SOR - 700K

SOR - 700K বিএনপি মিডিয়া সেলে এর আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকুন

22/06/2025

ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইন্সটিটিউট থেকে সরাসরি ——

বাংলাদেশের তারুণ্যের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ নির্মাণে "তারুণ্যের রাষ্ট্র চিন্তা" প্ল্যাটফর্ম থেকে একটি গুরুত্বপূর্ণ সংলাপের আয়োজন করা হয়েছে, যার শিরোনাম "শিক্ষা ও শিক্ষাঙ্গন।

প্রধান অতিথি —
জনাব সালাউদ্দিন আহমেদ, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি–বিএনপি।

জুন,রবিবার ২২, ২০২৫।

29/05/2025

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে সরাসরি ——

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা।

প্রধান অতিথি —
বেগম খালেদা জিয়া
চেয়ারপারসন, বিএনপি

প্রধান আলোচক —
জনাব তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি

সভাপতিত্ব —
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব, বিএনপি

বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫।



21/02/2025

সরকারি বাঙলা কলেজ মাঠ, মিরপুর থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে------

জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মিরপুর থানা বনাম ক্যান্টনমেন্ট থানার মধ্যকার খেলা......

* উপস্থিত আছেন- প্রধান অতিথি- আমিনুল হক, আহবায়ক, বিএনপি-ঢাকা মহানগর উত্তর

* বিশেষ অতিথি- মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব, বিএনপি-ঢাকা মহানগর উত্তর
* বিশেষ অতিথি- আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক, বিএনপি-ঢাকা মহানগর উত্তর
* বিশেষ অতিথি- মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, সদস্য, বিএনপি-ঢাকা মহানগর উত্তর ও সমন্বয়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি

* আয়োজনে বিএনপি- ঢাকা মহানগর উত্তর *

18/02/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ——

12/02/2025

মুন্সিগঞ্জ থেকে সরাসরি ——

মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষথেকে জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে গন সংবর্ধনা।

প্রধান অতিথি —
জনাব মিজানুর রহমান সিনহা, আহবায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

সভাপতিত্বে —
জনাব মোঃ মহিউদ্দিন, সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

বুধবার,ফেব্রুয়ারী, ১২, ২০২৫।

09/02/2025

১২ দলিয় জোট——

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

প্রধান অতিথি —জনাব নজরুল ইসলাম খান, সদস্য, স্থায়ী কমিটি বিএনপি।

সভাপতিত্বে—
মোস্তফা জামাল হায়দার,
১২ দলীয় জোট প্রধান।

প্রধান আলোচক—
ডঃ মাহাদী আমিন, উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

রবিবার, ফেব্রুয়ারী, ৯, ২০২৫।

30/01/2025

নমেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি ——

বৃহস্পতিবার , জানুয়ারি ৩০, ২০২৫, "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি।

প্রধান অতিথি —
জনাব তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান-বিএনপি

আয়োজনে — কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি বিএনপি।

13/01/2025

মগ বাজার থেকে সরাসরি ——

সমসাময়িক বিষয়াদির উপর এলডিপি'র জরুরি সংবাদ সম্মেলন।

বক্তব্য রাখবেন —
ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম, প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।

সোমবার, জানুয়ারি, ১৩, ২০২৪।

Address

Gulshan
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when SOR - 700K posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share