29/07/2024
২০১৮ তে মারমা দুই বোনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত ধ র্ষ ণ ও যৌন নির্যাতনের ঘটনায় রাংগামাটি হাস্পাতালে চিকিৎসারত অবস্থায় তাদের হাস্পাতালে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বারংবার তারা চেষ্টা করেছিল তাদের জিম্মায় নিয়ে যাবার, এরমধ্যে বাবা মা ভাইকে জিম্মি করে দিনে চলত তাদের বয়ানের নাটক। ২৪ দিন পর্যন্ত আমরা সকলে মিলে ঠেকিয়ে রাখতে পেরেছিলাম। ২৫তম দিনে রাতের বেলায় পুরো হাস্পাতাল কর্ডনড অফ করে, সমস্ত লাইট নিভিয়ে অন্ধকারে আমাদের মেরেধরে বোন দুইজনকে অপ হরণ করে নিয়ে যায়। পরেরদিন আবার সেই নাটক, বোনদের সাথে এক বাসার ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছেন পুলিশ, তারা কত নিরাপত্তায় আছে, ভাল আছে। ছবিগুলোতে দুই বোনের মুখগুলো এখনো আমার মাথায় সেট হয়ে আছে। একইসাথে ক্রোধ, ক্ষোভ, আতংক, একটু আশা আর নিরাশা।
গতকাল আবার সেই মুখগুলোর প্রতিচ্ছবি দেখলাম ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুখে। হাস্পাতাল থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে আটক রেখে অ স্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে দিয়ে নিজেদের জবান পড়িয়ে নিল, সেই নাটক ঘৃণাভরে প্রত্যাখান করি।
চাকমা সার্কেল চীফ এর উপদেষ্টা
রানী ইয়েন ইয়েন