কাছে আসার গল্প - love story

কাছে আসার গল্প - love story সুন্দর সুন্দর গল্প এবং স্টোরি পেতে আমাদের সাথে থাকুন

আমার সালামি টা দাও
30/03/2025

আমার সালামি টা দাও

পুরুষ তার শখের নারীকে অসম্ভব যত্ন করে...!🖤✨
24/11/2024

পুরুষ তার শখের নারীকে অসম্ভব যত্ন করে...!🖤✨

06/10/2024

“পাওয়ার আনন্দটা ক্ষণিকের হয় ;;;
কিন্তু না পাওয়ার বেদনাটা সারাজীবনই থেকে যায়।”

06/10/2024

“যখন আমি ছোট ছিলাম, তখন সব কিছুই ভুলে যেতাম।
সবাই তখন বলতো মনে রাখতে শেখো।
আজ বড় হয়ে, ভূলে যেতে চেয়েও কিছুই ভুলতে পারি না।
কিন্তু এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো।”

05/10/2024

"ইমোশন হলো ১টি মোমবাতির মতো, যা কিছুক্ষনেই নিভে যায়।

কিন্তু বিবেক হলো সূর্যের মতো, যা কখনােও নিভে না।”

আহ: ফি লি স্তি ন 😭😭ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহার...
29/08/2024

আহ: ফি লি স্তি ন 😭😭
ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!

তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহারে দিন কাটায়। প্রতিমুহূর্তে বু লে টে র আঘাত পেতে প্রস্তুত থাকে। তাঁরা আজ বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে!

আমার হৃদয় অস্বাভাবিকভাবে পূর্ণ হয়ে উঠেছে! যারা ঘাস দিয়ে ইফতার করে, যারা এক ফোঁটা পানির জন্য ট্রাকের টায়ারে মুখ পাতে, তাঁরা স্বজাতির পাশে দাঁড়িয়েছে!

এ যে সোনালি যুগের সাহাবায়ে কিরামগণের কথা মনে করিয়ে দিচ্ছে, যাঁরা নিজেরা অনাহারী থেকেও ক্ষুধার্ত মুসাফিরকে নিজেরটুকু দিয়ে দিয়েছেন!

মন কেঁদে উঠছে! ও আল্লাহ্ আমার প্রাণের ফি লি স্তি নের বিজয় দান করুন! বিজয় দান করুন!
সোর্স- আস সুন্নাহ ফাউন্ডেশন।

আমরা নিজেদের বিবেকের বিসর্জন না দেই।কাপড় দিলে একটু দেখেশুনে দেওয়া উচিত,বন্যা কবলিত যারা আছে তারা কি সবাই দরিদ্র?  আজ ব...
26/08/2024

আমরা নিজেদের বিবেকের বিসর্জন না দেই।
কাপড় দিলে একটু দেখেশুনে দেওয়া উচিত,বন্যা কবলিত যারা আছে তারা কি সবাই দরিদ্র? আজ বিপদে পড়ছে দেখে আমরা সাহায্য করতে যাচ্ছি এজন্য নিজেদের বিবেককে বিসর্জন না দেই।

আজকে এরকম প্রায় দুই বস্তা জামাকাপড় আমরা আলাদা করেছি! আমাদের কষ্টের কথা বাদ ই দিলাম ,যাদের কাছে দিতেছি আমরা তারা এসব হাতে পাওয়ার পর আপনার জন্য দোয়া করবে মনে হয় আপনার?

আবার এরকম ও জামাকাপড় আমরা পেয়েছি যারা কিনা ধুয়ে আয়রন করে পাঠায় দিছে! আলমারির সব থেকে সুন্দর জামা টাও দিয়ে দিছে ,এখন কথা হচ্ছে আপনার সামর্থ্য নাই থাকতে পারে কিন্তু এই ধরনের মনমানসিকতা থেকে বের হয়ে আসেন প্লিজ?

পরবর্তী জেনারেশন। এরাই আমাদের ভবিষ্যৎ 🫡🫡
25/08/2024

পরবর্তী জেনারেশন। এরাই আমাদের ভবিষ্যৎ 🫡🫡

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
©️

Address

Rampura Road
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when কাছে আসার গল্প - love story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category