BD Govt job message

BD Govt job message ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ভোট দিতে ডান পাশের লাইক বাটনে চাপুন।

11/08/2025

#বাংলাদেশ
#ভাইরালভিডিওシভিডিও

11/08/2025










23/07/2025

বর্ডার গার্ড বাংলাদেশ এ ১০৪তম ব্যাচ (অতিরিক্ত) সিপাহী (জিডি) পদে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের তারিখ ২৩ জুলাই ২০২৫ হতে ০১ আগস্ট ২০২৫; বিস্তারিত জানতে ভিজিট করুন। https://bgb.gov.bd ও বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট।বিস্তারিত সার্কুলার কমেন্টে। https://joinborderguard.bgb.gov.bd





📢 বাংলাদেশ পুলিশের সাথেই গড়ে উঠুক তোমার সাহসিকতার গল্প! 🇧🇩🔥 টিআরসি পদে নিয়োগ ২০২৫ 🔥বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্ট...
27/06/2025

📢 বাংলাদেশ পুলিশের সাথেই গড়ে উঠুক তোমার সাহসিকতার গল্প! 🇧🇩
🔥 টিআরসি পদে নিয়োগ ২০২৫ 🔥

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে!
👉 আবেদনের সময়সীমা:
📅 ১ জুলাই ২০২৫ থেকে
📅 ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত

🛡️ যোগ্যতা:
✅ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
✅ বয়স: ১৮ থেকে ২০ বছর
✅ উচ্চতা ও শারীরিক সক্ষমতা: নির্ধারিত মান অনুসারে

🌟 যা থাকছে:
🔹 সম্মানজনক চাকরি
🔹 চাকরির পাশাপাশি আত্ম-মর্যাদা
🔹 দেশসেবার গর্ব
🔹 সরকারি সুযোগ-সুবিধা ও নিরাপত্তা

💥 তরুণদের জন্য সুবর্ণ সুযোগ — আজই প্রস্তুতি শুরু করো!
👉 বিস্তারিত জানতে ভিজিট করো: www.police.gov.bd

ভূয়া সেনা সদস্য। এসব প্রতারক হতে সাবধান।
24/06/2025

ভূয়া সেনা সদস্য।
এসব প্রতারক হতে সাবধান।

"ধানক্ষেতের মাঝখানে এক চিলতে কাঁচা পথ—আর সেই পথ ধরে হেঁটে চলেছেন আমাদের প্রকৃতির বন্ধু, জীবনের মূল চালিকাশক্তি—কৃষক।দিনে...
20/06/2025

"ধানক্ষেতের মাঝখানে এক চিলতে কাঁচা পথ—আর সেই পথ ধরে হেঁটে চলেছেন আমাদের প্রকৃতির বন্ধু, জীবনের মূল চালিকাশক্তি—কৃষক।

দিনের পর দিন রোদে, বৃষ্টিতে, কাঁদায় ভিজে যে মানুষগুলো আমাদের ভাতের নিশ্চয়তা দেয়, তারা হল এই মাটির কৃষক। আধুনিক যন্ত্র না থাকলেও, তাদের পরিশ্রমে অভাব নেই। গায়ে শুধু একটা লুঙ্গি—তবু মন ভরা স্বপ্ন, মাঠ ভরা সোনালী ধান।

তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব নয়, আমাদের ঋণশোধ।
কৃষকের ঘামেই গড়ে ওঠে এক একটি দেশের আত্মনির্ভরতা।

সালাম তোমাদের—প্রিয় কৃষক ভাইয়েরা।"

#কৃষক #বাংলারগর্ব #গ্রামবাংলা #ধানক্ষেত #জমি #শ্রমিক #বাংলাদেশ

নিঃস্বার্থ ভালোবাসার নাম মনু মিয়া।যেখানে সবাই নিজের জীবনের হিসাব-নিকাশে ব্যস্ত,সেখানে তিনি ছিলেন অচেনা-অজানা মানুষের শেষ...
18/05/2025

নিঃস্বার্থ ভালোবাসার নাম মনু মিয়া।
যেখানে সবাই নিজের জীবনের হিসাব-নিকাশে ব্যস্ত,
সেখানে তিনি ছিলেন অচেনা-অজানা মানুষের শেষ বিদায়ের সাথী।

কারও মৃত্যুসংবাদ কানে যাওয়া মানেই তার ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলা,
হাতে খুন্তি-কোদাল, কাঁধে সেবার দায়।
৫০ বছর ধরে নিঃস্বার্থভাবে কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭ জনের জন্য—
কোনোদিন কিছু চাননি, নেননি কোনো পারিশ্রমিক।

কিন্তু আজ...
এই মানুষটিই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
কিশোরগঞ্জের সেই নিঃসন্তান মনু মিয়া এখন ঢাকার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় শয্যাশায়ী।
নিজের দিকেই ভালোভাবে তাকানোর সুযোগ হয়নি কখনও।
তবুও মানবতার পরিচয় দিতে ক্লান্ত হননি।

আর মানুষ?
তার সাধনার সেই ঘোড়াটি পর্যন্ত মেরে ফেলেছে কেউ—
নিষ্ঠুর, নির্দয়, অকৃতজ্ঞ সমাজ।

একবার ভেবে দেখুন—
মানু মিয়ার মতো মানুষদের জন্য আমরা কী করেছি?
একজন মানুষ, যিনি অন্যদের শেষ ঠিকানায় নিজে এগিয়ে যান,
আজ তিনি নিঃসঙ্গ, অসুস্থ, অবহেলিত।

এই স্টাটাসটা শেয়ার হোক প্রতিবাদের ভাষা হয়ে।
এই মনু মিয়াদের জন্য অন্তত কিছু করুন। তারা যে এখনো মানুষের উপর বিশ্বাস হারাননি… কিন্তু আমরা কী হারিয়ে ফেলিনি মানুষত্ব?





.

কফিলের ছেলেরা যখন সান্ডা খায়।
16/05/2025

কফিলের ছেলেরা যখন সান্ডা খায়।


এই গরমে সুস্থ থাকতে পানি খাওয়ার কিছু জরুরি টিপস!গরমকালে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বের হয়ে যায়, ফলে ডিহা...
12/05/2025

এই গরমে সুস্থ থাকতে পানি খাওয়ার কিছু জরুরি টিপস!

গরমকালে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বের হয়ে যায়, ফলে ডিহাইড্রেশন, দুর্বলতা বা হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। তাই এই সময়টায় সঠিকভাবে পানি খাওয়া খুবই জরুরি।

যেভাবে পানি খাবেন:

1. তৃষ্ণা না পেলেও দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন।

2. একসাথে অনেক পানি নয়, অল্প অল্প করে সারা দিনে খান।

3. সকালে ঘুম থেকে উঠে অন্তত ১–২ গ্লাস পানি পান করুন।

4. অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলুন, স্বাভাবিক তাপমাত্রার পানি শরীরের জন্য ভালো।

5. ঘরের তৈরি লবণ-চিনি মেশানো পানি বা ওরাল স্যালাইন খেতে পারেন ঘাম বেশি হলে।

6. তরমুজ, শসা, ডাব এর মতো পানিযুক্ত ফল খান – এগুলো শরীরকে ঠান্ডা রাখে।

7. কেমিক্যালযুক্ত কোমল পানীয় থেকে দূরে থাকুন – এগুলো হাইড্রেশনের বদলে ক্ষতি করে।

স্মার্ট পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, এই গরমে সুস্থ থাকুন!






Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Govt job message posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share