21/10/2024
ঊনকোটি ভাস্কর্য পৃথিবীর এক অবাক বিষ্ময়।
রঘুনন্দন পাহাড়ে বিশালাকার পাথরের গায়ে খোদাই করে ১কোটির চেয়ে ১ কম (ঊনকোটি) মূর্তি তৈরি করা হয়েছে। এটি কম্বোডিয়ার আলকরবাট মন্দিরের সাথে তুলনা করে "উত্তর পূর্বের আংকরবাট " বলা হয়। এই শৈব তীর্থ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে।