Play for Food

Play for Food অতি সাধারণ মানুষকে সহযোগিতাই আমাদের লক্ষ্য। আকর্ষণীয় ফুড চ্যালেঞ্জ ভিডিও পেতে পেইজটিতে লাইক দিন।

25/04/2024

কিভাবে বুঝবেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না বা ধোঁকা দিচ্ছে-

১. যখন দেখবেন আপনি বাদে অন্য সবকিছুই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২. আপনার ব্যাপারে নেগেটিভ কথা সে তার কাছের মানুষদের অথবা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে। কেউ আপনাকে সত্যি ভালোবাসলে আপনি যত খারাপ-ই হন না কেনো কখনই অন্যের সামনে আপনাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে না।

৩. আপনার খারাপ সময়ে আপনাকে মেন্টালি সাপোর্ট না দিয়ে উল্টো আপনার যোগ্যতা নিয়ে কথা বলছে; আপনার দ্বারা কিছুই হবে না, আপনি একজন ব্যর্থ মানুষ, এ জাতীয় ডিমোটিভেটিং কথা বলছে।

৪. যখন দেখবেন আপনার কষ্টের ব্যাপারগুলো সে হেঁসে উড়িয়ে দিচ্ছে।

৫. যখন দেখবেন আপনাকে বিভিন্ন বিষয়ে শুধুমাত্র একটা অপশন হিসেবে রেখেছে।

৬. যখন দেখবেন আপনার খারাপ লাগার বা অপছন্দের কাজগুলো সে বারবার/নিয়মিত করে যাচ্ছে।

৭. যখন দেখবেন ভুল করার পরও সেটা স্বীকার করা বা সংশোধন করার চেষ্টা না করে উল্টো সে আপনাকেই দোষী প্রমাণের চেষ্টা করছে।

৮. যখন দেখবেন সে আপনাকেও কম্প্রোমাইজ করতে রাজী, কিন্তু তার কোনো কিছুই স্যাক্রিফাইস করতে রাজী না।

৯. যখন দেখবেন সে আপনার কোনো প্রশ্নের উত্তর-ই সরাসরি দিতে পারছে না; হয় এড়িয়ে যাচ্ছে, নয়তো এক্সকিউজ দেখাচ্ছে।

১০. যখন দেখবেন আপনার সাথে যোগাযোগ না করেও সে দিব্যি সবকিছুই ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছে।

১১. যখন দেখবেন আপনার অভিমানগুলো তার কাছে বিরক্তির বিষয় হয়ে উঠেছে।

১২. যখন দেখবেন সে আপনার কাছে অনেক কিছুই গোপন করছে।

আপনার পার্টনারের ভেতর যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আপনাকে নতুন করে ভাবতে হবে।

cltd

জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য
03/01/2024

জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য

20/09/2023

Natural Beauty of Sylhet Airport
Bangladesh ❤️❤️❤️

14/09/2023

মানুষের কল্যাণে কাজ করলে জীবিকার অভাব হয় না, রিজিক নিয়ে টেনশন করা লাগে না। যখন যে কাজটা করি সেটা কোনো স্বার্থের চিন্তা ছাড়া মন দিয়ে সর্বোত্তম ভাবে করার চেষ্টা করি। আর লাভ - সে তো দেয়ার মালিক মহান আল্লাহ তায়ালা।

আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।

"যে মানুষটা আপনাকে খুব বাজে ভাবে ঠকিয়েছে, সেই মানুষটাও ঠিক একইভাবে অন্য কারো কাছে ঠকে যাবে... আসলে কাউকে ঠকালে একইভাবে এ...
26/08/2023

"যে মানুষটা আপনাকে খুব বাজে ভাবে ঠকিয়েছে, সেই মানুষটাও ঠিক একইভাবে অন্য কারো কাছে ঠকে যাবে... আসলে কাউকে ঠকালে একইভাবে একদিন ঠকতে হয় !!
কাউকে আঘাত দিয়ে ভালো থাকা যায় না... কাউকে প্রতারিত কিংবা বেইমানী করে সুখে থাকা যায় না... জীবনের কোনো একটা পর্যায় এসে একইভাবে আঘাত পেতে হয়... যাকে আপনি যেভাবে ঠকিয়েছেন কিংবা প্রতারণা করেছেন, সেই একইভাবে আপনিও একদিন প্রতারিত হবেন কিংবা ঠকে যাবেন !!
কেউ আপনার জন্য একফোঁটা চোখের পানি ফেললো তো আপনিও প্রস্তুত থাকুন ঠিক একইভাবে অন্য কারো জন্য আপনারও চোখের পানি পড়বে... আপনার জন্য যদি কারো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারও একদিন অন্য কারোর জন্য ক্ষতি হবে... কারো দুর্বলতার সু্যোগ নিয়ে যাই করবেন না কেনো, সেইম কাজ আপনার সাথেও ঘটবে !!
জীবনে এমন ভাবে চলুন যাতে আপনার কারণে কেউ কষ্ট না পায়, আঘাত না পায়... মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ানক... জীবনে আর যাই করেন না কেনো, কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হইয়েন না প্লিজ... কেউ আপনার অন্যায়ের জন্য দীর্ঘশ্বাস ফেললো, মানে আপনার বিচার অনিবার্য !!"
এটাই আমার রবের ন্যায় বিচার। ☝️🕋🕋🤲🤲

জীবনে ভালো থাকতে হলে বোঝার জন্য একটা মানুষ থাকলেই যথেষ্ট। যে আপনাকে বুঝবে, আপনাকে বিপদে একলা ফেলে চলে যাবে না। বরং বিপদে...
01/06/2023

জীবনে ভালো থাকতে হলে বোঝার জন্য একটা মানুষ থাকলেই যথেষ্ট। যে আপনাকে বুঝবে, আপনাকে বিপদে একলা ফেলে চলে যাবে না। বরং বিপদের সময় আর কিছু না পারলেও মাথায় হাত বুলিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিবে এবং সে প্রতিশ্রুতি রাখবে।

আপনার খারাপ সময়ে যারা দূর থেকে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা নেয় তারা কখনো আপনার প্রিয় মানুষের তালিকায় থাকতে পারে না। তাদেরকে বরং দূরেই থাকতে দিন।

দিন শেষে শত বিপদের মধ্যে থেকেও যে মানুষটা আপনাকে আগলে রাখে তার হাতটা কখনো ছেড়ে দিয়েন না, শক্ত করে ধরে রাখুন। এই মানুষগুলো হারালে আর তাদের খোঁজে পাওয়া যায় না।

যে মানুষটা আপনার দুঃখে কাঁতর হয়, বুকটা ভারী করে সে আপনার প্রিয় মানুষ। সে আপনাকে বুঝে বলেই আপনার প্রতি তার দরদটা একটু বেশি। তাই তাকেই ভালোবাসুন যে আপনার দুঃখগুলো বুঝে। আপনার দুঃখগুলো সামলাতে নিজে কাঁধ পেতে দেয়।

আপনাকে যে প্রয়োজনের সঙ্গী না করে প্রিয়জন করে আজন্ম পাশে রেখে দিতে চায় তাকে আপনার সবটুকু দিয়ে ভালোবাসুন। মুখে হাজার বার ভালোবাসি বলা মানুষের থেকে এই মানুষটার নিরবতায়ও আপনি বুঝবেন সে আপনাকে কতোটা চায়।

ভালোবাসা সত্যি সুন্দর। শুধু পাশে থেকে ভালো রাখতে হয়, বুঝতে হয় মনের সব অব্যক্ত কথা।

13/05/2023

পাশের বাসার আন্টি দই কিনতে ২০০ টাকা দিয়েছে। দুইটা দই ১৫০ টাকা,আর ৫০টাকা দিয়ে আমাকে কিছু খেতে বলেছে। আমি বের হয়েই ৫০ টাকা দিয়ে একটা আইসক্রিম খেয়ে নিছি।

এখন দই নিতে এসে দেখি দোকান বন্ধ। কি করবো এখন?
🤭🤭🤔🤔

12/05/2023

ফুটাবে বেলুন যতো - তেল আটা জিতবে ততো | আকর্ষণীয় বেলুন ফুটানোর চ্যালেঞ্জ

Address

184 Gulshan Avenue
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Play for Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category