16/10/2025
দেশের অন্যতম আলোচিত এবং প্রশংসিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বিয়ে করেছেন কিছুদিন আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আনন্দের কথা সবার সাথে নিজেরাই শেয়ার করেছেন। তবে তার আগের স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। এতো আলোচনা এবং সমালোচনার মধ্যে তনি নিজেই তার ভেরিফাইড একাউন্টে একটি পোস্টে জানিয়েছেন কিছু কথা। তিনি লিখেছেন....