The Uncut Stories

The Uncut Stories From History to Story
We Provide Something Special For You....

দেশের অন্যতম আলোচিত এবং প্রশংসিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বিয়ে করেছেন কিছুদিন আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে...
16/10/2025

দেশের অন্যতম আলোচিত এবং প্রশংসিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বিয়ে করেছেন কিছুদিন আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আনন্দের কথা সবার সাথে নিজেরাই শেয়ার করেছেন। তবে তার আগের স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। এতো আলোচনা এবং সমালোচনার মধ্যে তনি নিজেই তার ভেরিফাইড একাউন্টে একটি পোস্টে জানিয়েছেন কিছু কথা। তিনি লিখেছেন....

প্রায় ২ বছর পর বড় পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা সাই ধরম তেজ। এবার যেহুতু ডিরেক্টরের ডেব্যু ফিল্ম তাই গ্লিম্পসটাও পুরোপুরি ...
15/10/2025

প্রায় ২ বছর পর বড় পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা সাই ধরম তেজ। এবার যেহুতু ডিরেক্টরের ডেব্যু ফিল্ম তাই গ্লিম্পসটাও পুরোপুরি জমজমাট! সবকিছু ঠিক থাকলে এই বছরই রিলিজ পাচ্ছে এই সিনেমা...

থালাপাতি বিজয় তার জনসভায় পদদলিত হওয়া ৪১ জনের পরিবারকে দত্তক নিচ্ছেন। তিনি সারা জীবন তাদের কল্যাণ ও চাহিদার সম্পূর্ণ দায়...
15/10/2025

থালাপাতি বিজয় তার জনসভায় পদদলিত হওয়া ৪১ জনের পরিবারকে দত্তক নিচ্ছেন। তিনি সারা জীবন তাদের কল্যাণ ও চাহিদার সম্পূর্ণ দায়িত্ব নেবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

😎

তুলনা আর অতিরিক্ত প্রত্যাশা বাদ দিতে পারলেই আমরা খুশি থাকতে পারি। জিৎ(অভিনেতা, প্রযোজক)
15/10/2025

তুলনা আর অতিরিক্ত প্রত্যাশা বাদ দিতে পারলেই আমরা খুশি থাকতে পারি।

জিৎ
(অভিনেতা, প্রযোজক)

চলতি মাসেই কাজাখস্তানে শুরু হচ্ছে রেদোয়ান রনির আপকামিং 'দম' সিনেমার শ্যুটিং। বহুল প্রতীক্ষিত এই সিনেমায় জনপ্রিয় এবং প্রশ...
15/10/2025

চলতি মাসেই কাজাখস্তানে শুরু হচ্ছে রেদোয়ান রনির আপকামিং 'দম' সিনেমার শ্যুটিং। বহুল প্রতীক্ষিত এই সিনেমায় জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা আফরান নিশোর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পূজা চেরীকে। এই সিনেমার মধ্য দিয়ে নিশো-পূজা জুটি প্রথমবারের মতো হাজির হচ্ছে স্ক্রিনে।

গত কোরবানির ঈদে গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং অভিনয়শিল্পী দের অসাধারণ সুন্দর পারফরম্যান্স এর কল্যানে তানিম নূর এবং টিম রীত...
14/10/2025

গত কোরবানির ঈদে গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং অভিনয়শিল্পী দের অসাধারণ সুন্দর পারফরম্যান্স এর কল্যানে তানিম নূর এবং টিম রীতিমতো চমকে দিয়েছিলো 'উৎসব' সিনেমা দিয়ে। এবার ঈদেও এই টিম হাজির হচ্ছে 'বনলতা এক্সপ্রেস' নামের নতুন সিনেমা নিয়ে। ইনসাইড রিপোর্ট অনুযায়ী, তানিম নূর এর এই আপকামিং “বনলতা এক্সপ্রেস” সিনেমায় একসাথে দেখা যাবে দেশের দুই নন্দিত অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই সিনেমায় গুরুত্বপূর্ণ দুটো চরিত্রে আরো থাকছেন শরীফুল রাজ, সাবিলা নূর।

শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন তারা টাকার মোহে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন। অভিনয়শিল্পীর কা...
14/10/2025

শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন তারা টাকার মোহে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন। অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়। ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই।

শাহেদ আলী
(অভিনেতা)

The Final Cast Of 'King'...
14/10/2025

The Final Cast Of 'King'...

নাজিফা তুষি প্রথমবার বড় পর্দায় হাজির হয়েছিলেন রেদওয়ান রনি-র 'আইসক্রিম' সিনেমার কল্যানে। প্রথম সিনেমাতেই চমৎকার এক্সপ্রেশ...
14/10/2025

নাজিফা তুষি প্রথমবার বড় পর্দায় হাজির হয়েছিলেন রেদওয়ান রনি-র 'আইসক্রিম' সিনেমার কল্যানে। প্রথম সিনেমাতেই চমৎকার এক্সপ্রেশন আর মানানসই অভিনয় দিয়ে নজর কাড়তে সক্ষম হন তিনি। ইনোসেন্ট লুকের কারণে তাকে স্ক্রিনে দেখতেও অসাধারণ লেগেছে। পাশাপাশি সিনেমার দুই নায়ক শরিফুল রাজ এবং কুমার উদয়ের সাথে তার রসায়নও ভালো ছিল। ইমরানের সাথে 'এ জীবনে যারে চেয়েছি' মিউজিক ভিডিওতে তুষির উপস্থিতি ছিলো মনোমুগ্ধকর। এরপর ক্লোজআপ কাছে আসার গল্প'র আয়োজনে রায়হান রাফির পরিচালনায় 'অথবা প্রেমের গল্প' তে তিনি ছিলেন অনন্য। তবে অভিনেত্রী হিসেবে একই নির্মাতার 'দ্য ডার্ক সাইড অফ ঢাকা'তে একেবারেই ভিন্ন ইমেজে হাজির হয়ে চমকে দেন তুষি। মিজানুর রহমান আরিয়ানের তুমুল জনপ্রিয় এবং প্রশংসিত ওয়েবফিল্ম 'নেটওয়ার্কের বাইরে'তে তুষি ছিলেন সাবলীল। সহজ এবং স্বাভাবিক অভিনয় দক্ষতার পাশাপাশি তার হাসিটা তাকে যেকোনো চরিত্রে বিশ্বাসযোগ্যতা এনে দেয়। মেজবাউর রহমান সুমনের আইকনিক সিনেমা 'হাওয়া'তে রহস্যময় নারী 'গুলতি' চরিত্রে তিনি জানান দেন গ্ল্যামার, অভিনয় এবং সহজাত স্ক্রিনপ্রেজেন্স দিয়ে তিনি স্ক্রিনে ঝড় তুলতে সক্ষম। চঞ্চল চৌধুরী, নাসির উদ্দীন খান, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মন্ডলদের মতো শক্তিশালী অভিনেতাদের ভীড়ে এই সিনেমার অন্যতম ইউএসপি তুষি। স্বল্পদৈর্ঘ্য 'স্কুটি'তেও আধুনিক সময়ের এক তরুনী হিসেবে তিনি ছিলেন অনন্য। সামনে রায়হান রাফির 'আন্ধার' এবং মেজবাউর রহমান সুমনের 'রইদ' সিনেমায় দেখা যাবে তুষিকে। ফিটনেস, গ্ল্যামার, অভিনয় দক্ষতা এবং চরিত্রের সাথে মানিয়ে যাবার সাবলীলতা থাকা সত্ত্বেও আমাদের ঢাকাই কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে সম্ভাবনাময় নাজিফা তুষিকে নিয়ে আমাদের নির্মাতারা সেভাবে ভাবছেন না এটা দুঃখজনক। আশাকরি সামনে এই চিন্তার পরিবর্তন ঘটবে। বরাবরই কোয়ানটিটির থেকে কোয়ালিটিতে বিশ্বাস করে কাজ করে যাওয়া নাজিফা তুষির জন্মদিনে রইলো The Uncut Stories এর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

আপকামিং 'Toxic' সিনেমার লিক হওয়া ফুটেজে থেকে রকিং স্টার Yash -এর  লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তান্ডব চালাচ্ছে। ম...
14/10/2025

আপকামিং 'Toxic' সিনেমার লিক হওয়া ফুটেজে থেকে রকিং স্টার Yash -এর লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তান্ডব চালাচ্ছে। মুহূর্তের মাঝেই ভাইরাল কেজিএফ খ্যাত এই প্যান ইন্ডিয়ান তারকার চমকে দেয়া নতুন লুক।।

কাউকে সেফ এক্সিট যারা এবার দিবে তাদেরকে দেশের জনগণের কাছে জবাব দিতে হবে। কারও কোন সেফ এক্সিট নাই, সবার সব কৃতকর্মের জবাব...
14/10/2025

কাউকে সেফ এক্সিট যারা এবার দিবে তাদেরকে দেশের জনগণের কাছে জবাব দিতে হবে। কারও কোন সেফ এক্সিট নাই, সবার সব কৃতকর্মের জবাব চাই। তাইলেই আবু সায়িদদের আত্মারা শান্তি পাবে। লাউড এন্ড ক্লিয়ার।

খিজির হায়াত খান
( প্রযোজক, পরিচালক, অভিনেতা)

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় রোমান্টিক ও সংবেদনশীল চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ইরফান সাজ্জাদ। এবার তাকে দেখা যাবে ...
13/10/2025

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় রোমান্টিক ও সংবেদনশীল চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ইরফান সাজ্জাদ। এবার তাকে দেখা যাবে এক তুখোড় তদন্ত কর্মকর্তার ভূমিকায়, যিনি রহস্যের জাল ছিঁড়ে বের করার চেষ্টা করবেন ধারাবাহিক হত্যাকাণ্ডের মূল রহস্য। একদমই নতুন রূপে, গোয়েন্দা চরিত্রে ইরফান সাজ্জাদের দেখা মিলবে আপকামিং ওয়েব সিরিজ 'গিরগিটি’তে। রাহাত মেহেদী হকের গল্পে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায়, পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। সিরিজে কেন্দ্রীয় চরিত্রে ইরফান সাজ্জাদের সঙ্গে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজ প্রমুখ। পাঁচ পর্বের এ ওয়েব সিরিজ ১৬ অক্টোবর মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গে। গতকাল রিলিজ দেয়া টিজার সিরিজটি নিয়ে আগ্রহ বাড়িয়েছে, দেখা যাক ভিন্নধর্মী গল্প আর নির্মাণে বৈচিত্র‍্যতা দিয়ে দর্শকদের মন জয় করতে পারে কিনা 'গিরগিটি'!

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Uncut Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category