The Uncut Stories

The Uncut Stories From History to Story
We Provide Something Special For You....

'সোলজার' সিনেমায় একসাথে শাকিব খান - এবিএম সুমন!
18/09/2025

'সোলজার' সিনেমায় একসাথে
শাকিব খান - এবিএম সুমন!

18/09/2025

ছেলে আরিয়ানের ক্যামেরায় বলিউড বাদশাহ....

18/09/2025

শাহরুখ খানের সাথে কাজলের বন্ধুত্বের বয়স আর তাদের ক্যারিয়ারের বয়স মোটামুটি একই। বলিউডের সর্বকালের সেরা জুটির তালিকায় শাহরুখ-কাজলের নামও থাকবে যে কোনো লিস্টের উপরের দিকেই। খুব ভালো বন্ধু শাহরুখের ছেলে আরিয়ান খান নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ The Ba***ds of Bollywood এর মধ্য দিয়ে। তাই স্বামী অজয় দেবঘনকে সাথে নিয়েই কাজল হাজির হয়েছিলেন বন্ধুর স্পেশাল দিনে শুভেচ্ছা জানাতে। অজয় দেবঘন পারতপক্ষে নিজের সিনেমার প্রমোশনাল ইভেন্ট ছাড়া কোনো ইভেন্টে সেভাবে হাজির হননা। আর শাহরুখের সাথেও অজয়ের সম্পর্কটা আহামরি বন্ধুত্বের ও না। উল্টো 'জাব তাক হ্যায় জান' এবং 'সন অব সর্দার' এর ক্ল্যাশের সময় সৃষ্টি হওয়া দুরত্বের কারনে একজন আরেকজনকে এড়িয়ে চলার ঘটনাও ঘটেছে বেশ কিছুদিন যাবত। সময়ের নিয়মে একটা সময় সেই শীতল সম্পর্ক স্বাভাবিক হলেও একটা দুরত্ব ছিলো দুজনার মধ্যেই। তবে সেসবে শাহরুখ-কাজলের বন্ধুত্বে চিড় ধরেনি। তাই এই ইভেন্টে আগের সকল তিক্ততা দূরে সরিয়ে রেখে অজয় দেবঘনের আগমন নিঃসন্দেহে শাহরুখ খান এবং আরিয়ান খানের জন্য বাড়তি প্রাপ্তি।

বড় ছেলে আরিয়ান খানের ক্যারিয়ার শুরু হচ্ছে 'The Ba***ds Of Bollywood' সিরিজের মধ্য দিয়ে। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিল...
18/09/2025

বড় ছেলে আরিয়ান খানের ক্যারিয়ার শুরু হচ্ছে 'The Ba***ds Of Bollywood' সিরিজের মধ্য দিয়ে। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং তার পুরো পরিবার।

বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবি’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরে...
18/09/2025

বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবি’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে চলেছে আগামী বছরের ৩১ আগস্ট। সেই উপন্যাসের সময়কাল ও পটভূমিকায় এবার নির্মাণ করা হচ্ছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নামের একটি সিনেমা। শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি ও রানা সরকারের যৌথ প্রযোজনায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করতে যাচ্ছেন এই সিনেমাটি। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জনপ্রিয় পরিচালক সৃজিত নিজেই জানিয়েছেন, সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকারকে। সিনেমার আরেকটি চমক ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল, তাকেও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আরো আছেন রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্য। তবে সবচেয়ে বড় চমক নিয়ে এখনো মুখ খোলেননি সৃজিত।

সিনেমায় ‘শরৎচন্দ্র’ কে হবেন?—এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, আপাতত এই উত্তর তোলা থাক। তবে টালিগঞ্জে জোর গুঞ্জন যে, এই সিনেমা দিয়েই অনেক দিন পর ক্যামেরার মুখোমুখি হবেন সৃজিতের 'ব্লু আইড বয়' খ্যাত নন্দিত অভিনেতা অনির্বাণ ভট্টাচাৰ্য। অনেকের মতে যেহুতু অনির্বাণের নতুন সিনেমায় অভিনয়ের বিষয়টি এখনো ফেডারেশনের বিবেচনাধীন। তাই সংগঠন সবুজ সংকেত না দেয়া অব্দি আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হচ্ছেনা।

18/09/2025

দেখেছি রুপসাগরে মনের মানুষ কাচা সোনা

জাস্ট এমনি......
17/09/2025

জাস্ট এমনি......

ফটোগ্রাফার থেকে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট, ম্যানেজার থেকে অভিনেতা— বহুমুখী প্রতিভার অধিকারী আবীর সাদাফ আজ এক নতুন অধ্যায়...
17/09/2025

ফটোগ্রাফার থেকে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট, ম্যানেজার থেকে অভিনেতা— বহুমুখী প্রতিভার অধিকারী আবীর সাদাফ আজ এক নতুন অধ্যায়ে এসে দাঁড়িয়েছেন। ‘একা’ শিরোনামের গানটির মধ্য দিয়ে তিনি শুধু এক্সকেপ ব্যান্ডের ফ্রন্টম্যান হিসেবেই নয়, বরং নিজের দীর্ঘ এক দশকের শিল্পযাত্রার এক আবেগঘন মাইলফলক স্পর্শ করেছেন। ২০১৬ সালের জুলাইয়ে নিজের আগ্রহ থেকে ফটোগ্রাফির জগতে প্রবেশ করেন আবীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ওয়ারফেইজ ব্যান্ডের সাথে মঞ্চে ওঠার সেই মুহূর্তই হয়ে ওঠে তার আজীবনের সৃজনশীল যাত্রার সূচনা। এরপর তিনি ওয়ারফেইজ, শিরোনামহীন, এলআরবি, কিংবদন্তী আইয়ুব বাচ্চু এবং শাফিন আহমেদের সঙ্গে অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে। এই যাত্রায় দেশের কিংবদন্তীদের পাশে থেকে কাজ করলেও সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পথটা তার জন্য সহজ ছিল না। আড়াই বছর ধরে আটকে থাকা গানগুলো অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত ২৮শে আগস্ট মুক্তি পায় অন্যতম একটি গান ‘একা’। উল্লেখ্য গানটি এক্সকেপের আসন্ন অ্যালবাম ‘লুকানো ভালোবাসার খোঁজে’-এর অংশ বলে জানান আবীর। গানটির সুর করেছেন গিটারিস্ট ও সংগীতশিল্পী জুলিয়াস রাসেল এবং মিক্স-মাস্টার করেছেন বে অব বেঙ্গল ব্যান্ডের প্রতিভাবান সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন। গানটির আবেগঘন কোরাস-“তোমার দেওয়া ছলনা করেছে আমায় আজ একা…”— দ্রুতই শ্রোতাদের মন জয় করেছে এবং জায়গা করে নিয়েছে রিলস ও স্টোরিগুলোতে।

যেদিন আমি আমার শরীর বা কাজকে অবহেলা করব, সেদিনই শুনবেন আমি নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি। অক্ষয় কুমার(অভিনেতা)
17/09/2025

যেদিন আমি আমার শরীর বা কাজকে অবহেলা করব, সেদিনই শুনবেন আমি নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি।

অক্ষয় কুমার
(অভিনেতা)

'ক্লোজআপ কাছে আসার গল্প' বরাবরই নতুন প্রজন্মের তরুন-তরুণীদের ভালোবাসার গল্প ভিন্নভাবে স্ক্রিনে তুলে ধরছে। একটা সময় ভালোব...
17/09/2025

'ক্লোজআপ কাছে আসার গল্প' বরাবরই নতুন প্রজন্মের তরুন-তরুণীদের ভালোবাসার গল্প ভিন্নভাবে স্ক্রিনে তুলে ধরছে। একটা সময় ভালোবাসা দিবস উপলক্ষেই এই আয়োজন দেখা গেলেও এখন সেই নির্দিষ্ট দিনক্ষণ মেনে এটা হচ্ছেনা। রাসেল মাহমুদের গল্পে, নাসের হাসিব সিদ্দিকীর পরিচালনায় ক্লোজআপ কাছে আসার গল্প'র নতুন গল্প 'অজানা শহরে' এর মধ্য দিয়ে শ্রীমঙ্গল এর চোখ জুড়ানো সবুজের মাঝে দুটি অজানা-অচেনা মানুষের কাছে আসার গল্প উপস্থাপন করা হয়েছে। সলো ট্যুরে যেয়ে দুই তরুণ-তরূণীর একটু অন্যভাবে কাছে আসার গল্প আমাদের নিয়ে যায় অদ্ভুত সুন্দর সময়ে। মাত্র বারো মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটিতে প্রকৃতির সাথে একাত্ম হবার সাথে সাথে অল্প সময়ের পরিচয়েই ভালোবাসা খুঁজে পাওয়ার বিষয়টি ছিলো সাবলীল। প্রথমবার সলো ট্যুরে ঘুরতে যাওয়া তরুণের চরিত্রে আহমেদ শারজিলের সাথে সপ্তম বারের মতো ট্যুরে যাওয়া চঞ্চল তরুণী চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ ছিলো অসাধারণ। গল্পের চাহিদা মোতাবেক তাদের দুজনের বাসে একটি বিব্রতকর পরিস্থিতিতে পরিচিত হওয়া থেকে চা বাগানের অসাধারণ সৌন্দর্য্যের মাঝে ঘোরাঘুরির মধ্যেই কাছে আসার ব্যাপারটা স্ক্রিনে উঠে এসেছে বিশ্বাসযোগ্য ভাবেই। তাদের খুনসুটি, দুষ্টুমি বা অল্পকথাতেই মন ছুয়ে যাবার ব্যাপারগুলি স্ক্রিনে দেখতে ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি ছিলো মনোমুগ্ধকর সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর ও মানানসই। খুব নতুন গল্প না হলেও প্রেজেন্টেশন এবং শারজিল-বর্ণ'র অসাধারণ পারফরম্যান্স 'অজানা শহর'কে দিয়েছে ফ্রেশনেস এবং ভিন্নতা। সময় থাকলে ইউটিউবে দেখে নিতে পারেন এই স্বল্পদৈর্ঘ্যটি।

বলিউডের সর্বকালের সেরা সুন্দরী হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন মধুবালা। সেই সাদাকালো যুগের সেই আবেদনময়ী অভিনেত্রী ...
16/09/2025

বলিউডের সর্বকালের সেরা সুন্দরী হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন মধুবালা। সেই সাদাকালো যুগের সেই আবেদনময়ী অভিনেত্রী এখনো যেনো রূপের একমাত্র সংজ্ঞা। AI এর এই জমজমাট সময়ে সম্প্রতি ভারতীয় ম্যাগাজিন Filmfare এই সময়ের আরেক প্রশংসিত এবং জনপ্রিয় অভিনেত্রী ইয়ামী গৌতমের ছবি AI এর মাধ্যমে সোনালী সময়ের সুন্দরী অভিনেত্রীর মুখাবয়ব বানানোর নির্দেশনা দিলে সেটার যে রেজাল্ট আসে তাতে যেনো নতুন করে ইয়ামীর মাধ্যমে এই সামনে এসেছেন কিংবদন্তি মধুবালা।

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Uncut Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category