নামাজী বন্ধু 62 ツ

নামাজী বন্ধু 62 ツ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
(5)

05/06/2025

বৃহস্পতিবার হজ্জের খৎবা, শুক্রবার জুমু'আর খুৎবা,শনিবার ঈদের খৎবা,রবিবার যদি বিয়ের খুৎবা হয়...???😁😁🤭🤲🤲

আপনার জীবনের প্রতিটা ঘটনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি, আপনার বন্ধুরা, যাদের সাথে আপনি মিশেন প্রতিনিয়ত, যাদের সাথে গল্প-...
04/06/2025

আপনার জীবনের প্রতিটা ঘটনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি, আপনার বন্ধুরা, যাদের সাথে আপনি মিশেন প্রতিনিয়ত, যাদের সাথে গল্প-আড্ডায়, খোশ-আলাপে আপনি পার করেন জীবনের মূল্যবান সময়, তাদের ব্যাপারেও আপনাকে হতে হবে সমান মনোযোগি।

সুরা আল কাহাফে গুহা-বাসী যুবকদের ঘটনা বিবৃত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা স্পষ্ট করে জানিয়ে দেন যে— নবিজীর কার সাথে মেশা উচিত আর কার সাথে মেশা উচিত নয়।

আয়াতটা পড়তে গিয়ে আমার পূর্বের একটা ব্যাপার মনে পড়ে গেলো। আমাদের ব্যক্তিগত বন্ধু নির্বাচন কেমন হওয়া উচিত সে ব্যাপারে আমি কিছুদিন আগে লিখেছিলাম। সেখানে আমি বলেছিলাম— ব্যক্তিগতভাবে এমন কাউকে আমি ঘনিষ্ঠ বন্ধু, নিকটজন হিশেবে বাছাই করবো না যারা সিনেমা-নাটক দেখে দিন পার করে। যারা অবসরের সঙ্গী হিশেবে গান শোনাকে প্রাধান্য দেয়। যারা সুন্নাহ পালনে তেমন মনোযোগি নয়।

তবে, আমার সেই লেখাটাকে বেশ অনেকে মিস-কোট করেছেন। তারা বললেন— 'যারা সিনেমা-নাটক দেখে, যারা গান শোনে, যারা সুন্নাহ পালনে উদাসীন, তাদের সাথে যদি আপনি না-ই মিশেন, তাহলে ভালোর দাওয়াতটা তাদের কাছে পৌঁছাবে কীভাবে?'

আমার লেখাটায় তারা যেটা মিস করে গেছেন তা হচ্ছে 'দাওয়াত দেওয়া'র জন্যে মেশা আর 'অন্তরঙ্গ বন্ধু' হিশেবে মেশার মধ্যকার পার্থক্য।

ভালোর দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সফলভাবে আর কে যেতে পেরেছে? কিন্তু, যে লোক হারামে ডুবে ছিলো, নবিজী তার সাথে সারা দিনমান কাটিয়ে দেন নি। তাকে শুধরানোর জন্যে তার হারামের মুখরোচক গল্পগুলোকে উপভোগ করেন নি। তিনি সতর্ক করেছেন উত্তম উপায়, উত্তম চরিত্র এবং উত্তম ব্যবহারের সাথে। যাদের সাথে তিনি দিনমান কাটাতেন, যারা সর্বক্ষণ নবিজীর সাথে ছায়ার মতো লেগে থাকতো, কেমন মানুষ ছিলেন তারা? আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান এবং আলি রাদিয়াল্লাহু আনহুম। নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ বন্ধুদের ব্যাপারে ধারণা পেতে এই নামগুলোই যথেষ্ট।

আমার লেখাটার মূল কথাও ছিলো সেটা— কেউ যদি হারামের মাঝে থাকে, সাধ্য এবং সুযোগ থাকলে আপনার অবশ্যই উচিত তাকে সতর্ক করা, তাকে নাসীহাহ করা। কিন্তু ব্যক্তিগতভাবে মেশার জন্যে আপনার কখনোই উচিত নয় এমন কাউকে বাছাই করা যার কাছ থেকে আপনার আসলে শেখবার কিছুই নেই। যে আপনার বিপদে আপনাকে ধৈর্যের ব্যাপারে নসীহত করতে পারে না, আপনার আনন্দে আপনাকে শুকরিয়া করতে বলতে পারে না।

ধরুন আপনার ভীষণ মন খারাপ। এমন মন খারাপের দিনে আপনি আপনার সিনেমা-পোঁকা কোন বন্ধুকে ফোন করে বললেন, 'দোস্ত, মনটা বেশ খারাপ।'

আপনার মন খারাপ শুনে আপনার ওই বন্ধু আপনাকে সম্ভাব্য কোন কথাটা বলতে পারে? সে হয়তো বলবে, 'ধুর, মাথায় রাখিস না ওসব। নতুন একটা মুভি এসেছে। একদম সুপার-হিট লেভেলের। ওটা দেখে ফেল এক বসায়। দেখবি মনটা কেমন ফুরফুরা লাগে'।

আবার ধরা যাক আপনি এমন এক বন্ধুকে ফোন দিলেন যে সিনেমা-টিনেমা দেখে না। গান-টানও শুনে না। তার দ্বীনদারিত্ব নিয়ে আপনার মধ্যে কোন সংশয় নেই। আপনি তাকে বললেন, 'বন্ধু, মনটা আজকে ভীষণ খারাপ'।

আপনার মন খারাপের কথা শুনে এই বন্ধুটা আপনাকে কী বলতে পারে? খুব সম্ভবত তিনি বলবেন— 'মন খারাপের দিনে আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম যিকির-আযকারের পরিমাণ বাড়িয়ে দিতেন। বেশি বেশি দুয়া করতেন আল্লাহর কাছে। তোমার মন খারাপের কারণ জানি না, তবে দুয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যেন তোমার সবকিছু ঠিকঠাক করে দেন। তোমার মন খারাপ দূর করে দেন। আশা করি মন খারাপের এই অবস্থা তোমাকে রবের আরো অধিক নিকটবর্তী করবে, ইন শা আল্লাহ'।

এই দুই বন্ধুর মধ্য থেকে নিজের জীবনের জন্য কাকে আপনি বেছে নিবেন আমি বলতে পারি না, তবে আমাকে যদি বেছে নিতে বলা হয় আমি নির্দ্বিধায় দ্বিতীয় জনকে বেছে নেবো।

বন্ধু নির্বাচনে এটাই ছিলো আমার প্রস্তাবিত ফর্মুলা। তার মানে কিন্তু এটা নয় যে আমার সিনেমা-দেখা বন্ধুটাকে আমি খরচের খাতায় ফেলে রাখবো। তার সাথেও আমার যোগাযোগ থাকবে, তবে নিজের একান্ত সময়ের সঙ্গী হিশেবে তাকে আমি জীবনে স্থান দেবো না। সেটা আমার নিজের নফসের হেফাযতের উদ্দেশ্যেই।

সুরা কাহাফের ২৮ নাম্বার আয়াত পড়তে গিয়ে আমি ঠিক তেমন কিছুরই সন্ধান পেলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা বলছেন,

'আপনি দৃঢ়চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করুন যারা সকাল-সন্ধ্যা তাদের প্রতিপালককে আহ্বান করে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে'।

এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথেই দৃঢ়চিত্ত হয়ে থাকতে বলছেন যারা সকাল-সন্ধ্যা নিজেদের মহান আল্লাহ তা'য়ালার স্মরণে ব্যাপৃত রাখে।

সকাল-সন্ধ্যা আল্লাহর স্মরণে থাকবার অর্থ হলো— যারা পুরোদিনে নিজেদের সর্বোচ্চ আল্লাহর পথে ধরে রাখে। যারা হালালের পথ ছেড়ে হারামের পথ না মাড়াবার আপ্রাণ প্রচেষ্টা চালায়। তারা কারো সাথে মেশে আল্লাহর সন্তুষ্টির জন্যেই। কারো সাথে হেসে কথা বলে আল্লাহর সন্তুষ্টির জন্যেই। কারো সাথে সদাচরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্যেই। কারো বিপদে সাহায্যের হাত বাড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্যেই। কারো জন্যে দুয়া করে আল্লাহর সন্তুষ্টির জন্যেই। নিজের জন্য এবং পরের জন্য যা কিছুই তারা করে, সবকিছুর উদ্দেশ্য থাকে একটাই— আল্লাহর সন্তুষ্টি।

যাদের জীবনধারা এমন, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সেসব লোকদের সাথেই যেন তিনি নিজের জীবনটাকে জড়িয়ে রাখেন। নবিজীর মাধ্যমে সেই একই উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আমাদেরকেও দিয়েছেন যেন আমরা তাদেরকেই বন্ধু হিশেবে বাছাই করি যারা নিজেরা আল্লাহর স্মরণে থাকে এবং যাদের সংস্পর্শে এলে আমাদের অন্তরেও আল্লাহর স্মরণ জাগ্রত হবে।

একটা পঁচনধরা ফলের পাশে একটা ভালো ফল যদি রাখা হয়, ভালো ফলটাতেও পঁচন ধরার সম্ভাবনা শতভাগ। কাদেরকে আপনি আপনার জীবনের সাথে জড়াবেন তা এজন্যেই গুরুত্বপূর্ণ যে— এর ওপর আপনার দুনিয়া-আখিরাতের অনেককিছুই নির্ভর করে।
(সংগৃহীত) #নামাজী #বন্ধু #৬২ #পেজ!

কাকে বিয়ে করবেন,??শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না,যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটি স্বামীকে স...
04/06/2025

কাকে বিয়ে করবেন,??
শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না,
যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে, যে আমি তোমাকে সেই (সতিত্ব) যৌবন আজ উপহার দিলাম।
যেই (সতিত্ব) যৌবনে কলংকের কোনো দাগ লাগে নাই। আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম।
যেই দেহতে অতীত জীবনে কোনো পর-পুরুষের হাত লাগে নাই , বলতে পারবে শতকরা ৫ জন মেয়ে,,... খুঁজে পাবেন এই সমাজে এমন একটি মেয়ে..? তাই তো বলি বর্তমান যুগে বউ পাওয়া সহজ,,
কিন্তু সত্যিকারের একজন নারী পাওয়া বড়ই কঠিন..!🙂

#নামাজী #বন্ধু

কিয়ামতের ছোট ছোট কিছু আলামত!  সকল কিছুই মিলে যাচ্ছে 🥹🤲
03/06/2025

কিয়ামতের ছোট ছোট কিছু আলামত! সকল কিছুই মিলে যাচ্ছে 🥹🤲

লালমনিরহাট বিমানবন্দর চালুর পর প্রথম বিমান উড়ল১. দীর্ঘদিন বন্ধ থাকার পর লালমনিরহাট বিমানবন্দর আবার সচল হলো।২. বিমান বাহি...
03/06/2025

লালমনিরহাট বিমানবন্দর চালুর পর প্রথম বিমান উড়ল

১. দীর্ঘদিন বন্ধ থাকার পর লালমনিরহাট বিমানবন্দর আবার সচল হলো।

২. বিমান বাহিনীর এল-৪১০ মডেলের একটি ফিক্সড উইং বিমান প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করলো।

৩. স্থানীয় জনগণের মাঝে উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

৪. ঐতিহাসিক এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণ করেছিল।

৫. বহু বছর পর আবার এই অঞ্চলের আকাশে বিমানের গর্জন শোনা গেল।

৬. বিমানবন্দর চালু হওয়ায় উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

৭. পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

৮. ব্যবসায়িক খাতেও ইতিবাচক পরিবর্তনের আশা করা হচ্ছে।

৯. ভবিষ্যতে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

১০. প্রতিরক্ষা ও সামরিক খাতে বিমানবন্দরের গুরুত্ব বাড়তে পারে।

১১. স্থানীয়দের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো এই নতুন সূচনার মাধ্যমে।

১২. সরকার ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩. উড্ডয়ন সফল হওয়ায় আগামীতে আরও বিমান ওঠানামার সম্ভাবনা তৈরি হয়েছে।

১৪. এই বিমানবন্দরকে কেন্দ্র করে অঞ্চলের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

১৫. লালমনিরহাটের মানুষ দীর্ঘদিন পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো।

বি.দ্র. : সরকারি ভাবে চালু হয় নি.

শুধুমাত্র পরিক্ষামুলক ভাবে, আংশিক চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে

সরকারি ভাবে চালু হতে, কয়েক বছর সময় লাগতে
(সংগৃহীত)

🌟 বিডি ক্লিনের ৯ বছর—পরিচ্ছন্নতায় গর্বিত এক অভিযাত্রা! 🌟আজ শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি একটি স্বপ্ন পূরণের ৯টি বছ...
03/06/2025

🌟 বিডি ক্লিনের ৯ বছর—পরিচ্ছন্নতায় গর্বিত এক অভিযাত্রা! 🌟

আজ শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি একটি স্বপ্ন পূরণের ৯টি বছর!
সারা দেশের ৯০০টি স্থানে একযোগে পরিচ্ছন্নতার কর্মসূচি—এ যেন শুধু কাজ নয়, ভালোবাসার উৎসব! 💚

আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্নতা মানে সভ্যতা।
আমরা প্রমাণ করেছি, ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায় ঝাড়ু, ডাস্টবিন আর একচেটিয়া হাসির মাধ্যমে! 😊
এই ৯ বছরে আমরা শুধু ময়লা নয়, মনও পরিষ্কার করেছি। গড়েছি সচেতন প্রজন্ম।

আজ বিডি ক্লিন শুধু একটি সংগঠন নয়—এটা একটা আন্দোলন। একটা আশার নাম।
এই আন্দোলনের সাথে যারা ছিলেন, আছেন, থাকবেন—তাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।

🎉 আনন্দের ঢেউয়ে ভাসি, পরিচ্ছন্নতায় গর্ব করি!
#পরিচ্ছন্নতার_আন্দোলন #গর্বের_বাংলা

03/06/2025

আমাদের সমাজের প্রচলন হলো বিয়ের আগে পাত্রী দেখতে চায় ছেলের বাবা, চাচা,মামা,বন্ধুবান্ধব, ইত্যাদি লোকজন!🥹🥹🤲🤲

02/06/2025

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর!! 🌺❤️
🎙️ নামাজী বন্ধু 62 ツ পেজ ফলো দিয়ে পাশে থাকুন!

01/06/2025

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন কেন এতো গুরুত্বপূর্ণ.....??🌺❤️

ভালো বন্ধু কঠিন সময় পাশে দাঁড়ায়  জাপান সেই বন্ধু!! 🌺❤️
31/05/2025

ভালো বন্ধু কঠিন সময় পাশে দাঁড়ায় জাপান সেই বন্ধু!! 🌺❤️

31/05/2025

বাংলাদেশ ভেঙে কি নতুন রাষ্ট্র গড়ে তোলার ষড়যন্ত্র চলছে..?? 😮👀✊✊

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when নামাজী বন্ধু 62 ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share