31/05/2025
🌲আমরা এই সংসারে নানা রকম সুখ খুঁজে বেড়াই। ধন-সম্পদ, খ্যাতি, ক্ষমতা – এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময়ই ক্লান্ত হয়ে পড়ি।
🌿🍀🌿কিন্তু শাস্ত্র আমাদের এক গভীর সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে: জীবনের আসল আনন্দ ও পরম শান্তি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই লাভ করা সম্ভব।🍀💯
📙🙏🌿ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, "সবকিছুর উৎস আমিই, আমা হতেই সবকিছু প্রবর্তিত হয়।" এই কথার অর্থ হলো, এই জগতের যা কিছু সুন্দর, যা কিছু আনন্দদায়ক, তার মূল উৎস হলেন স্বয়ং ভগবান। 🙇💯
✅আমরা যখন তাঁকে ভুলে কেবল জাগতিক প্রাপ্তির পেছনে ছুটি, তখন যেন জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকি। কারণ, যা কিছুই আমরা পাই না কেন, তা নশ্বর ও অস্থায়ী। একমাত্র শ্রীকৃষ্ণই নিত্য, শাশ্বত।💯🌏
🌿অনেকে ভাবেন, আধ্যাত্মিক জীবন মানেই বুঝি সব ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া। কিন্তু শাস্ত্র তা বলে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সংসারে থেকেও তাঁর সঙ্গে যুক্ত থাকা যায়। আমাদের প্রতিটি কাজ যদি তাঁর প্রীতির জন্য করা হয়, যদি আমরা সবসময় তাঁকে স্মরণ করি, তাঁর পবিত্র নাম জপ করি, তাঁর নির্দেশিত পথে চলি, তবেই আমাদের অন্তর শুদ্ধ হয়।🌿🧍🙏
🌳যেমন একটি আয়না ময়লা থাকলে তাতে প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় না, তেমনই আমাদের মন যখন কামনা-বাসনা আর অহংকারে পূর্ণ থাকে, তখন আমরা ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারি না। ভক্তি, সেবা আর শরণাগতির মাধ্যমে যখন আমাদের মন নির্মল হয়, তখনই অন্তরে শ্রীকৃষ্ণের দিব্য উপস্থিতি অনুভব করা যায়।🌿🌿
♥️তখন জীবনের দুঃখ-কষ্টগুলো আর পাহাড় সমান মনে হয় না। কারণ, আমরা জানি যে আমাদের একজন পরম আশ্রয় আছেন, যিনি সবসময় আমাদের রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন। তাঁর উপর সম্পূর্ণ নির্ভর করতে পারলে, জীবনের সব ঝড়ঝাপটা হাসিমুখে পার করা যায়।
♥️🌿🌿আসলে, শ্রীকৃষ্ণকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা, কারণ তিনিই আমাদের আত্মার আত্মা। তাঁকে পেলে জীবনের আর কোনো অপূর্ণতা থাকে না। তখন বাইরের জগতের কোনো অভাব বা প্রাপ্তি আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না।
🙏🌿🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🙏🌷🙏🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🖤🙏🌷🙏🌷🙏🙏❤️🩹❤️🩹🙏🙏