Habiba Begum

Habiba Begum সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ

09/07/2025
এর সাথে M***i Alauddin Jihadi – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 9 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉
09/07/2025

এর সাথে M***i Alauddin Jihadi – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 9 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

ঈদ মোবারক 💝🤲
07/06/2025

ঈদ মোবারক 💝🤲

ইয়া আল্লাহ,আরাফাতের ময়দানে উপস্থিত সকল হাজ্বীদের উসিলায় আমাদের গুনাহ মাফ করুন এবং সকলকে জীবনে একটিবার হলেও হজ্জে বায়তুল্...
05/06/2025

ইয়া আল্লাহ,
আরাফাতের ময়দানে উপস্থিত
সকল হাজ্বীদের উসিলায়
আমাদের গুনাহ মাফ করুন
এবং সকলকে জীবনে একটিবার হলেও
হজ্জে বায়তুল্লাহ, জিয়ারতে মদিনা নসীব করুন।

🤲🕋 আমিন ইয়া রাব্বুল আলামিন 🕋🤲

03/06/2025

মনে তো চায় আমিও তাদের সাথে শরীক হই 😭

ভালোবাসি।অনেক বেশি ভালোবাসি ।আল্লাহ্ এবং আল্লাহর রসূল ﷺ কে।
02/06/2025

ভালোবাসি।
অনেক বেশি ভালোবাসি ।
আল্লাহ্ এবং আল্লাহর রসূল ﷺ কে।

20/05/2025

রাখে আল্লাহ মারে কে!
ভাইরাল ভিডিও,

আল্লাহ পাক ওনাকে
হায়াতে তৈয়েবা দান করুক,
আমিন🤲

"আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা।।যাহার রওশনীতে দ্বীন- দুনিয়া উজালা।।যারে খুঁজে ফেরে কুটি গ্রহ তারা,ঈদের চাঁদে যাহার নামে...
18/05/2025

"আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা।।
যাহার রওশনীতে দ্বীন- দুনিয়া উজালা।।

যারে খুঁজে ফেরে কুটি গ্রহ তারা,
ঈদের চাঁদে যাহার নামের ইশারা,
বাগিচায় গোলাপ গুল গাঁথে যার মালা।।

আউলিয়া আম্বিয়া দরবেশ যার নাম
খোদার নামের পরে জপে অবিরাম,
কেয়ামতে যার হাতে কাওসার পিয়ালা।।

পাপে মগ্ন ধরা যার ফজিলতে
ভাসিল সুমধুর তৌহিদ- স্রোতে,
মহিমা যাহার জানেন এক আল্লাহতায়ালা।।

,,,,,,,,,, Habiba(Ab kobita),,,,,,,,,,

★ তিনটি জিনিস একবার আসেঃ- (১) পিতা-মাতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন।★ তিনটি জিনিস ফিরিয়ে আনা-যায় নাঃ- (১) বন্দুকের গুলি (২) ...
17/05/2025

★ তিনটি জিনিস একবার আসেঃ-
(১) পিতা-মাতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন।

★ তিনটি জিনিস ফিরিয়ে আনা-যায় নাঃ-
(১) বন্দুকের গুলি (২) কথা(৩) রূহ।

★ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ-
(১) সু-সন্তান (২) সদকায়ে জারিয়া (৩) ইলম।

★ তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ-
(১) চুরি (২) চোগল (৩) মিথ্যা।

★ তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ-
(১) হিংসা (২) অভাব(৩) সন্দেহ।

★ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ-
(১) উপদেশ (২) উপকার(৩) মৃত্যু।

★ তিনটি জিনিসকে আয়ত্বে রেখঃ-
(১) রাগ (২) জিহবা (৩) অন্তর।

🖊Habiba Begum(Ab kobita)

🕋 রহমানের রহমত 🕋ওহে রহমান তুমি দয়াবানতোমার করোনা চাহি,তুমি ভিন্ন আর অন্য মা'বুদ মোদের নাহি।তুমি এক অদ্বিতীয় তোমার শরিক ...
04/05/2025

🕋 রহমানের রহমত 🕋

ওহে রহমান তুমি দয়াবান
তোমার করোনা চাহি,
তুমি ভিন্ন আর অন্য
মা'বুদ মোদের নাহি।
তুমি এক অদ্বিতীয়
তোমার শরিক নাই,
তুমি রবের তুষ্টি তরে
ইবাদাত করে যাই।
তব প্রিয় রাসুলের প্রেম
মম হৃদয়ে রাখি ,
যাঁরে হেরিবার তৃষ্ণায় মম
সিক্ত হয় আঁখি।
তব করুনায় ধরার বুকে
রব বেঁচে আছি,
সুস্থ সুখী জীবনের তরে
তব করুনা যাচি।
মুছা নবীকে বাঁচাও রব
নীল দরিয়া হতে,
ইব্রাহীমকে রক্ষা করো
অগ্নিকুণ্ড হতে।
মৎস পেটের আঁধার হতে
ইউনুস কে দাও আলো,
তোমার দয়ায় প্লাবন হতে
নূহ্ রক্ষা পেলো।
ইসমাঈলকে বাঁচিয়ে নিলে
তীক্ষ্ণ ছুঁড়ি হতে,
ঈসাকে রব রক্ষা করো
উঠিয়ে আসমানেতে।
সৃষ্টি জগৎ বেঁচে আছে
তব দয়ার ছোঁয়ায়,
তাইতো সৃষ্টি রব চরণে
শুকরিয়া তরে নোয়ায়।

যে দিন প্রথম রওজাতে গেলাম, সেই দিন থেকে নবী আপনার দিদারের আশায় আমি পাগল হইলাম,,দিদার দিয়ে ধন্য করো নবী,আর তো কিছু চাইনা,...
04/05/2025

যে দিন প্রথম রওজাতে গেলাম,
সেই দিন থেকে নবী আপনার
দিদারের আশায় আমি পাগল হইলাম,,
দিদার দিয়ে ধন্য করো নবী,আর তো কিছু চাইনা,,
বারে বারে মন চায় শুধু যেতে সোনার মদিনায়,,,
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

হে আল্লাহ সবাইকে নূর নবীজির রওজা মোবারক জিয়ারত নছিব করুন,,
--------------আমিন🤲

🌹সৃতির পাতা থেকে,,
এশার নামাজ পরার পর,
রাতের দৃশ্য পবিত্র সোনার মদিনা🌹

ঈদের এই পবিত্র ক্ষনে 🌙ছোটরা নাও ভালোবাসা!বড়োরা নাও সালাম!ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি...
31/03/2025

ঈদের এই পবিত্র ক্ষনে 🌙

ছোটরা নাও ভালোবাসা!
বড়োরা নাও সালাম!

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।

কলিজার দরদীরা সকলকে
ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন 🌙
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

আমার কলিজাটার জন্য
সবার খাস করে দোয়া করবেন 🤲

Address

Dhaka
12345

Alerts

Be the first to know and let us send you an email when Habiba Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category