27/01/2025
সে দিন ব্র্যান্ডের দোকানে শপিং করার পর সে আমাকে ২ টাকা কম দেয়। আমি পাবো ৬৬৭ টাকা কিন্তু সে আমাকে ৬৬৫ টাকা দেয় আর বলে, ওকে ম্যাম আবার আসবেন। আমি টাকা হিসাব করে বলি ২ টাকা কম আছে। উনি এমন একটা ভান করলো যে সে বুঝে কম দেয় নেই ভুল হয়ে গেছে। তো সাথে আমার ভাগ্নি ছিলো ও আমাকে বললো, ছাড়ো তো আন্টি ২ টাকা মাত্র। তখন আমি আমার ভাগ্নি কে বলেছিলাম, শোন আমরা সবাই জানি দুই টাকা মাত্র কিন্তু প্রতিদিন সে যদি ১০০ জনের কাছে সেল করে ২ টাকা করে কম দেয় তাহলে প্রতিদিন সে আয় করছে ২০০ টাকা। তাহলে মাসে আসে ৬০০০ টাকা আর বছরে আসে ৭২,০০০ টাকা। জাস্ট সে ভাঙতি নেই এই অজুহাতে বছরে ৭২,০০০ টাকা ইনকাম করতেছে।
সেম একটা খাবারের দোকানে গিয়েছিলাম ৪৯৯ টাকা অফারে। তাকে ১০০০ টাকা দিলে সে আমাকে ৫০০ টাকা ফিরত দেয়।
আমি এই টা পোস্ট করতাম না। কিন্তু এই রকম ঘটনা আমার সাথে অনেক বার হয়েছে আর টা বড় বড় ব্র্যান্ডের সপ থেকে। তখন আমার মনে হয়েছে তারা মানুষকে বোকা বানিয়ে বিজনেস করছে আর আমাদের সবার সচেতন হবার দরকার।
আমি জানি না আপনাদের সাথে এমন হয়েছে কি না....!!! যদি হয়ে থাকে তাহলে বুঝবেন এইটা তাদের আর একটা বিজনেস পলিসি। তাই আপনার ৫০ পয়শা হোক আপনার টাকা আপনি চেয়ে নিয়ে আসবেন। এনে গরিবদের দান করে দিবেন। তাদের মত বড় লোকদের কেন ভিক্ষা দিবেন??
ধোঁকাবাজি বিজনেস পলিসি বন্ধ করার জন্য পারলে পোষ্টটি সেয়ার করবেন।