21/09/2025
নিজাম কাকার ফেইচকা পাখি চ্যাঁও চ্যাঁও করে ডাকে। সেই পাখিতে নেই কোন প্লাস্টিক বা ক্ষতিকর পদার্থ। সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস ব্যবহার করে নিজাম কাকা এই পাখি বানান। তালের পাতা, বাঁশ, শোলা, টিন, সুতা, কাগজ এসব দিয়েই তৈরি হয় নিজাম কাকার ফেইচকা পাখি। সেই পাখি হাতে নিয়ে ঘোরালেই চ্যাঁও চ্যাঁও শব্দ করে ডেকে ওঠে আর বাতাসে দোল খায়। অদ্ভুত এই পাখি নিয়ে নিজাম কাকা প্রতিদিন দাঁড়ান উত্তরা এক নম্বর সেক্টরে পথের পাশে। মাত্র ১০ টাকার এই পাখি ছোটবড় সবার মনে আনন্দ দেয়। এখন আর ১০ টাকায় কোন খেলনা পাওয়া যায় না। শুধু পাওয়া যায় নিজাম কাকার ফেইচকা পাখি...