Team Edp of Bangladesh

Team Edp of Bangladesh একটা সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে পিছিয়ে থাকা উদ্যোক্তাদের উন্নয়নের জন্যই আমাদের পথ চলা শুরু।

07/09/2025
04/09/2025
নারীদের ইনকাম করা কেন উচিত❓❓❤️নারী শুধু একটি পরিবারের দায়িত্বশীল সদস্য নন, তিনি একজন পূর্ণ মানুষ, যার স্বপ্ন, মর্যাদা ও ...
27/08/2025

নারীদের ইনকাম করা কেন উচিত❓❓

❤️নারী শুধু একটি পরিবারের দায়িত্বশীল সদস্য নন, তিনি একজন পূর্ণ মানুষ, যার স্বপ্ন, মর্যাদা ও স্বাধীনতার অধিকার রয়েছে। তাই আয়-রোজগার করা নারীর জন্য কেবল সুবিধাজনক নয়, বরং এটি তার উচিত কাজ—নিজের ও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে।

👉প্রথমত, আত্মনির্ভর হওয়া একজন নারীর উচিত। যখন একজন নারী নিজের আয়ে নিজের প্রয়োজন মেটাতে পারেন, তখন তিনি শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও দৃঢ় হয়ে ওঠেন। এটি তার আত্মসম্মানকে শক্ত করে।

👉দ্বিতীয়ত, পরিবারের ভারসাম্য রক্ষায় নারীর অবদান রাখা উচিত। সংসার শুধু পুরুষের একার দায়িত্ব নয়, বরং দু’জনের সমান অংশীদারিত্বেই গড়ে ওঠে। আয় করে নারী সেই ভারসাম্য ও দায়িত্ব ভাগাভাগি করতে পারেন।

👉তৃতীয়ত, সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখা একজন নারীর উচিত। কারণ সমাজ তখনই উন্নত হয় যখন নারী ও পুরুষ উভয়েই সমানভাবে কাজ করে। নারীর শিক্ষা যেমন জরুরি, তেমনি তার আয়ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

👉চতুর্থত, আগামী প্রজন্মকে সঠিক দৃষ্টিভঙ্গি দেওয়া একজন মায়ের উচিত। সন্তান যদি দেখে মা কেবল নির্ভরশীল নন, বরং সক্রিয় অবদান রাখছেন, তবে তারা নারী-পুরুষ সমতার শিক্ষা পায়।

👉সবশেষে, নারীর ইনকাম করা মানে কেবল নিজের জন্য নয়—এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি নৈতিক দায়িত্ব।

🌺 তাই বলা যায়, নারীদের ইনকাম করা উচিত, কারণ এটি মানবিক মর্যাদা, সমঅধিকার ও দায়িত্ববোধের প্রকাশ।


゚viralシviralシfypシ゚viralシalシ

শুভ জন্মাষ্টমীআজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সকল সনাতনীদের জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা।।
16/08/2025

শুভ জন্মাষ্টমী

আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সকল সনাতনীদের জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা।।

উদ্যোক্তাদের জরুরী আকর্ষণ🔈🔈🔈🔈আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন,আপনার যদি মজুত/স্টক করা পন্য থেকে থাকে তাহলে এখনি যোগাযোগ করু...
13/08/2025

উদ্যোক্তাদের জরুরী আকর্ষণ🔈🔈🔈🔈

আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন,আপনার যদি মজুত/স্টক করা পন্য থেকে থাকে তাহলে এখনি যোগাযোগ করুন আমাদের পেইজের ইনবক্সে।

সম্মানিত উদ্যোক্তাগন/স্টক ডিলারগন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে Team Edp of Bangladesh এক নতুন উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে,যেসকল উদ্যোক্তাদের নিজস্ব ক্রিয়েশন এর পন্য আছে অথবা স্টককৃত পন্য আছে সে সকল উদ্যোক্তাদের পন্য আমাদের প্রতিষ্ঠান কতৃক পরিচালিত Edp Online Shop এর মাধ্যমে সেলস এর উদ্দেশ্যে সহজ প্রক্রিয়ায় কোন ধরনের খরছ ছাড়াই ফ্রিতে মার্কেটিং করার সুযোগ থাকছে।

যেসকল উদ্যোক্তাদের নিজস্ব পন্য আছে অথবা স্টককৃত পন্য আছে অথচ সেলস পাচ্ছেন না কিংবা সেলস মার্কেটিং সহজ মাধ্যম পাচ্ছেন না তাদের জন্যই আমাদের এই উদ্যোগটি গ্রহন করা হয়েছে,তাই যারা নিজেদের পন্য আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কেটিং করার আগ্রহী থাকবেন তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যাদের নিজস্ব ক্রিয়েশন এর পন্য অথবা স্টক করা পন্য আছে শুধুমাত্র তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

বিঃদ্রঃ আরও বিস্তারিত সকল তথ্যের জন্য ইনবক্স করুন

28/07/2025

শুভ জন্মদিন এর শুভেচ্ছা
Likhi Saha
Chairman- Team Edp of Bangladesh

Pray For Milestone College
21/07/2025

Pray For Milestone College

📱 ফেসবুক অ্যালগোরিদম কী? ❓❓❓❓❓আমরা প্রতিদিনই ফেসবুকে ঢুকি, স্ক্রল করি, ছবি দেখি, ভিডিও দেখি, পোস্ট করি, লাইক দিই। কিন্তু...
26/06/2025

📱 ফেসবুক অ্যালগোরিদম কী? ❓❓❓❓❓

আমরা প্রতিদিনই ফেসবুকে ঢুকি, স্ক্রল করি, ছবি দেখি, ভিডিও দেখি, পোস্ট করি, লাইক দিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন—আপনার নিউজফিডে কোন পোস্টটি আগে দেখাবেন, কোনটি পরে, আর কোনটি একেবারেই দেখাবেন না—এসব সিদ্ধান্ত কে নেয়?

এর উত্তর হলো "ফেসবুক অ্যালগোরিদম"।

🎯 অ্যালগোরিদম কী?

সহজ করে বললে, অ্যালগোরিদম মানে হলো এক ধরনের স্বয়ংক্রিয় নিয়ম বা সিস্টেম, যা ফেসবুক ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে ঠিক করে দেয় কোন কনটেন্ট আপনার সামনে আনা হবে।

🧠 ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে?

ফেসবুকের অ্যালগোরিদম কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিটি পোস্টের গুরুত্ব নির্ধারণ করে:

Engagement (সম্পর্ক ও প্রতিক্রিয়া)
– আপনি যাদের পোস্টে নিয়মিত লাইক, কমেন্ট বা শেয়ার করেন, ফেসবুক ধরে নেয় তারা আপনার কাছের মানুষ।
– তাই তাদের পোস্টগুলো আপনাকে বেশি দেখায়।

Relevance (প্রাসঙ্গিকতা)
– আপনি যদি সবসময় খাবার, ট্র্যাভেল, বা প্রযুক্তি সম্পর্কিত কনটেন্ট দেখেন, তাহলে ফেসবুক সেই ধরণের কনটেন্টই বেশি দেখাবে।

Content Type (কনটেন্টের ধরন)
– আপনি যদি ভিডিও বেশি দেখেন, তাহলে ভিডিও কনটেন্ট বেশি দেখাবে।
– কেউ যদি ছবিতে আগ্রহী হন, তার জন্য ছবি প্রাধান্য পায়।

Recency (সাম্প্রতিকতা)
– যত নতুন পোস্ট, তার গুরুত্ব তত বেশি। পুরনো পোস্ট ধীরে ধীরে কম দেখায়।

User Behavior (ব্যবহারকারীর আচরণ)
– আপনি কোন পোস্ট স্কিপ করছেন, কোনটি থেমে থেমে দেখছেন—এসব ডেটা অ্যালগোরিদম বুঝে নেয় আপনি কী পছন্দ করেন।

🔍 কেন এটা গুরুত্বপূর্ণ?

ফেসবুক চায় আপনি যেন বেশি সময় প্ল্যাটফর্মে থাকেন। তাই আপনার আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজায়। এতে আপনি যেমন সন্তুষ্ট হন, তেমনি ফেসবুকও লাভবান হয় (বিজ্ঞাপন দেখিয়ে)।

📢 কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিপস

যদি আপনি কনটেন্ট তৈরি করেন (যেমন ব্যবসার পেজ, ব্লগ, ভিডিও ইত্যাদি), তাহলে কিছু বিষয় মনে রাখা জরুরি:

মানসম্মত ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করুন

অডিয়েন্সের সাথে নিয়মিত Engagement রাখুন

ভিডিও বা লাইভের মাধ্যমে বেশি রিচ পান

পরিশেষে বলা যায়,
ফেসবুকের অ্যালগোরিদম আসলে এক জাদুকরী সিস্টেম, যা প্রতিটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী প্ল্যাটফর্মকে ব্যক্তিগত করে তোলে। আপনি যদি বুঝে কনটেন্ট তৈরি করেন বা সময় দেন, তাহলে এই অ্যালগোরিদমই আপনার কনটেন্টকে হাজার মানুষের সামনে নিয়ে যেতে পারে।
゚ ゚

Congratulations Joli Rani Dev Owner of Barshanজলি রানি দেব একজন নারী উদ্যোক্তা,তিনি সুনামগঞ্জ থেকে Team Edp of Banglades...
22/06/2025

Congratulations Joli Rani Dev
Owner of Barshan

জলি রানি দেব একজন নারী উদ্যোক্তা,তিনি সুনামগঞ্জ থেকে Team Edp of Bangladesh কতৃক আয়োজিত দীর্ঘ এক মাস ব্যাপী এক আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় বিজয়ী হিসেবে গন্য হয়েছেন।।

জলি রানি দেব এর এই সাহসী উদ্যোগের সাফল্যের জন্য পাশে থাকতে তার উদ্যোগ এর একমাত্র পেইজটিতে ফলো করে যুক্ত হয়ে সাপোর্ট করার মাধ্যমে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই,তিনি যাতে তার উদ্যোগকে সাফল্যের সাথে আরও এগিয়ে নিতে পারেন।।

পেইজ লিংক-https://www.facebook.com/people/%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3/61576002745382/

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Team Edp of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share