25/04/2024
কিভাবে বুঝবেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না বা ধোঁকা দিচ্ছে-
১. যখন দেখবেন আপনি বাদে অন্য সবকিছুই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২. আপনার ব্যাপারে নেগেটিভ কথা সে তার কাছের মানুষদের অথবা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে। কেউ আপনাকে সত্যি ভালোবাসলে আপনি যত খারাপ-ই হন না কেনো কখনই অন্যের সামনে আপনাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে না।
৩. আপনার খারাপ সময়ে আপনাকে মেন্টালি সাপোর্ট না দিয়ে উল্টো আপনার যোগ্যতা নিয়ে কথা বলছে; আপনার দ্বারা কিছুই হবে না, আপনি একজন ব্যর্থ মানুষ, এ জাতীয় ডিমোটিভেটিং কথা বলছে।
৪. যখন দেখবেন আপনার কষ্টের ব্যাপারগুলো সে হেঁসে উড়িয়ে দিচ্ছে।
৫. যখন দেখবেন আপনাকে বিভিন্ন বিষয়ে শুধুমাত্র একটা অপশন হিসেবে রেখেছে।
৬. যখন দেখবেন আপনার খারাপ লাগার বা অপছন্দের কাজগুলো সে বারবার/নিয়মিত করে যাচ্ছে।
৭. যখন দেখবেন ভুল করার পরও সেটা স্বীকার করা বা সংশোধন করার চেষ্টা না করে উল্টো সে আপনাকেই দোষী প্রমাণের চেষ্টা করছে।
৮. যখন দেখবেন সে আপনাকেও কম্প্রোমাইজ করতে রাজী, কিন্তু তার কোনো কিছুই স্যাক্রিফাইস করতে রাজী না।
৯. যখন দেখবেন সে আপনার কোনো প্রশ্নের উত্তর-ই সরাসরি দিতে পারছে না; হয় এড়িয়ে যাচ্ছে, নয়তো এক্সকিউজ দেখাচ্ছে।
১০. যখন দেখবেন আপনার সাথে যোগাযোগ না করেও সে দিব্যি সবকিছুই ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছে।
১১. যখন দেখবেন আপনার অভিমানগুলো তার কাছে বিরক্তির বিষয় হয়ে উঠেছে।
১২. যখন দেখবেন সে আপনার কাছে অনেক কিছুই গোপন করছে।
আপনার পার্টনারের ভেতর যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আপনাকে নতুন করে ভাবতে হবে।
cltd