Rubayat Arfan

Rubayat Arfan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rubayat Arfan, Digital creator, Mirpur, Dhaka.

14/10/2024

পুলিশ হ*ত্যাকারীকে ধরেছেন,
কিন্তু ছাত্র হ*ত্যাকারী কয়জনকে ধরেছেন?

গ্রাহককে মারধর করা ফৌজদারী অপরাধ। এটার শাস্তি আইনগতভাবে দেয়া উচিৎ ছিল। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে স্টার কাবাব তাদের সু...
08/10/2024

গ্রাহককে মারধর করা ফৌজদারী অপরাধ। এটার শাস্তি আইনগতভাবে দেয়া উচিৎ ছিল। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে স্টার কাবাব তাদের সুনাম রক্ষার জন্য একটা মুচলেকা দিয়েছে, কিন্তু যে ম্যানেজারের নেতৃত্বে হোটেল বয়রা গ্রাহককে পিটিয়ে আহত করছে তাদেরটা ক্রিমিনাল অফেন্স যা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। গ্রাহকের মৃত্যুও হতে পারতো এ ঘটনায়।

তাদেরকে আইনগত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা উচিৎ ছিলো। নাহলে এরকম গ্রাম্য শালিসের মতো মুচলেকা দিয়ে পার পেয়ে গেলে তারা ভবিষ্যতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে এবং মানুষ হত্যায় উৎসাহিত হবে।

এই ঘটনায় নিশ্চিত ভাবেই আইনের ব্যত্যয় ঘটেছে। সাংবাদিক অলক সাহেব অবশ্যই বড় মনের পরিচয় দিয়েছেন এক হাজার এতিম খাওয়ানোর শর্তে ক্ষতিপূরণ না নেয়া এবং তাদেরকে ক্ষমা করে দেয়ায়। কিন্তু যেহেতু ক্রিমিনাল অফেন্স সম্পাদিত হয়েছে, সেহেতু রাষ্ট্রেরই উচিৎ ছিল স্বপ্রণোদিত হয়ে ফৌজদারী কার্যক্রম গ্রহন করা।

যথেষ্ট হয়েছে বিচারহীনতার চর্চা করা। এখন সময় হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন প্রয়োগের যথার্থ চর্চার।

রাস্তাঘাটে বর্তমানে পুলিশ সদস্যদের যেমন চেহারা, চরিত্র, বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তাতে বর্তমানে এই বাহিনীর নাম চেঞ্জ করে 'বা...
02/10/2024

রাস্তাঘাটে বর্তমানে পুলিশ সদস্যদের যেমন চেহারা, চরিত্র, বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তাতে বর্তমানে এই বাহিনীর নাম চেঞ্জ করে 'বাংলাদেশ মনমরা বাহিনী' করার জোর দাবী জানাই। 🥴
jokes apart,
ভবিষ্যতে দলীয় পুলিশ বাহিনীর পরিবর্তে একটি স্বাধীন পুলিশ বাহিনী দেখতে চাই।

27/09/2024

ভবিষ্যতে সরকার যেই গঠন করুক, ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজ ও বিচারহীনতার সংস্কৃতি মুক্ত এবং আইনের শাসন বলবৎ-এ বদ্ধপরিকর একটি বাংলাদেশ নামক রাষ্ট্র দেখতে চাই।

মব জাস্টিস কে অবশ্যই কন্ডেম করি। বিচারবহির্ভূত হত্যাকান্ড সমর্থন করি না। সেটা ঢাবিতে হোক, জাবিতে হোক। সাধারণ ছাত্র হোক, ...
20/09/2024

মব জাস্টিস কে অবশ্যই কন্ডেম করি। বিচারবহির্ভূত হত্যাকান্ড সমর্থন করি না। সেটা ঢাবিতে হোক, জাবিতে হোক। সাধারণ ছাত্র হোক, ছাত্রদল হোক অথবা ছাত্রলীগ হোক। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আইন থাকবে, আইনের শাসন থাকবে, বেআইনি সন্ত্রাস থাকবে না। এটাই কাম্য।

তবে একটা বিষয় খেয়াল করলাম, তোফাজ্জল ইস্যুতে 'সিলেক্টিভ প্রতিবাদকারীদের' যেন ঈদ লেগেছে। এই সিলেক্টিভ প্রতিবাদীরা কারা, তা আর আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই, সবাই জানি। এরা ক্ষমতা লোভী, অর্থ লোভী। নির্বিচারে ছাত্রজনতা হত্যার সময় এরা চুপ ছিলো, সমর্থন জানিয়েছিল অথবা সরাসরি অংশগ্রহণ করেছিল।

এদেরকে এই ভণ্ডামির সুযোগ করে দেয়ার জন্য ঢাবির কিছু ছাত্র নামধারী অমানুষ পশুদের প্রতি তীব্র ঘৃণা! সেই সাথে নিরপরাধ তোফাজ্জলকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য তাদের প্রতি আল্লাহর লানত কামনা করি।

19/09/2024

আমার-আপনার চিন্তা চেতনা থেকে ফ্যাসিবাদ দূর করতে না পারলে হাসিনা-এরশাদরা যুগে যুগে ফিরে ফিরে আসবে। সংস্কার নিজের ভাবনার যায়গা থেকে শুরু করুন। মনে রাখা জরুরি, আত্মসংস্কারই সমাজ এবং রাষ্ট্র সংস্কারের শুরুর ধাপ।

ক্ষমতা পেলেই নিজেকে মহাপরাক্রমশালী মনে করে, ক্ষমতার অপব্যবহার করা ফ্যাসিস্ট চরিত্রেরই বহিঃপ্রকাশ। ভুলে যাবেন না, ক্ষমতা আপনার কাছে জনগণের আমানত। আপনি ক্ষমতার উৎস নন। এটাকে নিজস্ব সম্পত্তি ভাবা বন্ধ করুন।

ক্ষমতা যদি আপনাকে বিনয়ী না করে অহংকারী করে তোলে, তাহলে বুঝে নিতে হবে সেই ক্ষমতার ভার বহন করার যোগ্যতা আপনার নেই, আপনার/আপনাদের কাছে রাষ্ট্র জনগন নিরাপদ নয়। আপনিও হাসিনার পথেই হাঁটছেন।

কি লাভটা হলো তাহলে আন্দোলন করে? এতোগুলো প্রানের বলিদানের কি কোনই মূল্য নেই? হাজারো শহীদ তাদের জীবনের বিনিময়ে এই ক্ষমতা ছিনিয়ে নিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছে। তাঁদের কাছে কিন্তু আপনারা দায়বদ্ধ। তাই ক্ষমতা নিয়ে যথেচ্ছাচার করবেন না।

মনে রাখবেন, ক্ষমতা হলো প্রজ্জ্বলিত আগুনের মত। যদি এর সঠিক ব্যবহার করেন তাহলে অন্ধকার দূর হয়ে সবাই আলোকিত হবে, আর যদি অপব্যবহার করেন তাহলে সবকিছু পুড়ে শেষ হয়ে যাবে। এমনকি আপনি নিজেও।

মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।

17/09/2024

বাঙালির চরিত্রের আসল রুপ প্রকাশ পেয়ে যায়- কোনো কিছুর জন্য লাইনে দাঁড়ানো অবস্থায়, লোকাল বাসে এবং যে কোন অনুষ্ঠানের বুফে টেবিলে।

এই মনে করেন বৃষ্টির যে োদন,বৃষ্টির োদনে ঘরেত্তে বাড়াতি পারছি নে...
15/09/2024

এই মনে করেন বৃষ্টির যে োদন,
বৃষ্টির োদনে ঘরেত্তে বাড়াতি পারছি নে...

ভারতের জন্য আমার নিকট সুনির্দিষ্ট একখানা প্রস্তাব রহিয়াছে। প্রস্তাবখানা হইলো-তাহারা হাসিনা সহ ভারতে পলাতক সকল দুর্নীতিবা...
14/09/2024

ভারতের জন্য আমার নিকট সুনির্দিষ্ট একখানা প্রস্তাব রহিয়াছে। প্রস্তাবখানা হইলো-

তাহারা হাসিনা সহ ভারতে পলাতক সকল দুর্নীতিবাজ, খুনী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পুলিশ ও সংশ্লিষ্ট লোকদিগকে বাংলাদেশের নিকট হস্তান্তর করিবে। বিনিময়ে, তাহারা গোপালগঞ্জ লইয়া লইতে পারে। শুধু ইহাই নয়ে, সাথে আরও ১০ মেট্রিকটন বৃহৎ ও সেরা জাতের পদ্মার রুপালি ইলিশও প্রদান করিতে রাজি আছি উপঢৌকন হিসেবে। ইহা বিনিময়ের বাহিরে উপহার হিসেবে বিবেচিত হইবে।

আশা করি তাহারা প্রস্তাবখানা বিবেচনা করিয়া দেখিবে!

বিঃদ্রঃ প্রস্তাবের সহিত তাহাদের জ্ঞ্যাতার্থে নমুনা ইলিশের একখানা লোভনীয় চিত্র সংযুক্ত করিয়া দেয়া হইলো। TIA 🥴😛

14/09/2024

চোখের পাপড়িতে অমন গাঢ় করে মেখে মাশকারা,
বখাটে হৃদয় ছেলেপিলেদের দিওনা আর আশকারা।

13/09/2024

না হয় দিয়েইছিলাম মুগ্ধ চোখে একটুখানি শিস,
তাই বলে কি বলবে খেতে ধূতরা ফুলের বিষ?

কি চমেৎকার দেখা গেলো! পাক্কা একটা মিথ্যুক, লোভী আর মোনাফেক এর পাল্টানে পড়েছিল দেশ।
05/09/2024

কি চমেৎকার দেখা গেলো! পাক্কা একটা মিথ্যুক, লোভী আর মোনাফেক এর পাল্টানে পড়েছিল দেশ।

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801773363969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubayat Arfan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubayat Arfan:

Share