যও সাশ্রয়ী।কার্জন হল থেকে শুরু করে টিএসসি, অথবা সামাজিক বিজ্ঞান চত্বরে, আপনি সর্বত্রই পাবেন রাস্তার খাবারের দোকান বা কার্ট, যেখানে ঘোরাঘুরির মাঝে কিনতে পারেন মজাদার স্ন্যাকসও।
সোর্স: The Daily Star Bangla