Global Nation

Global Nation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Global Nation, Newspaper, 126/1 R. K. Mission Road (1st Floor), Dhaka.

International interdisciplinarity innovation Center of Life Alliance of The people’s of The World" Certificate Accreditation Granted To "Bangladesh for Achievement of Highest Standards in Organizational "Management Academic An Institutional Performances"

Published our The Daily Global Nation 17 October 2025.
16/10/2025

Published our The Daily Global Nation 17 October 2025.

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ গ্রহণ, অন্যথায় অনিবন্ধিত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্লোবাল নেশন,  ঢাক...
16/10/2025

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ গ্রহণ, অন্যথায় অনিবন্ধিত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গ্লোবাল নেশন, ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর):
আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন বা ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাত, দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইতঃপূর্বে মন্ত্রণালয় হইতে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিসমূহকে আইন ও বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য নির্দেশনা প্রদান করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও গুরুতর অপরাধ।
এমতাবস্থায়, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) আগামী ৬ নভেম্বর ২০২৫-এর মধ্যে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
নির্ধারিত তারিখ অতিক্রান্তের পর নিবন্ধন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে।

 এখন থেকে ট্রাভেল এজেন্সির নবায়নের আবেদন ০৬ (ছয়) মাস পূর্বে অনলাইনে দাখিল করা যাবে।

16/10/2025

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারের আহ্বান

গ্লোবাল নেশন, দোহা (কাতার), ৩১ আশ্বিন (১৬ অক্টোবর): গতকাল কাতারের দোহায় দু’দিনব্যাপী অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর শ্রমমন্ত্রীদের সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে পাকিস্তানের শ্রমমন্ত্রী Faisal Ayeb Khokhar-এর এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শ্রম সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা প্রবাসী শ্রমবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের মধ্যকার পর্যটন সম্প্রসারণ, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের শ্রমমন্ত্রী দু’দেশের মধ্যে নিয়মিত শ্রমবিষয়ক সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময় এবং শ্রম অভিবাসন ব্যবস্থা উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ছিল কাতারের দোহায় অনুষ্ঠিত ষষ্ঠ ওআইসি শ্রমমন্ত্রীদের দুই দিনব্যাপী শুরু হওয়া সম্মেলনের প্রথম দিন। ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’ শীর্ষক শ্লোগান নিয়ে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর শ্রমমন্ত্রী, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির সদস্যরা। শ্রমমন্ত্রীদের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর শ্রমবাজার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়।

16/10/2025

গাজীপুরে র‍্যাবের অভিযানের পর নকল কসমেটিক পোরানো হয়।

16/10/2025

গাজীপুরের মাওনা চৌরাস্তায় র‍্যাবের মোবাইল কোর্টের গাড়ি ঘেরাও, বিক্ষোভে ব্যবসায়ীরা

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান আজ ঢাকায় খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস ...
16/10/2025

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান আজ ঢাকায় খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫)।-The Daily Global Nation.

16/10/2025
16/10/2025

নবাব সলিমুল্লাহ একাডেমীর আয়োজনে
মহান নেতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম জাতি সত্ত্বার জন্য তার অবদান নিয়ে আলোচনা সভা । জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।

16/10/2025

Bangladesh calls for reform of NAM’s decision-making process to re-energize the Movement’s unity

Dhaka Correspondent 16 October
Foreign Adviser Touhid Hossain today called for unity and reform of decision-making process among the NAM members to better address their shared vulnerabilities.

Speaking at the plenary of the 19th Mid-Term Ministerial Conference of NAM in Kampala, Uganda, on Wednesday Hossain said that, following last year’s mass uprising, the people of Bangladesh reaffirmed their commitment to undertake reforms to strengthen institution, ensure rights and uphold accountability. It is now of critical importance to invest in empowering women and harnessing the power of youth to build a strong and prosperous nation, he added.

Foreign Adviser urged the NAM members to concentrate more on unity than on fragmentation and mistrust in order to build on the founding ideals – equality, solidarity and justice. ‘At a time when we are discussing reforms across the United Nations, we should also consider streamlining NAM’s decision-making process to re-energize the Movement’s unity,’ he added.

In the afternoon, Hossain participated in the NAM Ministerial Committee meeting on Palestine of which Bangladesh is a member. He reiterated Bangladesh’s unwavering commitment for the Palestinian cause. Welcoming the recently agreed ceasefire in Gaza, he reaffirmed Bangladesh’s support for a two-state solution based on the pre-1967 borders, with East Jerusalem as the capital of the State of Palestine.

The Foreign Adviser also drew attention to Bangladesh’s continued humanitarian burden in hosting Rohingyas for a long time and urged the international community to help ensure their return to their own country, Myanmar.

On the sidelines of the Conference, Foreign Adviser also signed an instrument between Bangladesh and Uganda on the commencement of Foreign Office Consultations an arrangement establishing regular talks on the full spectrum of bilateral cooperation between the two countries.

Address

126/1 R. K. Mission Road (1st Floor)
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Global Nation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category