20/05/2024
রাখতে জানলে একটা মানুষ কি হারায় ? কখনোই না। কিছু মানুষ আছে রাখতে চেয়েও রাখতে পারেনা, কিছু মানুষ রাখতে না চাইলেও অপর মানুষগুলো থেকে যায়,, কেমন তাই না?? সবকিছু ছেড়ে তার কাছে থাকতে চেয়েও পারলাম না সবকিছু বিনিময়ে তাকে চাইলাম কিন্তু সে আমাকে ছেড়ে সব চাইলো।
মেয়ে ছেলেকে অসম্ভব ভাবে ভালবাসত ,, কিন্তু ছেলেটা বুঝিনি,, বুঝিনি,না বুঝতে চাই নি তা বলতে পারব না,,, তবে গল্পটা কিছুটা এমন ছিল মেয়েটা ছেলেটাকে পাগলের মত ভালবাসত তার জন্য সব করতে পারতো সব কিছুর জন্য লড়াই করতে সে প্রস্তুত ছিল ,তার জন্য সব ত্যাগ করতে রাজি ছিল ,,,, মেয়েটা প্রতিনিয়ত ওই ছেলেটা কে চাইতে প্রত্যেকটা নামাজের পরে প্রত্যেকটা সময় এমন কোন সময় নেই যে তাকে চাইনি ,,,, রাতের পর রাত দিনের পর দিন মেয়েটা কান্না করত শুধুমাত্র তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইতো তাকে,,,,, মেয়েটা ঝটফট করত তার জন্য সেও কিন্তু ভালো মতনই জানতো,,, সে ভালো মতনই বুঝতো কিন্তু সে বুঝেও না বুঝার মত করত,,,, ছেলেটার মেয়েটার প্রতি একটা মোহর ছিল,,, যা কিছু মাস এর মধ্যে চলে যায় , মোহর বেশিদিন থাকে না,,, এটা কমবেশি সবাই জানে,,, মেয়েটা তাকে ভালোবাসতো প্রায় তিন বছর ধরে ,, ছেলেটাও জানতাম মেয়েটা যে তার জন্য দুর্বল , ছেলেটা তারই একটা ফ্রেন্ডের সাথে একটা সম্পর্কে জড়ায়,,কেউ তেমন এই বিষয় জানে না, ছেলেটা এই বিষয়ে কিছু জানাতে চাইতো না তাদের এই ব্যাপারটা কিন্তু মেয়েটা কম বেশি সবাইকেই বলছে সবাই কি বুঝাইছে যে তারা রিলেশনে আছে ,, কিন্তু এখানে কেউ কথাগুলোকে বিশ্বাস করত না কারণ ছেলেটা অলওয়েজ বলতো যে কারো সাথে কোন সম্পর্ক নাই ,, সেভাবে এই মেয়েটা বুঝতে পারিনি যে আসলে ছেলেটা কি চায় মেয়েটা বুঝতেও চেয়েছে ছেলেটা মেবি তাকে পছন্দ করে কারণ ছেলেটার প্রত্যেকটা আকার ভঙ্গি সবকিছু মেয়েটাকে বুঝাইতো যে সে মেয়েটাকে পছন্দ করে কারণ যেখানেই দেখতো না কেন সব সময় তাকায় থাকা কথা বলা এন্ড অনেক ধরনের আকার ইঙ্গিত বা বলা যায় কেয়ার মায়া এইসবের কারণে মেয়েটা বুঝতে পারত যে ছেলেটা তাকে পছন্দ করে,,,ছেলেটা এভাবে কথা বলত মনে হয় কতটাই না পছন্দ করে কতটাই না ভালোবাসে ,,, ওদের কথা বলার ধরন এরকম ছিল ছেলেটা মেয়েটাকে ছাড়া কিছুই বুঝেনা অলওয়েজ ওর পাশে থাকবে ,,,, প্রথম প্রথমে মেয়েটা যা বলতো ছেলেটা তাই শুনত কোন কথাই বলতো না ওই মেয়েটার উপরে ,, একদিন হঠাৎ করে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করে যে আমার ওই ফ্রেন্ডের সাথে তোমার কি কোন সম্পর্ক ছিল কি ছিল না তখন ছেলে বলে যে না কখনোই কোন কিছুই ছিল না আর ঐরকম মেয়ের সাথে এসব আমার হইতেও পারে না এরকম ছিল কথাটা,,, কিন্তু আসলে কি তাই?? মেয়েটা অনেক অবুঝ নরম মনের ছিল তাই মেয়েটা এত কিছু ভাবে নাই অন্ধের মত ছেলেটাকে বিশ্বাস করে গেছে ,,, এভাবে কয়েক মাস চলে গেছে ইতিমধ্যে ওর ওই ফ্রেন্ডটা ছেলেটার কথা বলা শুরু করছে তো মেয়েটা এসেছে তাকে জিজ্ঞেস করল যে ওর সাথে কথা কেন বল বা ওর সাথে তোমার এত কি পরে ছেলে বলে যা হওয়ার তাই হবে তোমাকে কেন বলব তুমি কে ওর ব্যাপারে তুমি এত কথা বলো কেন এই সেই হাবিজাবি ,,, তখন তোমরা বুঝ যে মেয়ের উপর থেকে কি গেছে,,, ছেলেটার মুখের উপর মেয়েটাকে বলল তোমাকে আমার বিরক্ত লাগে নেক্সট টাইম মেসেজ দিবানা তোমার প্রতিটা কাজ আমার বিরক্ত লাগে,,, মেয়েটা কষ্ট পেরে সোজা ছেলেটাকে সব জায়গা থেকে রিমুভ করে দেয়,, ছেলের সাথে সব কথা বলা জায়গা বন্ধ করে দেয়। মেয়েটার মনে হয়তো রয়ে যাবে সব কষ্ট আবেগ অনুভূতি যা ও কাউকে বলতে পারে নাই বা কাউকে বললেও সে বুঝতে চাইনি কেউ বুঝবে না তার কষ্ট তার কারণ এটা যে তার সাথে একান্ত হয়েছে সেই একান্ত বুঝবে ,যে তার মনে কি চলতেছে তাকে বোঝানোর মত কেউ থাকবে না আর কেউ বোঝাতে চাইলেও সে বুঝতে পারবে না কারণ তার মন যে ওই মানুষটার জন্য একান্তই পাগল। কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন বাস্তবতার সাথে সবকিছু সাথে আমাদের মানিয়ে নিতে হয় হয়তো এই মেয়েটা একদিন ছেলেটাকে ভুলে যাবে সবকিছুর সাথে সে নিজেকে নিজে মানিয়ে নিবে কিন্তু তার ওই বুকের ফাঁকা জায়গাটা কিভাবে পূরণ হবে যা একান্তই ওই পার্সেন্টের জন্য ছিল??? এটার উত্তর হয়তো মেয়েটার কাছেও নেই বা কারো কাছেই নাই,,,,
মেয়েটা তো সবকিছু করেছে ছেলেটা জন্য কিন্তু ছেলেটা কি রাখতে পেরেছে না কারণ অনেকেই ভালো জিনিস গুলোকে মূল্য দিতে চায় না ,,, যখন হয়তো মূল্য দিতে চাইবে বা তার কাছে চাইবে তখন হয়তো ওই মানুষটা আর কখনোই তার জীবনে ফিরে আসবে না কারণ সে যে বাযে ভাবে একবার আঘাত পেয়ে গেছে।
মেয়েটা নিজের খাতায় একটা পৃষ্ঠায় এখনো লিখে রেখেছে
( Not in this life but maybe in the next life )
❤️🩹🌿
#গল্প