
09/06/2025
ট্র্যাকিং ছাড়া মার্কেটিং মানেই অন্ধকারে ছোটা!
হাজার হাজার টাকা খরচ করছেন ফেসবুক বা গুগলে—but জানেন না কে আসছে, কোথা থেকে আসছে, বা কনভার্ট করছে কিনা?
ঠিকমতো ট্র্যাকিং না থাকলে আপনি জানবেন না:
ইউজার আসছে কোথা থেকে (Facebook, Google, অন্য কিছু?)
কোন পেজে সময় দিচ্ছে, কোথা থেকে বাউন্স করছে?
কে কনভার্ট করছে আর কে নয়?
📉 ফলে ভুল সিদ্ধান্ত, অপচয়, আর কম ROI।
সমাধান? সঠিক ট্র্যাকিং সেটআপ!
✅ Google Analytics 4 (GA4)
✅ Facebook Pixel
✅ Google Tag Manager
✅ Conversion Events & Retargeting Setup
একবার সঠিকভাবে সেটআপ করলেই—ডেটা থাকবে হাতে, সিদ্ধান্ত হবে কৌশলী, আর মার্কেটিং ইনভেস্টমেন্ট হবে অনেক বেশি প্রোডাকটিভ।
স্মার্ট ট্র্যাকিং = সাকসেসফুল মার্কেটিং। 🚀