15/10/2025
সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।
অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।
কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!
তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...
আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।
বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!
আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?
আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!
আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???
আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।
আমিন।