Jibon Joyee জীবন জয়ী

Jibon Joyee জীবন জয়ী দৃষ্টি সুন্দর হলে সৃষ্টি ও সুন্দর হয়ে ওঠে 🥰❤️

24/07/2025

জীবন সবার এক রকম নয় #জীবন

23/07/2025

জীবন #জীবন

আমরা সবাই কোনো না কোনো সময় এমন অবস্থার মুখোমুখি হই, যখন নিজের প্রাপ্য থেকে পিছিয়ে আসি—কারণ হয়তো সম্পর্ক, শান্তি কিংবা সা...
13/07/2025

আমরা সবাই কোনো না কোনো সময় এমন অবস্থার মুখোমুখি হই, যখন নিজের প্রাপ্য থেকে পিছিয়ে আসি—কারণ হয়তো সম্পর্ক, শান্তি কিংবা সামাজিক প্রতিচ্ছবি রক্ষা করা। আমরা ভাবি, “আমি একটু কম থাকলেই বা কী হয়!”, “ওদের কথাতেই মাথা ঝুঁকিয়ে দিই”। কিন্তু এই “না হয়” গুলোই আসলে একসময় আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়।

মানুষ স্বভাবতই সুযোগ সন্ধানী। আপনি যতটা ছাড় দেবেন, তারা ততটাই নেবে। আপনি যতটা চুপ থাকবেন, ততটাই আপনাকে থামিয়ে দেওয়া হবে। এটা কোনো একটি মানুষের সমস্যা নয়—এটা এক প্রকার সামাজিক বাস্তবতা। আর এই বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে যারা নিজেদের প্রয়োজন, সম্মান, ভালোবাসা কিংবা অর্থনৈতিক অধিকার বিসর্জন দেয়, তারা একসময় ভেতর থেকে ভেঙে পড়ে। আত্মবিশ্বাস হারায়, নিজেকে তুচ্ছ ভাবতে শেখে। এবং তখনই আসে সেই নিষ্ঠুর উপলব্ধি—"আমি কেন নিজেরটা ধরে রাখিনি?"

নিজের অধিকার চাওয়া মানেই স্বার্থপরতা নয়। বরং সেটাই আত্মসম্মান রক্ষা করার প্রথম ধাপ। আপনি যদি নিজেই নিজের প্রাপ্য বুঝে না নেন, তাহলে কেউ এসে তা তুলে দেবে না। বরং তারা ভাববে, “এ তো কিছু বলছে না, নিশ্চয়ই ওর দরকার নেই।”

অধিকার বলতে আমরা শুধু অর্থ বা সম্পদের কথা বলি না—এখানে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান সবই অন্তর্ভুক্ত। যদি কেউ আপনার সম্মান দিতে না চায়, ভালোবাসার নামে শুধু গ্রহণ করতে চায়—তাহলে সেখানে আপনি নিজের অবস্থান পরিষ্কার করে তুলুন। সম্পর্ক যতই মূল্যবান হোক না কেন, নিজের আত্মসম্মান কোনো কিছুর বিনিময়ে বিকিয়ে দেওয়া উচিত নয়।

হ্যাঁ, আপনি হয়তো শুনবেন—“তুমি নিজেরটা ছাড়া কিছু বোঝো না”, “তুমি খুব ইগো নিয়ে চলো”। কিন্তু এসব কথায় দমে যাওয়া মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। সবসময় মনে রাখবেন, আপনি যদি নিজের প্রতি দায়িত্বশীল না হন, তাহলে কেউ আপনার প্রতি দায়িত্ববান হবে না।

তাই এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনি যা প্রাপ্য, তা দৃঢ়ভাবে দাবি করুন—বিনয়ের সাথে কিন্তু স্পষ্টভাবে। কারো উপর চিৎকার করার প্রয়োজন নেই, তবে নিজের অবস্থান জানিয়ে দেওয়া জরুরি। যদি কেউ তাতে ‘স্বার্থপর’ বলে, তবে হোক। নিজের অধিকার আদায় করাই যদি স্বার্থপরতা হয়, তাহলে সেই স্বার্থপরতাকে গর্বের সঙ্গে গ্রহণ করুন।

আপনার জীবন, আপনার অনুভূতি, আপনার পরিশ্রম—সব কিছুরই একটা মূল্য আছে। আর সেই মূল্য আপনি না দিলে, এই পৃথিবী কখনো দেবে না। সুতরাং, নিজের অধিকারের প্রশ্নে আর চুপ থাকবেন না—আজ থেকেই শিখে নিন, নিজেকে ভালোবাসতে, নিজের জায়গাটা ধরে রাখতে।

এটাই আত্মরক্ষা। এটাই বেঁচে থাকার আসল লড়াই।

Collected


#নিজেরঅধিকার #আত্মসম্মান #আত্মরক্ষা

আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। 💖যে ডিভোর্সী মহিলা ৫০ বছর বয়সে ...
08/07/2025

আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। 💖

যে ডিভোর্সী মহিলা ৫০ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টিটকারি না দিক। 💖

যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে ৩৪ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ 'বিয়েটা আর কবে করবি? সারাজীবন কী বাপের বাড়িতেই পড়ে থাকবি?' না বলুক।💖

যে ৪৫ ছুঁইছুঁই মহিলা নিজের ১৮ বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে, তাকে উদ্দেশ্য করে কেউ 'বুড়ির রস কম নয়' না বলুক।💝

যে ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক।💖

চুলের কালো সফেদ হয়ে যাওয়ায় বছর ৩৭ এর তপন বাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ 'এই বুড়ো' 'এ দাদু..' না বলুক। চুল সাদা হয়েছে তো কী! মন তো সবুজও হতে পারে। তাই না? 💖💝

আমি চাই ৫৮ বছর পার করার পরেও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট, তাকে কেউ 'বুড়ো হয়ে মরতে চললো, এখনো খুড়োর শখ কম নয়..' না বলুক।💖

৪২ এও যে দম্পতি কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাঁজা না বলুক। 💖

জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে ৯৮ এর থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক। তাঁর হাতেও উল কাঁটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে। চলুন না, আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি...💖💝

মানুষের বয়স বারে... শরীর বুড়ো হয় ... মন তো বুড়ো হয় না। তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে..শখ গুলো কে সম্মান করা উচিৎ... তাদের নিয়ে কটু কথা না বলে....❤💝💖🌹🌿🌿🍀🍀🌼🌼

#সংগৃীত

(লেখা ও ছবি; সংগৃহীত)

পঞ্চাশের পর নারী এক নবজীবনের শুরু নারীর জীবন যেন দশকের পর দশক ধরে এক একটি সংগ্রামের কাব্য।তিরিশে সংসার গড়ার দৌড়ঝাঁপ, চল্...
07/07/2025

পঞ্চাশের পর নারী এক নবজীবনের শুরু
নারীর জীবন যেন দশকের পর দশক ধরে এক একটি সংগ্রামের কাব্য।
তিরিশে সংসার গড়ার দৌড়ঝাঁপ, চল্লিশে দায়িত্বের পাহাড়, আর পঞ্চাশ?
পঞ্চাশ মানেই ক্লান্ত শরীর, চিন্তায় ভারাক্রান্ত মন, আর অন্তরের গভীরে একটুখানি প্রশান্তির খোঁজ।
অনেকের ধারণা এই বয়সে জীবন বুঝি শেষ।
কিন্তু প্রকৃতপক্ষে, এখানেই শুরু এক নতুন অধ্যায়,
যেখানে আপনি নিজেই আপনার জীবনের নায়িকা।
এটা সেই সময়, যখন জীবনকে আরেকবার নতুন চোখে দেখা যায়—আপনার চোখে।
নিজেকে সম্মান জানানোর সময়
আজ একটু থেমে নিজেকে বলুন,
"আমি পেরেছি, অনেক কিছু সামলেছি, হাসি দিয়ে সবটুকু আগলে রেখেছি।"
বছরের পর বছর আপনি পরিবারের প্রতিটি কোণকে আলোকিত করেছেন, ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন চারপাশে।
এখন সময় নিজেকে ভালোবাসার, নিজের অস্তিত্বকে শ্রদ্ধা জানানোর।

সব হিসেব মিলবে না এই সত্য মেনে নিন

জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না।
কে আপনাকে বুঝলো না, কে অবহেলা করলো এই হিসেবের খাতা এখন বন্ধ করে দিন।
এই সময় দরকার আত্মিক মুক্তি,
আশা যত হালকা করবেন, তত শান্তি আসবে জীবনে।
ভুলগুলোকে আলিঙ্গন করুন, ক্ষমা দিন নিজেকে সেই ছিলো তখনকার আপনি।
ভবিষ্যতের আপনি আরও শক্তিশালী, আরও হালকা।

ঘরের কাজ নয়, এবার নিজের মনটাকে গুছিয়ে নিন

ঘরের প্রতিটি কাজ আপনি করেছেন বছরের পর বছর।
এখন আর সেই দায়িত্বের সাঁজোয়া পরা প্রয়োজন নেই।
ঘরটাকে করুন হালকা, জিনিসের প্রতি মায়া কমান।
পুরনো কাপ, পুরনো স্মৃতি সব নয়, কিছু কিছু ছেড়ে দিন।
শান্তির ওজন জিনিসের চেয়ে অনেক বেশি।
শরীর হয়তো বলে দেয় বয়সের কথা কোমর ব্যথা, হাঁটুর যন্ত্রণা।
তবে শান্তি আর মানসিক ভারমুক্তিতেই লুকিয়ে আছে আসল আরাম।

একাকীত্ব ভয় নয়, উপহার হিসেবে নিন

সময় বদলায়, মানুষও বদলায়।
কেউ পাশে থাকবে, কেউ থাকবে না এটাই জীবনের নিয়ম।
তাই ধীরে ধীরে একা থাকার আনন্দ খুঁজে নিন।
নিজেকে চেনার এটাই শ্রেষ্ঠ সময়।
একাই সিনেমা দেখুন, একাই হাঁটুন, বইয়ে ডুবে থাকুন।
এভাবেই আপনি নতুনভাবে গড়ে তুলবেন নিজের সাথে বন্ধুত্ব।

শরীর-মন দুটোই হোক আপনার প্রথম দায়িত্ব

নিজের শরীরকে গুরুত্ব দিন।
সময় মতো ঘুম, স্বাস্থ্যকর খাবার, প্রতিদিন অন্তত ২০ মিনিট হালকা ব্যায়াম ।
এগুলো শুধু অভ্যাস নয়, এটি নিজের প্রতি ভালোবাসার প্রকাশ।
আর মাঝে মাঝে নতুন জামা পরুন, হালকা সাজুন, আয়নায় তাকিয়ে নিজেকেই বলুন "তুই তো দুর্দান্ত "

সম্পর্কে ভালোবাসা থাকুক, কিন্তু সীমানাও থাকুক

সব সম্পর্ক হৃদয়ে ধরে রাখলে মন ভারী হয়।
ভালোবাসুন, সাহায্য করুন, কিন্তু আবেগের অতল গহ্বরে হারিয়ে যাবেন না।
নিজের শান্তি যেখানে থাকে, সেখানেই থামুন।

জীবনের আসল শিক্ষা অতিথির মতো বাঁচা শিখুন

এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, আমরা সবাই অতিথি মাত্র।
এই ভাবনা হৃদয়ে রাখলে দুঃখ, হিংসে আর প্রতিযোগিতা হালকা হয়ে যাবে।
প্রতিদিন অন্তত একবার কৃতজ্ঞ হোন, যা পেয়েছেন, তার জন্য।
সেই মধুর মুহূর্তগুলোই তো আসল জীবন যা আজও হৃদয়ে আলো ছড়ায়।
আজ থেকেই শুরু হোক এক নতুন পথচলা
এখন থেকে আপনি নিজেই আপনার সবচেয়ে কাছের মানুষ।
নিজেকে ভালোবাসা, নিজের পাশে দাঁড়ানো এই হোক আপনার প্রতিদিনের ব্রত।
ধীরে হাঁটুন, গভীরভাবে বাঁচুন, আকাশের দিকে তাকিয়ে হাসুন।
জীবন এখনও আছে, সুন্দর আছে, আপনি আছেন।

ভালো থাকুন। আজ থেকেই। নিজেকে ভালোবাসার নতুন জীবনে আপনাকে শুভেচ্ছা। 🙏

নিজেই নিজেকে সামলাতে শেখো প্রিয়,কারণ এই শহরের মানুষগুলো সত্যিই আবহাওয়ার মতো—এক মুহূর্তে রোদ, আরেক মুহূর্তে ঝড়।তারা তোমার...
04/07/2025

নিজেই নিজেকে সামলাতে শেখো প্রিয়,
কারণ এই শহরের মানুষগুলো সত্যিই আবহাওয়ার মতো—
এক মুহূর্তে রোদ, আরেক মুহূর্তে ঝড়।
তারা তোমার সুখে হাসবে, তোমার কষ্টে মুখ ফিরিয়ে নেবে।
তাই অপেক্ষা কোরো না কেউ এসে তোমাকে শক্ত করে ধরবে বলে।
নিজের অস্তিত্বকে ভালোবাসো,
নিজের ভাঙাগুলো জোড়া লাগাও নিজেই।
শক্ত হয়ে দাঁড়াও, নিজের ছায়া হয়ে পাশে থেকো।
এই পৃথিবীটা খুব কমই বোঝে কারো নীরব কান্না,
তাই শেখো নীরবতা ভেদ করে আলোয় বেরিয়ে আসতে।
সবাই আসে, আবার চলে যায়,
কিন্তু তুমি যেন হারিয়ে না যাও নিজের মাঝে।
নিজের ভিতরে শক্তি খুঁজে পাও,
যেটা কারো অনুপস্থিতিতেও তোমাকে ভাঙতে দেবে না।

কারণ তুমি একা নও তোমার ভিতরের তুমি তোমার সবচেয়ে বড় সাহস।
সংগৃহীত

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজস...
30/06/2025

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজসাধ্য কারণ ফেসবুকে একটু সামান্য বাস্তব বুদ্ধি কাজে লাগালেই কিন্তু ইনকাম করা যায়।
প্রথমে বলি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে হলে প্রথমে একাউন্ট টা কে গ্রো করাতে হবে। মানে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়াতে হবে। এবার সেটা কিভাবে করবেন একটা খুব সহজ উপায় বলি?
1. ফ্লা ও য়া র গি ফ ট করুন। আপনার গি ফ ট করা ফ্লা ও য়া র থেকে যদি না আপনার ফলোয়ার বাড়ে তখন আমাকে বলবেন।
2. অবশ্যই কাজ করতে হবে। মানে শুধু ফ্লা ও য়া র গি ফ ট করলেই তো হবে না মানুষকে আপনার প্রোফাইল বা পেজে আটকে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। মানে আপনাকে ফটো পোস্ট করতে হবে ।ভিডিও পোস্ট করতে হবে ।কারণ কাজ না করলে টাকা আপনাকে কেউ দেবে না।
এবার বলি কিভাবে কাজ করবেন?
আপনার মধ্যে কোন ট্যালেন্ট নেই আমি ধরে নিলাম। আপনি ভিডিও বানাতে পারেন না। আপনি লিখতে পারেন না।। কপি পেস্ট করতে পারবেন তো?
1. লেখা কপি পেস্ট এর মাধ্যমে ফেসবুকে ইনকাম এখন অনেকেই করছে। এটার মধ্যে কোন ভুল নেই। কোন অন্যায় নেই । হ্যাঁ যদি লেখকের নাম জেনে থাকেন লেখার নিচে লেখকের নামটি অবশ্যই উল্লেখ করবেন। আর লেখকের নাম না জানা থাকলে সংগৃহীত কথাটি অবশ্যই লিখবেন। মানে হল অন্যের লেখাটি নিজের লেখা বলে চালাতে যাবেন না।
2. সারাদিনে কিছু ভালো করে ফটো তুলুন নিজের। কিংবা পরিবেশের ,প্রাকৃতিক সৌন্দর্য ,ফুল ,খাবার সেইগুলো দিয়ে কিছু লেখা কপি পেস্ট করে পোস্ট করে দিন।
এখন তো ভিডিওর থেকেও লেখা বা ফটোতে ইনকাম বেশি হচ্ছে।
3. এবার যদি নিজের ভিডিও বানাতে প্রবলেম হয় বা না পারেন সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করুন। ভয়েসটা নিজে দেওয়ার চেষ্টা করুন দিয়ে ভিডিওটি যে কোন ভিডিও এডিটিং অ্যাপ এ গিয়ে এডিট করে রি পোস্ট করুন। কোন কপিরাইট আসবেনা ।শুধু মিউজিকটা একটু খেয়াল রাখবেন। মানে পারলে অরিজিনাল ভয়েস দিয়ে মিউজিকটা তৈরি করবেন।
4. এবার যদি বলেন কি ভয়েজ দেব সেক্ষেত্রে যে কাউকে অনুকরণ করুন।
5. আর যদি মনে হয় নিজে ভিডিও তৈরি করব কিন্তু নিজের ফেস দেব না সে ক্ষেত্রে আপনার বিভিন্ন সারা দিনের কাজ সেগুলোকে ভিডিও করতে পারেন ।রান্নার ভিডিও করতে পারেন এবং তার সাথে একটা ভয়েস এডিট করে দিতে পারেন। ভীষণ সহজ।
তবে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ধৈর্য। ধৈর্য হারালে কিন্তু ফেসবুকের কাজটি আপনার জন্য নয়। আপনি দেখবেন আপনি কাজ করবেন যত রেগুলারিটি মেনটেন করে টাইম মেইন করে আপনার রিচ এনগেজমেন্ট তর তর করে বাড়বে। কিন্তু কাজ করতে করতে আপনি যদি সাত দিনের গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে এত দিনের কষ্টটা বৃথা চলে যাবে। আবার আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এবং নতুন করে কাজ করতে হবে।
আমার কথা মেনে কাজ করে দেখুন ফেসবুকে সাফল্য আসবেই আসবে। আমার ফলোয়ার কম এটা নিয়ে মাথা ঘামাবেন না ।কেউ কেউ 5000 ফলোয়ারেও ইনকাম করছে ।কেউ কেউ 50000 ফলোয়ারেও ইনকাম করতে পারছে না। সুতরাং followers does not matter.
অনেকের আবার ফেসবুকে কাজ করা নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে। মানে নিজেরা তো করতে পারেনা অন্য কেউ করলেও তাদের সমস্যা হয়।
আমি মনে করি রাস্তায় বসে পরনিন্দা পরচর্চা করার থেকে ঘরে বসে নিজের ফোনেতে নিজের ফেসবুকে নিজের পছন্দমত কাজ করে যদি দুটো পয়সা কেউ রোজগার করে সেটার মধ্যে কোন খারাপ কিছু নেই । হ্যাঁ অবশ্যই ফেসবুকে এসে অশ্লীলতা করাটাকে কখনোই আমি সাপোর্ট করিনা। 🙏🌹❤️
সংগৃহীত #সংগৃহীত



18/06/2025

টাকাই সবকিছু নয় — এই কথা বলা যত সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত নয়। যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না।

একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য।

টাকা না থাকলে আপনি আপনার স্ত্রীর শখ পূরণ করতে পারবেন না, আপনার সন্তানের মুখে হাসি ফোটাতে পারবেন না, আপনার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু পর্যন্ত করাতে পারবেন না।

টাকা না থাকায়, অনেক বাবা-মা বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক মানুষ নিজের স্বপ্ন ছুঁতে না পেরে আত্মহত্যা করে, কেবল টাকার অভাবে।
টাকা না থাকলে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, কেউ মূল্য দেবে না। আপনি যতই সম্পর্ক ধরে রাখতে চান, শখের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। এই সমাজ কেবল তখনই আপনাকে আপন ভাবে, যখন আপনার হাতে টাকা থাকে। আর যদি না থাকে, তখন আপনি তাদের চোখে শুধু একটা ‘বোঝা’।

টাকা ছাড়া সুখ কেনা যায় না, ভালোবাসার মানুষটাকে পাশে রাখতেও টাকা লাগে। টাকা না থাকলে, সময়ের সাথে সাথে সবাই দূরে সরে যায়। কারণ এই সমাজ কআরো স্বপ্ন পূরণের দায় নেয় না। কেউ যদি ভাবে, কিছু মানুষ কেন কেবল টাকার পেছনে ছোটে, তবে সে বোঝে না, যারা টাকার পেছনে ছোটে, তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়।

টাকাই কি সব? না, তা হয়তো নয়। কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত, সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়। জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে।
#সংগৃীত #সংগৃহীত

একজন নারীর জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার কোনো চকচকে হীরা নয়, বিলাসী কোনো হোটেলের রাতও নয়। তার জীবনের সবচেয়ে দামী মুহূর্...
18/06/2025

একজন নারীর জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার কোনো চকচকে হীরা নয়, বিলাসী কোনো হোটেলের রাতও নয়। তার জীবনের সবচেয়ে দামী মুহূর্তটা হলো সেই সময়, যখন সে টের পায় যাকে সে নিঃশর্ত ভালোবেসেছে, সেই মানুষটিও তাকে ঠিক ততটাই গুরুত্ব দেয় আর গভীর করে ভালোবাসে।
নারীর ভালোবাসা কোনো লেনদেন নয়। সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বুক ভরে। সে যখন নিজের মন উজাড় করে দেয়, তখন তার প্রত্যাশা খুবই সামান্য একটুখানি বোঝাপড়া, একফোঁটা সম্মান আর অল্প কিছু মুহূর্ত, যেখানে সে নিজেকে সবচেয়ে আপনজন মনে করতে পারে।
সে চাইতে জানে না, সে দিতে জানে। আর তার এই দেওয়ার শক্তি অনেকেই বোঝে না। অনেকেই ভাবে নারীর ভালোবাসা খুব সহজ, সস্তা কিছু। অথচ একবার যদি সে ভালোবেসে ফেলে, তখন তার হাসি, কান্না, স্বপ্নসব এক মানুষের হাতে তুলে দেয়।

একজন নারী চায় না স্বর্ণালঙ্কার বা ব্যয়বহুল উপহার। সে চায় এমন একজন মানুষ, যে ক্লান্ত বিকেলে তার হাত ধরবে, ঝড়ের রাতে তার মাথায় হাত বুলিয়ে দেবে, চুপচাপ পাশে বসে থাকলেও তাকে বুঝে যাবে।
কষ্টের কথা হলো অনেকেই নারীর ভালোবাসা ভোগ করতে জানে, কিন্তু সেই ভালোবাসার মান রাখতে জানে না। তারা বুঝতে পারে না, এই মানুষটাই একদিন সবার ঊর্ধ্বে গিয়ে তার সবচেয়ে বড় শক্তি হতে পারত যদি সে তার সম্মান আর ভালোবাসার দাম দিতে জানত।

নারীরা রাজ্য চায় না, তারা চায় রাজ্যের মতো ভালোবাসা। তারা চায় একজন মানুষ, যার চোখে নিজের জন্য অটল বিশ্বাস আর মর্যাদার ছায়া দেখে স্বস্তি পায়।
সবশেষে বলাই যায় একজন নারীর সবচেয়ে বড় সুখ লুকিয়ে থাকে কোনো ঝলমলে উপহারে নয়, তার ভালোবাসার মানুষের চোখের গভীরে, যেখানে সে প্রতিদিন নিজেকে শ্রদ্ধার জায়গায় খুঁজে পায়।

আপনার পছন্দ হলে বলবেন, চাইলে আমি এটাকে গল্প বা কবিতা আকারেও লিখে দিতে পারি

একজন ষ্ট্রং ওমেন হলো  হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধ...
04/06/2025

একজন ষ্ট্রং ওমেন হলো হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধীরে ব্লাক কফির মতনই প্রসেস করে ।কফির বিন রোদে শুকিয়ে যেমন ওভেনে পোড়ে অনেক গুলো প্রসেসে তার স্বাদ নির্ভর করে তৈরী হয়। তেমন একজন ষ্ট্রং ওমেনের ও জীবনের পিছনের গল্পে , লুকানো থাকে একটা অবুজ বালিকা , যেখানে সবার থেকে বিমুখ ও জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা লুকানো থাকে ।

আর সে যখন কফির মতন তিক্ত স্বাদে পরিনত হয় , তখন তাকে গ্রহন করার ক্ষমতা কোন সাধারন পুরুষের থাকে না। কারন এই দুনিয়ার পুরুষ জাত সস্তা স্বাদের ওয়াইনের মতন ইন্টারটেইন করা মেয়েদের পছন্দ করে। চিনি মুক্ত ব্ল‍্যাক দামী কফির অভ‍্যাস কম পুরুষ মানুষেরই আছে।

তাই ষ্ট্রং ওমেনকে হ‍্যান্ডেল করা সহজ না। সাধারন পুরুষ মানুষ যেটাকে তার এ‍্যাটিটিউড ভাবে । একজন ষ্ট্রং মেন্টালিটির পুরুষ একজন ষ্ট্রং ওমেনের অভ‍্যাস ভেবে আগলে নেয়। তাই একজন রিয়েল পুরুষ জানে , ষ্ট্রং ওমেন গুলো সম্পূর্ন আলাদা তার মুড , তার প‍্যাশন , তার কাজ ও তার বাক স্বাধীনতা অন‍্য পাঁচটা নারীর চেয়ে আলাদা।
তাকে ভালোবাসতে হলে তাকে গ্রহন করার ক্ষমতা থাকতে হবে। অন‍্য সাধারন পুরুষ তাকে প্রতিযোগী মনে করে ।আর একজন ষ্ট্রং পুরুষ জানে এই টাইপ নারী গুলোকে নিয়ে যেমন যুদ্ধে যাওয়া যায় , আবার প্রয়োজনে সে ঘরে সাধারন মহিলার মতন গৃহিনী হয়ে যায় । তার লয়‍্যালিটি ও তার যোগ্যতা তাকে অন‍্য পাঁচটা চীপ মেন্টালিটির মেয়েদের থেকে অনেক বেশি আলাদা করে থাকে।

#সংগৃহীত #জীবনজয়ী

আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক...
04/06/2025

আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বল, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ না। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান কর, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো,
নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে,সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবা না, পারবা না। "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নাই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো আজাইরা টেনশন মাত্র।
★কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নাই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না হয়।

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো।

#সংগৃহীত #জীবন #জীবনজ্যী

13/02/2025

🌹শুভ সকাল🌹

নতুন একটি দিন, নতুন সুযোগ, নতুন সম্ভাবনা!
আজকের সকাল আপনার জন্য আনন্দ, সাফল্য ও শান্তি বয়ে আনুক।
নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো চিন্তা করুন, এবং নতুন দিন সুন্দর চিন্তা নিয়ে শুরু করুন!

#শুভ_সকাল #নতুন_দিন #ভালো_চিন্তা #সফলতা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jibon Joyee জীবন জয়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share