apradhkantha.com

apradhkantha.com THIS IS ONLY CRIME NEWS FOR PORTAL AND TV NEWS

01/09/2024

কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতাল চালুতে প্রায় ১৫০ কোটি টাকার চিকিত্সা যন্ত্রপাতি-সরঞ্জাম ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভি....

কুষ্টিয়া ইসলা‌মিয়া কলেজে যোগ দিতে গিয়ে উপাধ্যক্ষ লাঞ্ছিত : দখলদার সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগনিজস্ব প্রতিবেদক :: প্রকাশ: ...
22/08/2024

কুষ্টিয়া ইসলা‌মিয়া কলেজে যোগ দিতে গিয়ে উপাধ্যক্ষ লাঞ্ছিত : দখলদার সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ::
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ২১: ১৮
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন কলেজে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে লাঞ্ছিতের ভিডিও ক্লিপ গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনি কলেজের শিক্ষক টিপু সুলতানসহ কয়েকজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাবিনা ইয়াসমিনের হাত ধরে টেনেহিঁচড়ে অধ্যক্ষের চেয়ার থেকে তুলে দিচ্ছেন শিক্ষক টিপু সুলতান। এ সময় সাবিনা ইয়াসমিনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।
লিখিত অভিযোগে সাবিনা ইয়াসমিন উল্লেখ করেন, ২০১৯ সালে তিনি উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) হিসেবে দায়িত্বে থাকাকালে কলেজের তৎকালীন পরিচালনা পর্ষদের সভাপতি খোঁড়া যুক্তিতে অন্যায়ভাবে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেন। গত বুধবার দুপুরে জেলা প্রশাসনের এক চিঠির আদেশে তিনি স্বপদে যোগ দিতে যান। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল ইসলামসহ বেশ কয়েক শিক্ষক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিশৃঙ্খলা তৈরি করেন। একপর্যায়ে দর্শন বিভাগের শিক্ষক টিপু সুলতান তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে মারধর করে কলেজ থেকে বের করে দেন।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি অনুপ কুমার নন্দী বলেন, ‘লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করছি না। কিন্তু অধ্যক্ষের চেয়ারে বসে আইন না মানার দম্ভ দেখানো তাঁর (সাবিনা ইয়াসমিন) ঠিক হয়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আইনি জটিলতা নিষ্পত্তির কোনো দলিলও তিনি দেখাতে পারেননি।’
অভিযুক্ত শিক্ষক টিপু সুলতান বলেন, ‘আমাকে সে বিভিন্ন সময় হয়রানি করেছে। তাই সাবিনা ইয়াসমিন কলেজে এসে প্রিন্সিপালের চেয়ারে বসে পড়ায় সবাই ক্ষিপ্ত হয়ে তাকে বের করে দিয়েছে।’
সাবিনা ইয়াসমিন দাবি করেন, কলেজে নিয়মিত অধ্যক্ষ না থাকায় উপাধ্যক্ষ হিসেবে তিনিই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন। এ জন্য অধ্যক্ষের চেয়ারে বসেছিলেন। সাবিনা ইয়াসমিন বলেন, ‘সাড়ে সাত বছর ধরে আমাকে হয়রানি করা হচ্ছে। সব ডকুমেন্ট আমার পক্ষে থাকলেও আমাকে কলেজে যোগদান করতে দেওয়া হচ্ছে না। বরং কলেজে গেলে আমার ওপর হামলা করা হয়েছে। আমি তাদের দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম। সে জন্য আমাকে তাদের পোষা ম্যানেজিং কমিটিকে দিয়ে অন্যায়ভাবে কলেজ থেকে বরখাস্ত পর্যন্ত করিয়েছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবৈধভাবে চেয়ার দখল করে আছেন। আমি আইনি লড়াই শেষে পুনরায় যোগদান করতে গেলে আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল ইসলাম বলেন, ‘সাবিনা ইয়াসমিন কলেজে এলে হট্টগোল হয়। তার ওপর কারা হামলা করেছে, আমি জানি না।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, থানায় একটি অভিযোগ জমা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

21/08/2024

ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়...

21/08/2024

এক নজ‌রে বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক ::
২০২৩ সা‌লের প‌রিসংখ‌্যানুযা‌য়ি বাংলা‌দে‌শের‌মোট জনসংখ‌্যা ১৭,১১,৭৬,৩৭২ জন। মোট কর্মী বা শ্রমিক সংখ‌্যা ৭,৪৯,১৩,৬১২ জন। সরকা‌রি চাকরীর পদ সংখ‌্যা ১৬,৭৮,৩৪২ এর বিপরী‌তে নি‌য়োগ প্রাপ্ত আছেন ১৩,৭৫,৪৩৮জন।

সালমা‌নের শেয়ার কে‌লেঙ্কা‌রির হোতা ফজলুর রহমানের না‌মে বেনা‌মে শত কো‌টি টাকার সম্পদ দে‌শে বি‌দে‌শে গা‌ড়ি বা‌ড়িনিজস্ব প...
21/08/2024

সালমা‌নের শেয়ার কে‌লেঙ্কা‌রির হোতা ফজলুর রহমানের না‌মে বেনা‌মে শত কো‌টি টাকার সম্পদ দে‌শে বি‌দে‌শে গা‌ড়ি বা‌ড়ি

নিজস্ব প্রতি‌বেদক ::
লুটেরা সালমান এফ রহমান ধ্বংস করেছে পুরো শেয়ার মার্কেট। আর এই লুটের পেছনে যে ব্যক্তি সালমানকে পূর্ণ সহযোগিতা করেছেন তি‌নি হ‌লেন এবি ব্যাংক সিকিউরিটিজের বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান এবং তার দোসররা। ‌তি‌নি শেয়ার বাজ‌ারে ক্ষুদ্র বি‌নি‌য়োগকারিদের কৌশ‌লে সর্বশান্ত কর‌তেন। একজন ক্ষুদ্র বি‌নি‌যোগকা‌রি অ‌ভি‌যোগ ক‌রেন, তা‌কে ১ কে‌াটি‌ টাকা বি‌নি‌য়োগ ক‌রি‌য়ে‌ লস হওয়া শেয়ার ক্রয় করায় মাত্র তিন মা‌সের মাথায় ২৫ লাখ টাকায় নে‌মে আসে। মা‌নে তিন মা‌সে ৭৫ লাখ টাকা কৌশ‌লে লস করি‌য়েছেন এই চক্র। এভা‌বে কম প‌ক্ষে এবি ব‌্যাংক সি‌কিউরি‌টি‌জের হাজার হাজার বিও বা বে‌নি‌ফি‌শিয়ারি ওনার্স একাউন্ট থে‌কে কৌশ‌লে ১০ হাজার কো‌টি টাকা হা‌তিয়ে নি‌য়ে‌ছে এই চক্র। এক‌টি সু‌ত্র জা‌নি‌য়ে‌ছে, এই ফজলুর রহমানের নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকা। দেশে বিদেশে রয়েছে অঢেল সম্পদ এবং বাড়ি গাড়ি। যা সবই শেয়ার মার্কেটে থেকে অবৈধ ভাবে লুটের টাকায় করা ব‌লে সুত্রটি নি‌শ্চিত ক‌রে‌ছে।
সালমান এফ রহমানের সাথে এই ফজলুর রহমানকেও আইনের আওতায় এনে যথাযথ তদন্ত করলে বেরিয়ে আসবে শেয়ার বাজার লুটের চাঞ্চল্যকর সব গোপন তথ্য। যা এখন অত্যন্ত জরুরী। শেয়ার বাজারে সালমানের ডান হাত বলে খ্যাত এই ফজলুর রহমানের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতি‌বেদন প্রকাশ করার উদ্যোগ নেয়া হ‌লেও সা‌বেক সরকা‌রের আস‌লে সংবাদগু‌লো আলোর মুখ দে‌খে‌নি। সরকার পত‌নের পর পু‌জিবাজ‌রের ক্ষুদ্র গ্রাহকরা সোচ্চার হওয়ায় কিছু কিছু তথ‌্য প্রকাশ হওয়া শুরু হ‌য়ে‌ছে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when apradhkantha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to apradhkantha.com:

Share