Allwebbd.com

Allwebbd.com সকল তথ্য ও সেবা এক ঠিকানায় পেতে,
আজই ভিজিট করে বুকমার্ক করে রাখুন।
www.allwebbd.com
(6)

08/08/2025

আপনি কি চান এক জায়গায় সব প্রয়োজনীয় তথ্য ও সেবা?
Allwebbd.com নিয়ে এসেছে আপনার হাতের মুঠোয় নানা রকম সুবিধা —
✅ তথ্যভিত্তিক কনটেন্ট
✅ অনলাইন সেবা
✅ দৈনন্দিন প্রয়োজনীয় রিসোর্স
✅ এবং আরও অনেক কিছু!

আজই ভিজিট করুন 👉 www.allwebbd.com
সব তথ্য ও সেবা এখন এক ঠিকানায়।


#সকলতথ্য
#অনলাইনসেবা
#বাংলা_তথ্য


#তথ্যওসেবা
#বাংলা_অনলাইন

05/08/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

📢 একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে!👉 আপনি কি এবার এসএসসি পাস করেছেন?✅ এখনও কলেজে আবেদন করেননি?তাহলে আর দের...
31/07/2025

📢 একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে!

👉 আপনি কি এবার এসএসসি পাস করেছেন?
✅ এখনও কলেজে আবেদন করেননি?
তাহলে আর দেরি নয়! এখনই অনলাইনে ভর্তি আবেদন করুন — আমাদের সহযোগিতায় সহজেই!

🎓 সরকারি ও বেসরকারি সকল কলেজের EIIN, আবেদন ফর্ম ও সময়সূচি এক জায়গায়!

🔗 ভিজিট করুন: https://allwebbd.com/admission/
📍 নিজে করতে না পারলে, আমরা করে দিচ্ছি — সঠিকভাবে, নিশ্চিন্তে!

#একাদশভর্তি



#ভর্তি২০২৫
#কলেজভর্তি


https://allwebbd.com/admission/

"উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তাদের পরিবারের...
22/07/2025

"উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তাদের পরিবারের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা।

#মাইলস্টনস্কুলএন্ডকলেজ




#উত্তরার_বিমান_দুর্ঘটনা
#উত্তরা_শোক
#শোকাহত_বাংলাদেশ
#উত্তরার_ট্রাজেডি
#গভীর_শোক
#শান্তি_প্রার্থনা
#উত্তরার_দুর্ঘটনা
#বাংলাদেশ_শোকাহত

🎯 বাংলাদেশের সব দরকারি ওয়েবসাইট এক জায়গায়!🌐 ভিজিট করুন: www.allwebbd.comচাকরি, শিক্ষা, ব্যাংক, অনলাইন সেবা, হাসপাতাল, আদ...
07/07/2025

🎯 বাংলাদেশের সব দরকারি ওয়েবসাইট এক জায়গায়!
🌐 ভিজিট করুন: www.allwebbd.com

চাকরি, শিক্ষা, ব্যাংক, অনলাইন সেবা, হাসপাতাল, আদালত – যেকোনো দরকারি লিংক খুঁজতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না!
সব এক জায়গায়, এক ক্লিকে!

✅ সরকারি ও বেসরকারি সব ওয়েবসাইট
✅ ২৪/৭ অ্যাক্সেস
✅ সিম্পল ডিজাইন, সহজ ব্যবহার

📱 মোবাইলে বা কম্পিউটারে – সবখানেই কাজ করে!
www.allwebbd.com – দরকারি সব লিংকের হাব!


11/06/2025

ছবি এবং ভিডিও করার অসাধারণ প্রতিভা ছেলেটির।
কিন্তু তাকে ছবি তুলতে দেওয়া হয়না পর্যটকদের।
সাগর পাড়ে ছবি তুলতে গেলেই সাগর পাড়ের ক্যামেরাম্যানদের হাতে মাইর খেতে হয়।
তাই সে ঝাউ বনে লুকিয়ে কিছু মানুষের ছবি তুলে দেয়।
#কক্সবাজার
#কাকড়া_বিচ
#ঝাউবাগান
#শফিক
#ছবি
#ভিডিওシ
#ইনানি
#হিমছড়ি
#অসাধারণ
#প্রতিভা



সাপ্তাহিক চাকরির খবর৯/০৫/২০২৫ইং প্রকাশিতপ্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতি সপ্...
08/05/2025

সাপ্তাহিক চাকরির খবর
৯/০৫/২০২৫ইং প্রকাশিত
প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রতি বৃহস্পতিবার এখানে পাবেন। দেশ বিদেশের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেইসবুক পেজ টি ফলো দিয়ে রাখুন।

বাছাই করা কিছু নিয়োগ এক নজরে দেখে নিন।

এবং প্রতি সপ্তাহের নিয়মিত অরিজিনাল পত্রিকার পিডিএফ কপি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://allwebbd.com/popular-jobs-sites/


















ভারত পাকিস্তান যুদ্ধ শুরু।
07/05/2025

ভারত পাকিস্তান যুদ্ধ শুরু।

সরকারি গ্যাস ১২কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা।সেই গ্যাস বেসরকারি প্রতিষ্ঠান নিজদের লোগো যুক্ত সিলিন্ডারে ভরে বিক্রি করছে ...
06/05/2025

সরকারি গ্যাস ১২কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা।সেই গ্যাস বেসরকারি প্রতিষ্ঠান নিজদের লোগো যুক্ত সিলিন্ডারে ভরে বিক্রি করছে ১৪০০/১৫০০ টাকা
আর এই গ্যাস সিলিন্ডারের কারসাজি করছেন সরকারের সকল স্তরের কর্মচারী রা তার একজনের ইতিহাস যমুনা টেলিভিশনের ৩৬০ডিগ্র তে উঠে এসেছে।

কার জন্য ঘুষ খান, যে বৌ আপনারে অস্বীকার করে?

বাংলাদেশে দুর্নীতির একটা মজার দিক বলছি। ধরেন স্বামী দুর্নীতি করলে তার বউ বলে, "আমি তারে চিনি না" । আর বৌ দুর্নীতি করলে বর বলে "আমি চিনি না" । সেরকম বাস্তব উদাহরন পাওয়া গেল যমুনা টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি'র ৪০০তম পর্বে। ছবির পুরুষটির নাম আব্দুস সালাম মীর। যিনি সরকারি গ্যাসের ৬৯০ টাকার সিলিন্ডার ১৪০০ টাকায় বিক্রির মূলহোতাদের একজন। তিনি সচিব-মন্ত্রী থেকে শুরু করে সবাইকে হাত করে পুরো বাংলাদেশে বিশাল সিন্ডিকেট বানিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কেউ জানতোই না সরকারি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৬৯০ টাকা। সেই গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে ওরা বিক্রি করে ১৩/১৪শ টাকা। পুরো সিন্ডিকেট কোনদিন দেশের মানুষকে জানতে দেয়নি মাত্র ৬৯০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
যাই হোক উপরের কথায় আসি। সিন্ডিকেট করে আব্দুস সালাম মীর অনেক টাকা বানিয়েছেন, গাড়ি বাড়ি কোটি টাকার সম্পদ করেছেন। চট্টগ্রামে তার ফ্লাটের খবর পেয়ে সেখানে যান যমুনা টিভির অনুসন্ধানী সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন।
তো সালাম বাসায় ছিলেন না। নিচের দারোয়ান দেখিয়ে দেন উনি সালাম সাহেবের স্ত্রী। (যার ছবি নিচে দেয়া।)
তো এই নারীকে তার স্বামী নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, "সালাম কে আমি তো চিনি না।" দারোয়ান ও সাংবাদিকসহ নিচে যারা ছিল সবাই হতবাক!! বলে কী!! নিজের জামাইকে অস্বীকার করছে!!! তো তাকে বলা হলো "আপনার বরকে চিনতে পারছেন না" ? বললো এই নামে তার নাকি কোন বর নাই। শুধু তাই নয় এই নারী তার নিজের নাম পর্যন্ত অস্বীকার করলেন। আরো মজার কথা কী জানেন, তিনি তার ছোট বাচ্চার সামনেই নিজের বর ও নিজের অস্তিত্ব অস্বীকার করছিলেন।
কী ভয়ংকর ব্যাপার দ্যাখেন। এই যে দুর্নীতি করে শতকোটি টাকা কামান, কাদের জন্য ভাই? যেখানে মা তার ছেলেকে অস্বীকার করে, বোন তার ভাইকে স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবাকে। কী হবে এতো টাকা দিয়ে? কাদের খাওয়াবেন এই টাকা? আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিক। বিস্তারিত অনুসন্ধান দেখলে চোখ কপালে উঠবে,,,?


Address

Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Allwebbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Allwebbd.com:

Share