Sankirtan Department

Sankirtan Department Follow page

29/06/2025

কাল মহোৎসব বিলাস,আজ অধিবাস, অধিবাস।
26/06/2025

কাল মহোৎসব বিলাস,
আজ অধিবাস, অধিবাস।



যে-ই হোক, ধীরে ধীরে তাদের কৃষ্ণ চেতনা দিতে চেষ্টা করুন!"আমরা সবাই দেখেছি যে টেক্সাস এবং আমার মনে হয় লুইসিয়ানার মানুষেরাও...
17/06/2025

যে-ই হোক, ধীরে ধীরে তাদের কৃষ্ণ চেতনা দিতে চেষ্টা করুন!

"আমরা সবাই দেখেছি যে টেক্সাস এবং আমার মনে হয় লুইসিয়ানার মানুষেরাও অনেক খোলা মনের। যে ডাক্তার আমার চিকিৎসা করছেন তাকে আমি শ্রীল প্রভুপাদের কিছু গ্রন্থ দিয়েছি এবং তিনি বলেছেন যে পূর্বে তিনি সারাক্ষণ তাকে এটা সেটা দেয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেন। শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন যে তিনি যেন ভগবানের সেবা করতে পারেন সেজন্য তার প্রার্থনা করা উচিত।

তিনি ভারতীয় নন। তিনি জানেন না কিভাবে অর্জুন উচ্চারণ করতে হয়। তো ডা: বিনয় গৌরচন্দ্র দাস বললেন, "বলুন 'আর' এবং মাসের নাম 'জুন', অর্জুন।" তিনি তার জন্য এটি খুব সহজ করে দিয়েছিলেন, অর্জুন! অন্যথায় তার জন্য এটি একটি বিদেশি শব্দ, তারা এটি বুঝতে পারে না। তো এইভাবে আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার সহকর্মী, যে-ই হোক না কেন, ধীরে ধীরে তাদের কৃষ্ণ চেতনা দিতে চেষ্টা করুন, যেহেতু ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, "যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ।"

~শ্রীল জয়পতাকা স্বামী
১২ই মে,২০২৩
ইসকন, নিউ অর্লিন্স
লুইসিয়ানা, যুক্তরাষ্ট্র

"যে ব্যক্তি বৈষ্ণবের নিন্দা করে তাকে কেউ রক্ষা করতে পারে না। শিবের মতো শক্তিশালী ব্যক্তিও যদি বৈষ্ণবের নিন্দা করেন, তাহল...
16/06/2025

"যে ব্যক্তি বৈষ্ণবের নিন্দা করে তাকে কেউ রক্ষা করতে পারে না। শিবের মতো শক্তিশালী ব্যক্তিও যদি বৈষ্ণবের নিন্দা করেন, তাহলে তিনিও অবশ্যই বিনষ্ট হবেন। সেটিই সমস্ত শাস্ত্রের বাণী। কেউ যদি শাস্ত্রের উপদেশ না মেনে বৈষ্ণবের নিন্দা করে, তাহলে সেই জন্য তাকে জন্মে-জন্মে দুঃখ-দুর্দশা ভোগ করতে হবে।"
জয় শ্রীল প্রভুপাদ 🙌🏻🙏🏻🙇🏻‍♀️
জয় জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় 🙌🏻🙏🏻🙇🏻‍♀️

16/06/2025

জব শেষ করতে হবে এমন মনোভাব নিয়ে জপ করলে কিছুই হবে না।

12/06/2025

খুব সুন্দর কীর্তন।🥀

♥️♥️♥️Picture of the day 💘 💘 💘Dua Lipa - ACTRESSThe Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success--------------------...
31/05/2025

♥️♥️♥️
Picture of the day 💘 💘 💘
Dua Lipa - ACTRESS
The Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------♥️🚩♥️♥️🚩♥️♥️🚩♥️🚩♥️🚩♥️🚩♥️------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In the dazzling world of pop music, few stars shine as brightly as Dua Lipa. With a career that has seen meteoric rise, chart-topping hits, and a legion of adoring fans, the 28-year-old British-Albanian singer-songwriter has become a global sensation. Yet behind the glitz and glamour lies a web of secrets that contribute to her phenomenal success. From hidden inspirations to strategic career moves, here’s an inside look at the untold facets of Dua Lipa’s journey to superstardom.
A Star is Born: The Early Struggles
Dua Lipa’s path to fame wasn’t paved with gold. Born in London to Albanian pa
Please follow
The history of

The History of Photography
Photography, the art and science of capturing images, has evolved dramatically since its inception. Here's a timeline of its key milestones:
1. Early Beginnings
Camera Obscura (5th Century BCE): The concept of projecting an image through a small hole was described by Chinese philosopher Mozi and later by Aristotle. It was used for artistic and scientific purposes but could not record images.
2. First Permanent Photograph (1826)
Joseph Nicéphore Niépce: In 1826, Niépce created the first permanent photograph, View from the Window at Le Gras, using a process called heliography. It required an 8-hour exposure on a pewter plate.
3. The Daguerreotype (1839)
Louis Daguerre: Daguerre introduced the daguerreotype process, which reduced exposure time to minutes and produced detailed, single-image photographs on silver-plated copper.
4. Calotype and Paper Negatives (1841)
William Henry Fox Talbot: Talbot invented the calotype process, which used paper negatives, allowing multiple copies of an image to be made. This was a precursor to modern photography.
5. Wet Plate Collodion Process (1851)
Frederick Scott Archer: The wet plate process improved image quality and reduced exposure times. However, it required photographers to develop images immediately, often in portable darkrooms.
6. Dry Plate Photography (1870s)
Richard Leach Maddox: The invention of dry plates eliminated the need for on-site chemical development, making photography more convenient and portable.
7. The Birth of Modern Photography (1888)
George Eastman and Kodak: Eastman revolutionized photography with the Kodak camera, which used roll film. The slogan "You press the button, we do the rest" made photography accessible to the masses.
8. Color Photography (1907)
Autochrome Lumière: The Lumière brothers introduced the first commercially successful color photography process using dyed grains of starch as filters.
9. Instant Photography (1948)
Polaroid Cameras: Invented by Edwin Land, the Polaroid camera allowed users to develop and print photos instantly, revolutionizing how people captured moments.
10. Digital Photography (1975)
Steven Sasson: The first digital camera was developed by Kodak engineer Steven Sasson. It captured images digitally rather than on film, marking the beginning of the digital era.



#गजाननमहाराज



#श्रीस्वामीसमर्थ #स्वामी #समर्थ











See less
— in India.

The history of    The history of photographyPhotography, the art and science of capturing images, has evolved dramatical...
31/05/2025

The history of

The history of photography
Photography, the art and science of capturing images, has evolved dramatically since its establishment. Here's a timeline of its major milestone:
1. Early start
Camera Obscura (5th century BC): The concept of presenting an image through a small hole was described by Chinese philosopher Moji and later by Aristotle. It was used for artistic and scientific purposes but could not record the images.
2. First permanent picture (1826)
Joseph Nikefor Nipese: In 1826, Nipese made the first permanent picture, look out the window at Le Gras, using a process, using heliography. It needed an 8 hour risk on a pewter plate.
3. The Daguariotype (1839)
Luis Daguerre: Daguerre launches the Daguerreotype process, reducing exposure time by minutes and producing detailed, single-image photos on silver-plated copper.
4. Calotype and paper negativity (1841)
William Henry Fox Talbot: Talbot invented the callotype process, using paper negativity, allowing multiple copies of an image. This was the pioneer of modern photography.
5. Wet Plate Colodion Process (1851)
Frederick Scott Archer: The wet plate process improved image quality and reduced risk time. However, photographers need to develop images immediately, often in portable dark rooms.
6. Dry Plate Photography (1870s)
Richard Leach Maddox: Invention of dry plates ended the need for chemical growth on site, making photography more convenient and portable.
7. The birth of modern photography (1888)
George Eastman and Kodak: Eastman revolutionizes photography with Kodak camera, using role film. You press the button, we do the slogan that brought photography to the public.
8. Color Photography (1907)
Autochrome Lumire: The Lumire Brothers launched first professionally successful color photography process using starch's painted grains as filter.
9. Instant Photography (1948)
Polaroid Cameras: Invented by Edwin Land, the polaroid cameras allowed users to immediately grow and print ph

The history of    The History of PhotographyPhotography, the art and science of capturing images, has evolved dramatical...
31/05/2025

The history of



The History of Photography
Photography, the art and science of capturing images, has evolved dramatically since its inception. Here's a timeline of its key milestones:

1. Early Beginnings
Camera Obscura (5th Century BCE): The concept of projecting an image through a small hole was described by Chinese philosopher Mozi and later by Aristotle. It was used for artistic and scientific purposes but could not record images.

2. First Permanent Photograph (1826)
Joseph Nicéphore Niépce: In 1826, Niépce created the first permanent photograph, View from the Window at Le Gras, using a process called heliography. It required an 8-hour exposure on a pewter plate.

3. The Daguerreotype (1839)
Louis Daguerre: Daguerre introduced the daguerreotype process, which reduced exposure time to minutes and produced detailed, single-image photographs on silver-plated copper.

4. Calotype and Paper Negatives (1841)
William Henry Fox Talbot: Talbot invented the calotype process, which used paper negatives, allowing multiple copies of an image to be made. This was a precursor to modern photography.

5. Wet Plate Collodion Process (1851)
Frederick Scott Archer: The wet plate process improved image quality and reduced exposure times. However, it required photographers to develop images immediately, often in portable darkrooms.

6. Dry Plate Photography (1870s)
Richard Leach Maddox: The invention of dry plates eliminated the need for on-site chemical development, making photography more convenient and portable.

7. The Birth of Modern Photography (1888)
George Eastman and Kodak: Eastman revolutionized photography with the Kodak camera, which used roll film. The slogan "You press the button, we do the rest" made photography accessible to the masses.

8. Color Photography (1907)
Autochrome Lumière: The Lumière brothers introduced the first commercially successful color photography process using dyed grains of starch as filters.

9. Instant Photography (1948)
Pol

🙌💛🙇The history of   ❤️❤️❤️❤️❤️❤️❤️ spans nearly two centuries, beginning with early experiments in capturing images and ...
31/05/2025

🙌💛🙇

The history of ❤️❤️❤️❤️❤️❤️❤️
spans nearly two centuries, beginning with early experiments in capturing images and evolving into the sophisticated digital photography we know today.

1. Early Experiments (Before 1839)

Camera Obscura (11th Century): The precursor to photography, the camera obscura, was used by ancient scientists and artists. It was a dark room or box with a small hole (aperture) that allowed light to project an image of the outside world onto a surface inside. This principle was crucial for later developments in photography.

Joseph Nicéphore Niépce (1826-1827): The first successful permanent photograph was created by French inventor Joseph Nicéphore Niépce. Using a process called heliography, he captured the image View from the Window at Le Gras. This image was made on a pewter plate coated with bitumen, which took several hours to expose.

2. The Birth of Photography (1839)

Daguerreotype: The official birth of photography is often credited to the invention of the daguerreotype by French artist Louis Daguerre in 1839. This process created a highly detailed image on a polished metal plate, using silver iodide as a light-sensitive material. The image was developed using mercury v***r and fixed with salt, creating a permanent photograph.

Henry Fox Talbot: At around the same time in England, Henry Fox Talbot developed the calotype process, a negative-positive photographic process that allowed multiple copies of a photograph to be made. This was a significant advancement, as it was the precursor to modern photographic processes.

3. The Evolution of Photography (Mid-1800s to Early 1900s)

Collodion Wet Plate (1850s): The wet plate collodion process, introduced by Frederick Scott Archer, involved coating a glass plate with a sticky solution of collodion and silver nitrate. This process was quicker and produced sharper images than earlier methods but required immediate exposure after preparation.

Tintypes and Ambroty

জগতে চার ধরনের পারমার্থিক মানুষ আছে যাদের সাধন ভজনের ধারাও চার রকমের হয়। #এক, সকাম কর্মী পুন্যকর্ম করে সেই পুন্যফল ভোগ ক...
31/05/2025

জগতে চার ধরনের পারমার্থিক মানুষ আছে
যাদের সাধন ভজনের ধারাও চার রকমের হয়।
#এক, সকাম কর্মী পুন্যকর্ম করে সেই পুন্যফল ভোগ করতে স্বর্গে যেতে চায়।

#দুই, মুক্তিকামী জ্ঞানীরা ব্রহ্মে লীন হয়ে নিজকে ভগবান হওয়ার বাসনা করে।

#তিন, যোগীরা যৌগিক সাধনায় পরমাত্মা দর্শন করে বিভিন্ন সিদ্ধিলাভ করে শ্রেষ্ঠ হতে চায়।

#চার, ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে তার সান্নিধ্য লাভ করতে চায়।

এই চারজন তারা সকলেই '' হরেকৃষ্ণ মহামন্ত্র'' কীর্তন করে তাদের পরম লক্ষ ও সব বাসনা চরিতার্থ করতে পারেন। এই হরেকৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব বর্ননা করে শুকদেব গোস্বামী পরীক্ষিৎ মহারাজকে বলেছেন, ''হে রাজন ! কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে '' হরেকৃষ্ণ মহামন্ত্র'' কীর্তনের প্রতি আসক্ত হন, তা হলে বুঝতে হবে যে, তিনি পরম সিদ্ধিলাভ করেছেন''।
-ভাগঃ ২।১।১১
শুকদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ এবং তিনি দৃঢ়তার সাথে বলেছেন, ''যে মানুষ ঐকান্তিক ভাবে '' হরেকৃষ্ণ মহামন্ত্র'' কীর্তন করেছেন, তিনি ইতিমধ্যেই সকাম কর্ম, মনোধর্ম প্রসুত জ্ঞান ও যোগের অষ্টসিদ্ধির স্তর অতিক্রম করেছেন, তা নিশ্চিত''।

আদি পুরানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ''হে অর্জুন ! যে মানুষ আমার দিব্যনাম কীর্তন করে সে নিরন্তর আমার সান্নিধ্য লাভ করেছে বলে বুঝতে হবে। হে সখা ! এই ধরনের ভক্তের কাছে আমি বিক্রিত হয়ে থাকি''।
পদ্মপুরানে উল্লেখ আছে, '' ভগবানের দিব্যনাম জড় শব্দতরঙ্গ নয় এবং এই হরেকৃষ্ণ মহামন্ত্র কখনও জড় কলুষ দ্বারা প্রভাবিত হয় না''।
👉যারা প্রাকৃত বিকারগ্রস্ত ও জড় কলুষ থেকে মুক্ত হয়নি তারা এই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে না এবং যারা এই মহামন্ত্র জপ-কীর্তন করে তাদের সমালোচনা করবে।
কিন্তু এই হরেকৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের প্রভাবে তারাও পবিত্র হয়ে উঠতে পারে এবং অচিরে তারাও নিরাপরাধে ভগবানের দিব্যনাম হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে।
শুকদেব গোস্বামী পরীক্ষিৎ মহারাজকে বলেছেন,
''কলের্দোষনিধে রাজন্
অস্তি হ্যেকো মহান্ গুনঃ।
কীর্তনা দেব কৃষ্ণস্য
মুক্তসঙ্গ পরং ব্রজেৎ''।। ভাগবত ১৩/৩/৫১।।
অনুবাদঃ হে রাজন, কলিযুগ সমস্ত দোষের আকার, কিন্তু এই কলিযুগে একটি মাত্র মহান গুন রয়েছে। তা হল কেবল মাত্র শ্রীকৃষ্ণর নাম কীর্ত্তন করে জীব সংসার বন্ধন মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে।। হরেকৃষ্ণ।।
।। জয় শ্রীকৃষ্ণ।।
।।জয় সনাতন ধর্ম।।

🌲আমরা এই সংসারে নানা রকম সুখ খুঁজে বেড়াই। ধন-সম্পদ, খ্যাতি, ক্ষমতা – এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময়ই ক্লান্ত হয়ে ...
31/05/2025

🌲আমরা এই সংসারে নানা রকম সুখ খুঁজে বেড়াই। ধন-সম্পদ, খ্যাতি, ক্ষমতা – এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময়ই ক্লান্ত হয়ে পড়ি।

🌿🍀🌿কিন্তু শাস্ত্র আমাদের এক গভীর সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে: জীবনের আসল আনন্দ ও পরম শান্তি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই লাভ করা সম্ভব।🍀💯

📙🙏🌿ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, "সবকিছুর উৎস আমিই, আমা হতেই সবকিছু প্রবর্তিত হয়।" এই কথার অর্থ হলো, এই জগতের যা কিছু সুন্দর, যা কিছু আনন্দদায়ক, তার মূল উৎস হলেন স্বয়ং ভগবান। 🙇💯
✅আমরা যখন তাঁকে ভুলে কেবল জাগতিক প্রাপ্তির পেছনে ছুটি, তখন যেন জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকি। কারণ, যা কিছুই আমরা পাই না কেন, তা নশ্বর ও অস্থায়ী। একমাত্র শ্রীকৃষ্ণই নিত্য, শাশ্বত।💯🌏

🌿অনেকে ভাবেন, আধ্যাত্মিক জীবন মানেই বুঝি সব ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া। কিন্তু শাস্ত্র তা বলে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সংসারে থেকেও তাঁর সঙ্গে যুক্ত থাকা যায়। আমাদের প্রতিটি কাজ যদি তাঁর প্রীতির জন্য করা হয়, যদি আমরা সবসময় তাঁকে স্মরণ করি, তাঁর পবিত্র নাম জপ করি, তাঁর নির্দেশিত পথে চলি, তবেই আমাদের অন্তর শুদ্ধ হয়।🌿🧍🙏

🌳যেমন একটি আয়না ময়লা থাকলে তাতে প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় না, তেমনই আমাদের মন যখন কামনা-বাসনা আর অহংকারে পূর্ণ থাকে, তখন আমরা ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারি না। ভক্তি, সেবা আর শরণাগতির মাধ্যমে যখন আমাদের মন নির্মল হয়, তখনই অন্তরে শ্রীকৃষ্ণের দিব্য উপস্থিতি অনুভব করা যায়।🌿🌿

♥️তখন জীবনের দুঃখ-কষ্টগুলো আর পাহাড় সমান মনে হয় না। কারণ, আমরা জানি যে আমাদের একজন পরম আশ্রয় আছেন, যিনি সবসময় আমাদের রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন। তাঁর উপর সম্পূর্ণ নির্ভর করতে পারলে, জীবনের সব ঝড়ঝাপটা হাসিমুখে পার করা যায়।

♥️🌿🌿আসলে, শ্রীকৃষ্ণকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা, কারণ তিনিই আমাদের আত্মার আত্মা। তাঁকে পেলে জীবনের আর কোনো অপূর্ণতা থাকে না। তখন বাইরের জগতের কোনো অভাব বা প্রাপ্তি আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না।
🙏🌿🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🙏🌷🙏🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🖤🙏🌷🙏🌷🙏🙏❤️‍🩹❤️‍🩹🙏🙏

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sankirtan Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category