Afroza Nazmin

Afroza Nazmin Assalamualaikum everyone ��
(2)

মাংস মেরিনেশনের উপর নির্ভর করে মাংস সুস্বাদু হবে কি হবে না , তাইনা?
30/08/2025

মাংস মেরিনেশনের উপর নির্ভর করে মাংস সুস্বাদু হবে কি হবে না , তাইনা?

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিয়ে এতো ভয় থাকে কেন?কেন তাদের সাথে এরকম বৈষম্য করেন?প্রাইমারি পরীক্ষায় নম্বরের চেইঞ্জ আনবেন ...
30/08/2025

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিয়ে এতো ভয় থাকে কেন?কেন তাদের সাথে এরকম বৈষম্য করেন?প্রাইমারি পরীক্ষায় নম্বরের চেইঞ্জ আনবেন ভালো কথা,, গণিতের মার্ক নিয়োগে একদম নাম মাত্র রাখছেন, অতচ পেপারে আসে ৯৫% প্রাইমারি শিক্ষার্থী ভাগ,ভগ্নাংশ নির্ণয় করতে জানেনা😄।সবই মেনে নিলাম কিন্তু নিয়োগে ৯৩% মেধার মধ্যে মাত্র ২০% শিক্ষার্থী বিজ্ঞানে স্নাতক বাকী ৮০% অন্যান্য বিষয় স্নাতক। বিজ্ঞান বিভাগের জন্য লিমিট কেন? এর প্রতিবাদ জানাই!
ধরুন মোট ১০০টা পদ আছে।
তার মধ্যে ৯৩% (মানে ৯৩টা পদ) মেধার ভিত্তিতে দেওয়া হবে।
এবার সেই ৯৩টা পদকে ভাগ করা হলো –
২০% বিজ্ঞান বিভাগ → 93 × 20% = ১৮.৬ ≈ 19টা পদ
৮০% অ-বিজ্ঞান বিভাগ → 93 × 80% = 74টা পদ
মানে,
👉 বিজ্ঞান বিভাগের জন্য মাত্র ১৯টা পদ
👉 অ-বিজ্ঞান বিভাগের জন্য ৭৪টা পদ।কিন্তু বাস্তবে
পরীক্ষায় বসলো ১০০ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আর
৫০ জন অ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী,
তাহলে বিজ্ঞানীরা অনেক বেশি মেধাবী হলেও তারা প্রতিযোগিতা করবে শুধু ১৯টা সিটের জন্য,
আর অ-বিজ্ঞানীরা কম সংখ্যক হলেও পাবে ৭৪টা সিটের সুযোগ।

শীঘ্রই এই চিন্তা থেকে বের হয়ে আসুন!না হয় এর প্রতিবাদ তীব্র হবে।

আমরা কোন কোটা চাই না।স্বচ্চ নিয়োগ দেন।যার মেধা সেই পাবে নিয়োগ।

এক কাজ করলে হয় না?বাংলাদেশ থেকেই বিএসসি/বিজ্ঞান /গণিত বাদ দিয়া দেন তাহলেই ভালো!

30/08/2025

বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রাইমারি শিক্ষক নিয়োগে সমান অধিকার দিতে হবে।৯৩% মেধা কোটা সবার অধিকার।

ভাইরে ভাই এই মাংকো ভাত শুনতে শুনতে তো আমার মাথা হ্যাং হয়ে গেল....
29/08/2025

ভাইরে ভাই এই মাংকো ভাত শুনতে শুনতে তো আমার মাথা হ্যাং হয়ে গেল....

যারা বুঝতেছেন না তাদের জন্য বলছি-২০% করে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের লিমিট করা হয়েছে। বাকী ৮০%  কলা,সামাজিক বিজ্ঞান, ব্...
29/08/2025

যারা বুঝতেছেন না তাদের জন্য বলছি-

২০% করে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের লিমিট করা হয়েছে।
বাকী ৮০% কলা,সামাজিক বিজ্ঞান, ব্যবসায় অনুষদসহ অন্যান্য(সমতুল্য ডিগ্রি) এর জন্য রাখা হয়েছে।

জুলাই আন্দোলন এর স্পিরিট এর সাথে এই বন্টন কোটা যায় না।হাইকোর্ট যদি নারী কোটা তুলে ৯৩% করে থাকে তবে তা সবার জন্য সমান হবে।
সাবজেক্ট এর ভিত্তিতে কারো প্রতি বৈষম্য করা যাবে না।
আগেই ছিলো যারা বলছেন তাদের উদ্দেশ্য বলছি সব কোটা যদি তুলে দিয়ে ৯৩% করা হয় তাহলে ২০% কোটা করে বিজ্ঞান বিষয়ের স্টুডেন্টদের কেনো লিমিট করা হলো।

Pic for attention 🌟

27/08/2025

সম্পত্তির লোভে আপন ভাইয়ের চোখ উঠানো ভিডিও দেখার পর ব্রেইন আর সঠিক ভাবে কাজ করছে না 😭

তাকিয়ে থাকার মাঝে যে নীরব প্রেম লুকিয়ে থাকে তা শব্দে প্রকাশ করা যায় না।।🥀✨
26/08/2025

তাকিয়ে থাকার মাঝে যে নীরব প্রেম লুকিয়ে থাকে তা শব্দে প্রকাশ করা যায় না।।🥀✨

শুভ্রতা 🤍🤍
14/08/2025

শুভ্রতা 🤍🤍

11/08/2025

Clemon school cricket Fun sports 🏏

10/08/2025

শাপলা বিলে না নিয়ে যেতে পারলে বন্ধু কথা কইয়ো না......

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afroza Nazmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share