Noakhali Doctors Info

Noakhali Doctors Info নোয়াখালী, ফেনী, লক্ষীপুর এলাকার ডাক্তার ও সাস্থ্য সেবা তথ্য।

যেভাবে সেবা নিবেন: পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে,  সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান,...
19/09/2025

যেভাবে সেবা নিবেন: পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে, সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে, ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন, নীচে দুটি লিংক দিয়ে রাখলাম।

বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
appointment.bmu.ac.bd/ticketing

রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
appointment.bmu.ac.bd/radiology_ticketing

এর বাইরে সরকারি আরো একটি প্রতিষ্ঠান আছে যেখানে সাশ্রয়ী মুল্যে প্রায় সকল পরীক্ষা করা হয়, "ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার" এটি আগারগাঁও এ অবস্হিত (শেরে-বাংলা নগর থানার ঠিক পাশেই) এটির লিংক ও দিলাম। এখানে সুবিধা হল, যে কোন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই আপনি পরীক্ষা করাতে পারবেন এবং রিপোর্ট অনলাইনে পেয়ে যাবেন। http://www.nilmrc.gov.bd/

Collected

14/09/2025
ডাকসু নির্বাচনে সবচেয়ে আমার দৃষ্টি ছিলো এই পাহাড়ি মায়ের সন্তানের দিকে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার...
14/09/2025

ডাকসু নির্বাচনে সবচেয়ে আমার দৃষ্টি ছিলো এই পাহাড়ি মায়ের সন্তানের দিকে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার্থী নির্বাচিত করলো। সর্ব মিত্র চাকমা এর জন্য রইলো শুভকামনা।

সর্ব মিত্র চাকমা
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত পদপ্রার্থী,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

✅হাটু ক্ষয়/Knee osteoarthritis/হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস কী?হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলো এক ধরণের ক্ষয়জনিত জয়েন্ট ডিজিজ য...
14/09/2025

✅হাটু ক্ষয়/Knee osteoarthritis/হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস কী?

হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলো এক ধরণের ক্ষয়জনিত জয়েন্ট ডিজিজ যেখানে জয়েন্টের মসৃণ আবরণ বা কার্টিলেজ এসে ক্ষয় হয়, হাড়ের ওপরে ঘষাঘর্ষণ বাড়ে এবং অস্থিরতা, ব্যথা ও চলাচলের সীমাবদ্ধতা দেখা দেয়

✅প্রধান কারণসমূহ:

↗️বয়সের সাথে কার্টিলেজ ক্ষয়: সাধারণত ৪০–৫০ বছর থেকে বৃদ্ধি পায়

↗️ওজন বৃদ্ধি: অতিরিক্ত শরীরের ওজন হাঁটুর ওপর চাপ বাড়ায় এবং দ্রুত ক্ষয়ের দিকে নিয়ে যায়

↗️পেশী দুর্বলতা ও আঘাত বা পূর্ববর্তী ইনজুরি: দীর্ঘ সময় হাঁটু অতিরিক্ত ব্যবহার, সিঁড়ি ওঠা-নামা, squatting ইত্যাদি ভূমিকা রাখে

↗️জেনেটিক বা জন্মগত কারণ, পূর্বে গাউট বা অন্য ধরনের আর্থ্রাইটিস থাকাও ঝুঁকি বাড়ায়

✅লক্ষণ ও উপসর্গ

হাঁটুতে ব্যথা, বিশেষ করে হাঁটা বা পা বাকানোর সময়

সকালে বা অবকাশে stiffness, যা সাধারণত ৩০ মিনিটের মতো থাকে।

জয়েন্টে গরম ভাব বা ফুলে যাওয়া

ক্রেপিটাস: হাঁটুর নড়াচড়ার সময় crack বা pop শব্দ

গতি সীমাবদ্ধতা, হাঁটু দুর্বলতা এবং হাঁটু দায়িত্বহীন মনে হওয়া

✅রোগ নির্ণয় পদ্ধতি (Diagnosis):

ডাক্তার সাধারণত নিচের ধাপে রোগ নির্ণয় শুরু করেন:

↗️চিকিৎসা ইতিহাস ও শারীরিক পরীক্ষা: হাঁটু স্পর্শ করে গরম বা বিকৃতি আছে কিনা দেখা, হাঁটার সময় পর্যবেক্ষণ

↗️ Radiology Imaging: X‑ray: জয়েন্ট স্পেস কমে যায়

↗️ল্যাব পরীক্ষা বা সায়নোভিয়াল ফ্লুইড টেস্ট: সংক্রমণ বা গাউট ইত্যাদি আলাদা করতে প্রয়োজনে ব্যবহার করা হয়

✅চিকিৎসার ধরন

১. জীবনযাত্রা ও অভ্যাস পরিবর্তন

↗️ওজন কমানো: হাঁটুর ওপর চাপ কমিয়ে ব্যথা ও ফাংশন উন্নত করতে সহায়ক

↗️ব্যায়াম: হাঁটা, সাঁতার, Tai Chi, যোগব্যায়াম—এসব হাঁটুর শক্তি ও নমনীয়তা বাড়ায়

↗️পেশী শক্তিশালীকরণ (ফিজিওথেরাপি): বিশেষ করে কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং শক্তি বাড়ানো

💊 ২. ওষুধ ও ইনজেকশন
NSAIDs / প্যারাসিটামল: ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। NSAIDs গ্যাস্ট্রিক পার্শ্বপ্রতিক্রিয়া দিতে পারে, সেগুলো বিবেচনায় রাখতে হয়

ইনজেকশন:

কোর্টিস্টেরয়েড ইনজেকশন: স্বল্পমেয়াদি উপশম দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে অস্থিরয়ে ক্ষয় বাড়াতে পারে

হায়ালুরোনিক অ্যাসিড ভিস্কো-সাপ্লিমেন্টেশন বা PRP ইনজেকশন

৩. সার্জারি

অস্টেওটমি (Osteotomy): করেক্টিভ সার্জারি যেখানে একটি হাড়ের wedge কাটার মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হয়, সাধারণত যুবক বা মাঝারি বয়সীদের জন্য উপযুক্ত

অংশিক বা সম্পূর্ণ কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন (Partial/Total Knee Replacement): এ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে।

✉️পরামর্শ
যদি আপনি হাঁটুর ব্যথা বা stiffness অনুভব করেন, রাতে ঘুমে ব্যথা হয়, সকালে হাঁটতে অসুবিধা হয় বা হাঁটুর চলার গতি কমে গেছে—সেক্ষেত্রে একবার অর্থোপেডিক বিশেষজ্ঞ কিংবা ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করুন।

Collected

ফেনীর মহিপাল বাসটার্মিনাল থেকে অচেতন অবস্থায় এই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় । তিনি একটু আগে চিকিৎসা...
13/09/2025

ফেনীর মহিপাল বাসটার্মিনাল থেকে অচেতন অবস্থায় এই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় । তিনি একটু আগে চিকিৎসাধীন অবস্থায় ফেনী সদর হাসপাতালে মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবারের সন্ধানে সবার সহযোগিতা কামনা করছি।

কোন ডাক্তার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা ঔষধ কোম্পানি থেকে কমিশন নিয়ে ঔষধ লিখেন না? যদিও সমাজে মানবিক ডাক্তার দুএকজ...
31/08/2025

কোন ডাক্তার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা ঔষধ কোম্পানি থেকে কমিশন নিয়ে ঔষধ লিখেন না?

যদিও সমাজে মানবিক ডাক্তার দুএকজন এর বেশী পাওয়া যাবেনা!
বেশিরভাগ ডাক্তাররা এত কোটি কোটি টাকার মালিক হয়েছে কমিশন বাণিজ্য করে।

Collected

31/08/2025

★ আন্তর্জাতিক ফিকহ একাডেমির সিদ্ধান্ত (মক্কা, জেদ্দা)
আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি (OIC) তাদের বিভিন্ন সেশনে স্পষ্ট করেছে:

ডাক্তার যদি ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন, সুবিধা বা উপহার গ্রহণ করে প্রেসক্রিপশন লিখে দেন, এটি রিশওয়া (ঘুষ) এবং হারাম।

কারণ এতে রোগীর উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় এবং চিকিৎসা পেশার আমানত নষ্ট হয়।
(সূত্র: مجمع الفقه الإسلامي الدولي، قرار رقم 10/6/2)

★ দারুল উলুম দেওবন্দ (ভারত) এর ফতোয়া
প্রশ্ন: ডাক্তাররা কোম্পানি থেকে কমিশন খাওয়া কি জায়েজ?
উত্তর:
এটি জায়েজ নয়। এটি রোগীর প্রতি খিয়ানত ও ঘুষ। চিকিৎসকের দায়িত্ব রোগীর হিতের জন্য প্রেসক্রিপশন দেওয়া, কমিশনের জন্য নয়।”
(ফতোয়া নং: ۳۸۷۳۵، Darul Ifta, Darul Uloom Deoband)

★আল-আজহার শরীয়াহ্‌ রিসার্চ একাডেমি (মিশর)
আল-আজহার মুফতিয়াত থেকে একাধিক ফতোয়ায় বলা হয়েছে:
“الأموال التي يأخذها الطبيب من شركات الأدوية مقابل وصف أدويتهم هي من الرشوة المحرمة شرعاً”
অর্থাৎ: ডাক্তার যদি কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে টাকা নেন, এটি শরীয়তে হারাম ঘুষ।

★পাকিস্তান জামিয়াতুল উলূম ইসলামিয়া (বান্নুরি টাউন, করাচি)
ফতোয়া:
ঔষধ কোম্পানির কমিশন গ্রহণ হারাম উপার্জন।
ডাক্তার কেবল রোগীর মঙ্গলের কথা ভেবে ওষুধ লিখবেন, কোনো প্রকার লোভ বা কমিশনের ভিত্তিতে নয়।
(ফতোয়া: دارالافتاء جامعہ العلوم الاسلامیہ کراچی)
সারসংক্ষেপঃ
আন্তর্জাতিক ফিকহ একাডেমি, দারুল উলুম দেওবন্দ, আল-আজহার এবং পাকিস্তানের বড় বড় দারুল ইফতা—সবাই একবাক্যে বলেছেন:
কোম্পানি থেকে কমিশন নিয়ে ডাক্তারি করা শরীয়তে হারাম, এটি রিশওয়া ও খিয়ানত।
- আহমাদ শাওকি আফিফি

25/08/2025

বন্ধু যখন শত্রু হয়—
তার সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ হলো তৌহিদ আফ্রিদির চামচা রাহি!

আফ্রিদির বাবাকে যখন গুলশান থেকে গ্রেফতার করা হয়, সেই রাতেই আফ্রিদি সবার চোখ ফাঁকি দিয়ে পালায় নোয়াখালীতে।
কোন বাসায় গিয়ে আশ্রয় নেয় জানেন?
তার এক কালের ঘনিষ্ঠ চামচা রাহির বাসায়!

কিন্তু এখানেই কাহিনীর আসল টুইস্ট—
এই রাহিই গোপনে তার সব তথ্য বাইরে পাচার করছিল! তার লুকানোর জায়গা, তার পরবর্তী প্ল্যান—সব!

যখন আফ্রিদি টের পায় তখন দেরি হয়ে গেছে।
সে পালিয়ে বরিশাল গেলেও রাহির দেওয়া ইনফো হাতে নিয়ে দেশের সুনামধন্য সাংবাদিক ও গোয়েন্দারা তাকে শেষমেশ বরিশাল থেকে গ্রেফতার করে ফেলে।

👉 শিক্ষা স্পষ্ট—
এই দুনিয়াতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনি যাকে ভাই ভাবছেন, সে-ই এক সেকেন্ডে আপনার পিঠে ছুরি বসাতে পারে!

শেষ কথা—
আমি রাহিকে ধন্যবাদ জানাই।
কারণ দেশের একজন নামকরা চোরকে ধরিয়ে দেওয়ার কৃতিত্ব শেষ পর্যন্ত তারই প্রাপ্য। 👏

#বিশ্বাসঘাতকতা #বাস্তবতা #সতর্কতা

Collected

23/08/2025

বাচ্চাটার হইছে Meningococcal septicemia
কিন্তু এলাকার ফার্মেসীর দোকানদার দিছে ডেঙ্গুর চিকিৎসা।
সেপ্টিসেমিয়ার জন্য বাচ্চাটার হাত পায়ে গ্যাংগ্রিন হয়,যার জন্য হাত পা কেটে ফেলতে হয়েছে জীবন বাঁচাতে।

এটার দায় প্রথমত সেই ফার্মেসীওয়ালার যে ডাক্তার না হয়ে ডাক্তার সেজে চিকিৎসা দিছে।

দ্বিতীয় বাচ্চার বাবা মায়ের যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে গেছেন হাতুড়ে চিকিৎসা নিতে ফার্মেসীওয়ালার কাছে।

তৃতীয় দায় এই রাষ্ট্রের যেখানে রাষ্ট্র দেশব্যাপী ফার্মেসীওয়ালাদের,হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসা বন্ধ করতে পারেনি,তাদের শাস্তি নিশ্চিত করতে পারেনি।

চতুর্থত মিডিয়ার,যারা দেশের মানুষকে হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা না নিতে সচেতন করতে পারেনি।

কিন্তু চ্যানেল ২৪ এর এই মূর্খ সাংবাদিক জিনিয়া কবির সূচনা নিউজ করেছেন চিকিৎসকের ভুলে চরম মূল্য দিচ্ছে শিশু তানভীর।

সেই সাংবাদিক জানেন না চিকিৎসক কাকে বলে,
যেই সাংবাদিক একজন ফার্মেসীওয়ালাকে দেশবাসীর সামনে চিকিৎসক হিসেবে পরিচয় করিয়ে দেয়,তিনি কি সাংবাদিক?

ভুল চিকিৎসা নিয়ে নিউজ করছে ভালো কথা।
কিন্তু ভুল চিকিৎসা দিছে একজন ফার্মেসীওয়ালা সেটা হেডলাইনে না লিখে লিখছে চিকিৎসকের ভুল চিকিৎসা।

দেশের চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে মিডিয়ার এসব আচরণ উদ্দেশ্য প্রনোদিত শয়তানি।

যেই মহিলা একজন ফার্মেসীওয়ালাকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে দেশের মানুষকে প্রকৃত চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে শয়তানি করলো,তার শাস্তি হওয়া উচিত।

এ কেমন সাংবাদিক ফার্মেসীর দোকানদারকে বলে চিকিৎসক?
চ্যানেল ২৪ এর লজ্জা হওয়া উচিত এমন মূর্খ মহিলাকে সাংবাদিকতা করতে দেওয়ার জন্য।

উপদেষ্টা আসিফ নজরুল ডাক্তারদের টেস্ট নিয়ে কথা বলে কিন্তু সারাদেশের হাতুড়ে ভুতুড়ে অপচিকিৎসা দেওয়া বাটপার গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেনা।

কি এক বেশরম দেশে আমাদের জন্ম হলো,ভাবলে লজ্জা পাই।
©️
Ahmed Jobayer ভাই

Address

Noakhali
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Doctors Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share