Efta Mahmud Boishu

Efta Mahmud Boishu

Professional Digital Marketer
Graphics Designer
SEO Experts
🌐Fiverr Marketplace

22/09/2024
ধৈর্য ও দক্ষতায় ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসে ✅  দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন করতে...
22/09/2024

ধৈর্য ও দক্ষতায় ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসে ✅
দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন করতে হলে প্রয়োজন হয় ধৈর্যের। আপনি যদি ধৈর্যের সীমা বাড়াতে পারেন তাহলে দক্ষতায় মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন আপনার দক্ষতার পরিসর বাড়তে থাকবে।
👎 ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেকেই ঝরে পড়ে ধৈর্য এবং দক্ষতার অভাবে ⁉️
আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে, তাহলে বলবো আপনার ধৈর্য বাড়িয়ে দক্ষতার দিকে মনোযোগ দিন। আমি এটা বলতে পারি, আপনার ধৈর্য এবং দক্ষতা দুটোই কখনো আপনার সাথে বেঈমানী করবে না 💪💯





ডিজিটাল মার্কেটিং এই নামটা কিন্তু আমরা কমবেশি প্রায় প্রত্যেকেই শুনেছেন। বর্তমানে আমরা কিন্তু ডিজিটাল যুগে বাস করছি। ডিজ...
22/09/2024

ডিজিটাল মার্কেটিং এই নামটা কিন্তু আমরা কমবেশি প্রায় প্রত্যেকেই শুনেছেন। বর্তমানে আমরা কিন্তু ডিজিটাল যুগে বাস করছি। ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি ?
ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু প্রকারভেদ রয়েছে এর প্রকারভেদ গুলো নীচে বিস্তারিত আলোচনা করা হলো :
১. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO:
Search Engine Optimization বা SEO হল ডিজিটাল মার্কেটিং এর একটি ভাগ। আপনার ওয়েবসাইটটিকে ভালোমতো seo করলে গুগলের প্রথম সারিতে খুব সহজেই আনতে পারেন, এর ফলে আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পায়।
যেমন ধরুন আপনি আপনার কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে আর্টিকেল লিখেছেন তো আপনি ভালোমতো এসিও করে আপনার এই আর্টিকেলটি যদি গুগলের প্রথম ছাড়িতে আনতে পারেন তাহলে অনেক ভিজিটর আপনার আর্টিকেলটি পড়বে এবং আপনার প্রোডাকশন সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ এসইও এর কাজ হল আপনার আর্টিকেল কে গুগলের প্রথম পেজে আনা।
২. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (social media Marketing) :
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝাই সোশ্যাল মিডিয়া, যেমন Facebook Instagram Twitter প্রিন্টারেস্ট ইত্যাদি ব্যবহার করে আপনার পণ্যের প্রচার প্রচারণাকে বোঝায়।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে খুব সহজে কোম্পানি ও ক্রেতার সঙ্গে বেশ ভালো সংযোগ স্থাপন করতে সক্ষম করে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্যের বিজ্ঞাপন করার কে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে।
৩. ইমেইল মার্কেটিং Email Marketing) :
ইমেল মার্কেটিং এমন একটি প্রসেস যেখানে কোম্পানি তোর বিজনেস কে আরো প্রমোট করার জন্য কিছু টার্গেটেড (Targeted) অডিয়েন্সের ইমেইল collect করে এবং তাদেরকে বিভিন্ন প্রমোশনাল ইমেইল সেন্ড করে এটিই হচ্ছে ইমেইল মার্কেটিং।
৪. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) :
অ্যাফিলিয়েট মার্কেটিং কি এই নিয়ে তো আগে আমি বিস্তারিত আলোচনা করেছি । তো কোন কোম্পানির প্রোডাক্ট যদি আপনার মাধ্যমে বা আপনার লিংকের দ্বারা কেউ ক্রয় করে তাহলে প্রতি সেল প্রতি কোম্পানি আপনাকে কিছু কমিশন দিবে এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যেসব বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে সেগুলি হল
• Search Engine Optimisation
• Content Marketing
• Affiliate Marketing
• Social Media Marketing
• Email Marketing
• Google Ads
• Facebook Ads
• E-Commerce Marketing
• Web analytics And Deta Management
• Facebook & YouTube Monetization
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি
দিন দিন কিন্তু গোটা পৃথিবী ডিজিটালাইজ হচ্ছে। মানুষ কিন্তু এখন অনলাইনে কেনাকাটার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ কোন জিনিস কেনার আগে অনলাইনে ভালো করে সার্চ করে দেখে নিচ্ছে।
প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের মার্কেটিং করার জন্য অনলাইনের উপর জোর দিচ্ছে। সুতরাং বলা যেতে পারে ডিজিটাল-মার্কেটিং এর ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।
অনলাইনে ক্যারিয়ার গড়ার অন্যতম মাধ্যম হলো Digital-Marketing। Digital-Marketing এর ক্যারিয়ার বেশ উজ্জ্বল 🔥🔥

Address

Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Efta Mahmud Boishu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share