Style 2

Style 2 Video creator...

এইডায় যদি হয় বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ,, তাহলে বাংলাদেশের বাকি পুরুষদের উচিৎ ২ চামচ হারপিক খেয়ে ঘুমিয়ে যাওয়া😷😷😷ওর...
29/07/2025

এইডায় যদি হয় বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ,,
তাহলে বাংলাদেশের বাকি পুরুষদের উচিৎ ২ চামচ হারপিক খেয়ে ঘুমিয়ে যাওয়া😷😷😷

ওরে সবচাইতে সুদর্শন বেডা হিজরার এওয়ার্ড দেয়া দরকার ছিল 🤐🤐🤐

দেখো মুসলমান--- গাজায় ইসরাইলি হায়েনা কর্তৃক সৃষ্ট দুর্ভিক্ষের কারবালা চলছে🥲🥲ইয়া আল্লাহ 🤲😭
28/07/2025

দেখো মুসলমান---
গাজায় ইসরাইলি হায়েনা কর্তৃক
সৃষ্ট দুর্ভিক্ষের কারবালা চলছে🥲🥲

ইয়া আল্লাহ 🤲😭

🫀হার্টের ব্যথা এবং গ‍্যাস্ট্রিকের ব‍্যথা পার্থক্য করবেন কিভাবে?ক) ব্যথার অবস্থান:*🫀 হার্টের ব‍্যথা: সাধারণত বুকের মাঝখান...
28/07/2025

🫀হার্টের ব্যথা এবং গ‍্যাস্ট্রিকের ব‍্যথা পার্থক্য করবেন কিভাবে?

ক) ব্যথার অবস্থান:
*🫀 হার্টের ব‍্যথা: সাধারণত বুকের মাঝখানে হয়। অনেক সময় ব্যথা গলা, চোঁয়াল,কাঁধ, ঘাড় বা হাতে ছড়িয়ে পড়ে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: পেটের উপরের দিকে (নাভির ওপরে, বুকের নিচে) হয়।

খ) ব্যথার সময়কাল:
* 🫀হার্টের ব্যথা: হঠাৎ শুরু, ৫-২০ মিনিট স্থায়ী হতে পারে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: ধীরে ধীরে শুরু, দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।

গ) খাবারের সাথে সম্পর্ক:
* 🫀হার্টের ব্যথা: খাবারের পরে বাড়তে পারে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যখা: খালি পেটে বা খাবারের পরে বেড়ে যায়।
মসলা, ঝাল,চর্বি জাতীয়, তৈলাক্ত খাবারে বেশি হয়।

ঘ) ব্যথার প্রকৃতি:
* 🫀হার্টের ব্যথা: চাপ বা ভারী কিছু বসে আছে এমন অনুভূতি।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: জ্বালাপোড়া বা থেমে থেমে তীব্র ব্যথা।

ঙ) ব্যথার সাথে অন্যান্য উপসর্গ:
* 🫀হার্ট অ্যাটাক হলে: শ্বাসকষ্ট, ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা,বমি বমি ভাব বা বমি, অনিয়মিত হৃদস্পন্দন, অজ্ঞান হওয়া ইত‍্যাদি।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: অরুচি, বমি ভাব বা বমি, আলকাতরার মতো কালো পায়খানা বা রক্ত বমি (জটিলতা হলে)।

চ) ঔষধে প্রতিক্রিয়া:
* 🫀হার্টের ব‍্যথা: বিশ্রাম ও নাইট্রোগ্লিসারিনে উপশম হতে পারে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধে কমে যায়।

ছ) ‼️জীবনের ঝুঁকি:
* 🫀হার্ট অ্যাটাক: তাৎক্ষণিক চিকিৎসা না নিলে মারাত্মক হতে পারে। মৃত্যুহার ও জটিলতা অনেক বেশি।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: সাধারণত প্রাণঘাতী নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা হতে পারে।

** 🫀হার্টের ব্যথা হলে গ‍্যাস্ট্রিকের ব‍্যথা মনে করে অবহেলা করবেন বা শুধু গ‍্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বসে থাকবেন না।
হার্টের ব্যথা হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

হে আল্লাহ, তুমি রহম করো 😭😭🤲🤲ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা ক্রমেই এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ছে। একদিকে খাদ্য ও চিকিৎ...
27/07/2025

হে আল্লাহ, তুমি রহম করো 😭😭🤲🤲

ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা ক্রমেই এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ছে। একদিকে খাদ্য ও চিকিৎসার অভাবে মৃত্যু; অন্যদিকে, অব্যাহত সামরিক হামলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন, যাদের মধ্যে অনেকেই ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমাণ— আল-জাজিরা।

এই বাচ্চাটা কেমন আছে, জানতে খুব ইচ্ছা করছিল। আজ জানতে পারলাম, রাত তিনটায় আইসিইউতে শেষ নিঃশ্বাস নিয়েছে সে।ভিডিওতে দেখেছিল...
23/07/2025

এই বাচ্চাটা কেমন আছে, জানতে খুব ইচ্ছা করছিল। আজ জানতে পারলাম, রাত তিনটায় আইসিইউতে শেষ নিঃশ্বাস নিয়েছে সে।

ভিডিওতে দেখেছিলাম পোড়া শরীর নিয়ে একা একা হেঁটে যাচ্ছিল ছোট্ট ছেলেটা। কিন্তু চারপাশে এত মানুষ থাকলেও কেউ এগিয়ে আসছিল না তাকে ধরতে। শিশুটি সাহায্যের জন্য হাঁটছে, অথচ তার মুখ, মাথার চুল, চোখের পাপড়ি, কান, জামা কাপড় সব পুড়ে বিকৃত হয়ে গেছে।

মানুষ চারদিকে ছড়িয়ে ছিল, কিন্তু কোথাও শিশুটির মা নেই, নেই বাবাও যিনি তাকে বুকের মধ্যে নিয়ে হাসপাতালে ছুটে যাবেন।

ভাই, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা পকেটে রাখেন। আগে জীবনটা বাঁচান, ভিডিও পরে করলেও হবে। কেউ না কেউ ঠিক ভিডিও করবে, কিন্তু আপনি অন্তত একজন মানুষ হিসেবে আপনার দায়িত্বটা পালন করুন।

চোখের সামনে মানুষগুলিকে এভাবে ম-র-তে দেবেন না। এই দায় আমরা কেউ এড়াতে পারি না।

আমরা মানুষ হব কবে...?যেখানে রিকশা, সিএনজি ভাড়া বাড়িয়ে নিচ্ছে। দোকানদার ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করছে।প্রাইভেট কার দা...
22/07/2025

আমরা মানুষ হব কবে...?

যেখানে রিকশা, সিএনজি ভাড়া বাড়িয়ে নিচ্ছে। দোকানদার ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করছে।প্রাইভেট কার দাঁড়ায়নি সেখানে বাইকার ভাই ফ্রিতে সেবা দিচ্ছে।
গরিব বড়োলোক কথা না বিষয় টা মনুষ্যত্বের।

Respect bhai🫡

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন!

আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না জীবন যে কোথায় কখন মোর নিবে কেউ বলতে পারে না। 🙂

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চা...
21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পো/ ড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আ*গু*নের ফু"লকিতে ঝ"লসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যু"দ্ধ বিমানটি দু'র্ঘ'টনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মা** গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।🥲🥲

- ঘুরেফিরে মনে হয় জুলাই মাস একসাথে অনেক মায়ের বুক খালি হওয়ার মাস!🙂
21/07/2025

- ঘুরেফিরে মনে হয় জুলাই মাস একসাথে অনেক মায়ের বুক খালি হওয়ার মাস!🙂

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল 3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ 4. কুয়েত মৈত্রী হাসপাতাল 5. উ...
21/07/2025

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

21/07/2025

যে বউ আপনার মা বাবাকে সম্মান করেনা, সে যদি আসমানের পরী ও হয়, আপনার সংসারে কখনো শান্তি আসবে না...!!
এমন বউকে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেওয়া উচিত .!!!

একটি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী মেয়ে, দাঁড়িয়ে আছে আদালতের কাঠগড়ায়। দৃপ্ত কণ্ঠে সে বলছে—“আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না।...
11/07/2025

একটি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী মেয়ে, দাঁড়িয়ে আছে আদালতের কাঠগড়ায়। দৃপ্ত কণ্ঠে সে বলছে—
“আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাঁদের জৈবিক চাহিদা মেটাতে গিয়েই আমাকে পৃথিবীতে এনেছেন।”

এই বাক্যে যেন সে নিজের অস্তিত্বের ভার চাপিয়ে দিল বাবা-মায়ের ওপর। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে, সে যেন নিজে বিচারক আর মা-বাবা শুধুই আসামি।

অপর প্রান্তে, আসামির জায়গায় দাঁড়িয়ে আছেন তার কর্মজীবী মা ও বাবা। মাথা নিচু, নিঃশব্দ, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি।
মেয়ের অভিযোগে courtroom নিস্তব্ধ, অথচ সবার হৃদয়ে ঝড়।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—
“সে আমেরিকায় পড়তে চায়, কিন্তু তার মা-বাবার সেই অর্থনৈতিক সামর্থ্য নেই।”

বিচারক মা-বাবাকে কথা বলার সুযোগ দিলেও, তাঁরা চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেলেন।
এই তবে সন্তানের জন্মদানের প্রতিদান?

তবে এখানেই থেমে যায়নি সবকিছু।

মেয়ের চোখে-মুখে, কথায়, দেহভঙ্গিতে ফুটে উঠেছে এক প্রকার ঔদ্ধত্য—এক ধরনের অবমাননার দৃষ্টি।
সে যেন বাবা-মাকে নয়, কোনো অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

প্রশ্ন জাগে—
শুধু ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারলেই কি কেউ শিক্ষিত হয়?
এই ঔদ্ধত্য কি সুশিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চাকাঙ্ক্ষার বিষাক্ত বহিঃপ্রকাশ?

এই ধরনের মানসিকতার মানুষ—বিশেষ করে এ ধরনের মেয়েরা—শুধু পরিবারেই নয়, সমাজ ও শিক্ষায়ও বিষ ছড়ায়।
নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?
সমাজ কি তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো?
এই মেয়েই যদি হয় আমাদের সমাজের "সুশিক্ষিত প্রতিনিধি", তাহলে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে?

Address

Dhaka
1650

Telephone

+8801516783613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Style 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Style 2:

Share