06/05/2025
সরকারি গ্যাস ১২কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা।সেই গ্যাস বেসরকারি প্রতিষ্ঠান নিজদের লোগো যুক্ত সিলিন্ডারে ভরে বিক্রি করছে ১৪০০/১৫০০ টাকা
আর এই গ্যাস সিলিন্ডারের কারসাজি করছেন সরকারের সকল স্তরের কর্মচারী রা তার একজনের ইতিহাস যমুনা টেলিভিশনের ৩৬০ডিগ্র তে উঠে এসেছে।
কার জন্য ঘুষ খান, যে বৌ আপনারে অস্বীকার করে?
বাংলাদেশে দুর্নীতির একটা মজার দিক বলছি। ধরেন স্বামী দুর্নীতি করলে তার বউ বলে, "আমি তারে চিনি না" । আর বৌ দুর্নীতি করলে বর বলে "আমি চিনি না" । সেরকম বাস্তব উদাহরন পাওয়া গেল যমুনা টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি'র ৪০০তম পর্বে। ছবির পুরুষটির নাম আব্দুস সালাম মীর। যিনি সরকারি গ্যাসের ৬৯০ টাকার সিলিন্ডার ১৪০০ টাকায় বিক্রির মূলহোতাদের একজন। তিনি সচিব-মন্ত্রী থেকে শুরু করে সবাইকে হাত করে পুরো বাংলাদেশে বিশাল সিন্ডিকেট বানিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কেউ জানতোই না সরকারি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৬৯০ টাকা। সেই গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে ওরা বিক্রি করে ১৩/১৪শ টাকা। পুরো সিন্ডিকেট কোনদিন দেশের মানুষকে জানতে দেয়নি মাত্র ৬৯০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
যাই হোক উপরের কথায় আসি। সিন্ডিকেট করে আব্দুস সালাম মীর অনেক টাকা বানিয়েছেন, গাড়ি বাড়ি কোটি টাকার সম্পদ করেছেন। চট্টগ্রামে তার ফ্লাটের খবর পেয়ে সেখানে যান যমুনা টিভির অনুসন্ধানী সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন।
তো সালাম বাসায় ছিলেন না। নিচের দারোয়ান দেখিয়ে দেন উনি সালাম সাহেবের স্ত্রী। (যার ছবি নিচে দেয়া।)
তো এই নারীকে তার স্বামী নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, "সালাম কে আমি তো চিনি না।" দারোয়ান ও সাংবাদিকসহ নিচে যারা ছিল সবাই হতবাক!! বলে কী!! নিজের জামাইকে অস্বীকার করছে!!! তো তাকে বলা হলো "আপনার বরকে চিনতে পারছেন না" ? বললো এই নামে তার নাকি কোন বর নাই। শুধু তাই নয় এই নারী তার নিজের নাম পর্যন্ত অস্বীকার করলেন। আরো মজার কথা কী জানেন, তিনি তার ছোট বাচ্চার সামনেই নিজের বর ও নিজের অস্তিত্ব অস্বীকার করছিলেন।
কী ভয়ংকর ব্যাপার দ্যাখেন। এই যে দুর্নীতি করে শতকোটি টাকা কামান, কাদের জন্য ভাই? যেখানে মা তার ছেলেকে অস্বীকার করে, বোন তার ভাইকে স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবাকে। কী হবে এতো টাকা দিয়ে? কাদের খাওয়াবেন এই টাকা? আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিক। বিস্তারিত অনুসন্ধান দেখলে চোখ কপালে উঠবে,,,?