Little Baby's Video

Little Baby's Video Student

গত দুইবছরে আমি একটা জিনিস শিখছি। কোনো পুরুষকে কোনোদিন শিখাইতে হবেনা আপনাকে গুরুত্ব দিতে, টাইম দিতে কিংবা আপনার পেছনে এফো...
23/09/2025

গত দুইবছরে আমি একটা জিনিস শিখছি। কোনো পুরুষকে কোনোদিন শিখাইতে হবেনা আপনাকে গুরুত্ব দিতে, টাইম দিতে কিংবা আপনার পেছনে এফোর্ট দিতে। পুরুষ এমন একটা জাত, যে তারা যেই নারীকে পছন্দ করে তার পায়ের নিচে দুনিয়া এনে দিতেও দ্বিধাবোধ করেনা। কোনো পুরুষ যদি আপনাকে ভালোবাসে, আর কখনো জানতে পারে আপনার প্রিয় ফুল গোলাপ ; আর পৃথিবীতে যদি একটাই গোলাপ অবশিষ্ট থাকে সে চেষ্টা করবে সেই একটাই গোলাপ আপনাকে এনে দিতে। আর যে ভালোবাসেনা সে যদি জানে গোলাপ আপনার প্রিয় আর সারা দুনিয়ার আনাচে কানাচে পানির মতোন গোলাপ ছিটিয়েও থাকে সে এনে আপনার হাতে তুলে দেবেনা।

আমি এমন পুরুষ দেখছি যারা বছরের পর বছর সম্পর্ক করেও একজনের পেছনে এফোর্ট দেয়না, আবার ৬ মাসের পছন্দে একটা মেয়েকে বিয়ে করে ফেলে এবং সেই সব তার জন্য করে যা তার এক্স তাকে করার জন্য বেগ করতো। আপনি শত চাইলেও সেইসব আপনার জন্য করবেনা কারন আপনি সেই নারী না যার সাথে সে থাকতে চায়। পিপোল চেইঞ্জ ফর হুম দে ওয়ান্ট।

(তাই বলি সকল আপাকে হুদাই কাইন্দা লাভ নাই, যে যত্ন নেয়ার এমনি নিবে, যে যত্ন নেয়ার না তারে দিয়া জীবনে যত্ন নেয়াইতে পারবেন না। মানে পার্টনার আপনা থেকে গিভার না হইলে, আপনার অপ্টিমিস্টিক হয়ে লাভ নাই বাড়তি কষ্ট খালি। কোনরকম সবর করে এই জীবন পার করলে জান্নাতে চিরস্থায়ী সুখ যেখানে কেউ আপনাকে কষ্ট দিবেনা, আঘাত করবে না, মিথ্যা বলবে না।)

©️

বাবা তখনও বোঝে নি,তার এই মুখের হাসি বেশি সময় স্থায়ী হবে না! সন্তানের সাথে এই মুহূর্ত টি তার আজীবন যন্ত্রণার কারণ হবে!তার...
20/09/2025

বাবা তখনও বোঝে নি,তার এই মুখের হাসি বেশি সময় স্থায়ী হবে না!
সন্তানের সাথে এই মুহূর্ত টি তার আজীবন যন্ত্রণার কারণ হবে!
তার নিছক শখের কারণে চিরদিনের জন্য তার কলিজার টুকরাটিকে হারাতে হবে 😭!!

দীর্ঘসময় ছোট্ট শিশু সন্তান কে নিয়ে বৃষ্টিতে ভেজার কারণে রাতেই কাঁপিয়ে জ্বর আসে বাচ্চাটার।

তারপর এই জ্বরেই বাচ্চাটা চিরদিনের জন্য নিরব হয়ে যায়😭!!

মায়ের কোল থেকে মাটির কোলে বাচ্চাটির আশ্রয় হয়😭!!

বাবার সাথে প্রিয় সন্তানের এই বৃষ্টি ভেজা মুহূর্ত টি ভিডিও করেছিল তার মা।

এই বৃষ্টি ভেজা ভিডিও এখন মায়ের চোখ ভেজা, অন্তর ভেজার কারণ!

বুঝি না,ছেলে এত বড় হয়ে গেল,এখনও টিপটিপ বৃষ্টিতেও তাদের ভিজতে দিতে মন চায় না।
যদি ঠাণ্ডা লেগে যায়!

আর এই বাবা মা কিভাবে এমন মুষলধারা বৃষ্টি তে এই ছোট্ট বাচ্চাটি কে দীর্ঘসময় ভিজিয়ে ভিজিয়ে শখ পূরণ করল?

এখন কিভাবে সহ্য করবে তারা এই মুহূর্ত টি?

আল্লাহ ঐ বাবা মা কে ধৈর্য ধরার তৌফিক দান করুন!
©️

হুম বাস্তব জীবন 😊
20/09/2025

হুম বাস্তব জীবন 😊

যে মেয়ের শশুর বাড়ি তে হাসব্যান্ড একাই একান্ত ভাবে  ও শশুর শাশুড়ী ননদের অভাব পুরনো করে দেয় তার জীবনে আর কোন  শত্রুর প্রয়ো...
20/09/2025

যে মেয়ের শশুর বাড়ি তে হাসব্যান্ড একাই একান্ত ভাবে ও শশুর শাশুড়ী ননদের অভাব পুরনো করে দেয় তার জীবনে আর কোন শত্রুর প্রয়োজন হয়না😊

বাস্তব সত্য🥀
20/09/2025

বাস্তব সত্য🥀

20/09/2025

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শে'ষ করেছিলেন!ছবিতে একটি শকুন বসে আছে ক'ঙ্কা'লসার এক শিশুর...
19/09/2025

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শে'ষ করেছিলেন!
ছবিতে একটি শকুন বসে আছে ক'ঙ্কা'লসার এক শিশুর মৃ' ত্যুর অপেক্ষায়, যেন মা' রা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে লক্ষ্যবস্তুর উপর! ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার।

১৯৯৩ সালের মার্চ মাস। দুর্ভিক্ষ পীড়িত সুদান। কোথাও একফোঁটা দানা নেই। ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশুটি এক মুঠো খাবারের সন্ধানে আয়োদ শহর থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাদ্য গুদামের দিকে অগ্রসর হচ্ছিল।
এক পর্যায়ে সে তার মৃ' তপ্রা' য় নিথর দে'হটি নিয়ে উবু হয়ে মাটিতে মাথা রেখে বসে পড়ে।
ঠিক তখনই একটা শকুন এসে লোলুপ দৃষ্টি হেনে শি'শুটির মাং' স ভ'ক্ষ' ণ করার জন্য প্রতীক্ষা করতে থাকে।

এই ছবি The New York Times এ প্রকাশিত হলে বিশ্বজুড়ে তো'ল'পা'ড় সৃষ্টি হয়। ১৯৯৪ সালে সেরা ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতে নেয় ছবিটি।
কিন্তু ফটোগ্রাফার কেভিন কার্টার পুরস্কার জেতার ৪ মাসের মাথায় মাত্র ৩৩ বছর বয়সে নিজেই নিজেকে শে'ষ করে বসেন। পরে জানা যায় ছবিটি তোলার পর থেকেই তিনি মা'ন সিকভাবে ভে'ঙে পড়েছিলেন! মৃ'ত্যু'র আগে ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়রিতে লিখেছিলেন :

"হে পরম করুণাময়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনও খাবার, তা সে যত খারাপ স্বাদেরই হোক না কেন আমি সেটা নষ্ট করব না, এমনকি আমার পেটে ক্ষুধা না থাকলেও না!
আমি প্রার্থনা করি, আমরা চারপাশের পৃথিবীর প্রতি আরো সংবেদনশীল হব এবং আমরা আমাদের ভেতরের স্বার্থপরতা এবং সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না।
আমি আরো প্রার্থনা করি, তুমি ওই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবে, পথ দেখাবে আর ওকে ওর দুঃখ থেকে মুক্তি দেবে। এই ছবি যেন মানুষকে মনে করিয়ে দেয় ওই শিশুটির তুলনায় তারা কতটা ভাগ্যবান, কারণ তোমার করুণা ছাড়া কারো ভাগ্যে একটি দানাও জোটে না। বিদায়!"
©️

বাঙালি শুধু যদি বেহুদা সবখানে মুখ না খুলতো তাহলে মানুষ অনেক ভালো থাকতো। কেনো বলছি? ১ম ঘটনা:আজ সকালে এক মা মেসেঞ্জার নক ক...
17/09/2025

বাঙালি শুধু যদি বেহুদা সবখানে মুখ না খুলতো তাহলে মানুষ অনেক ভালো থাকতো। কেনো বলছি?

১ম ঘটনা:

আজ সকালে এক মা মেসেঞ্জার নক করে তার বাচ্চার ছবি দিয়ে জিজ্ঞেস করলো,

" ম্যাম আসসালামু আলাইকুম, আমার বাচ্চার বয়স "....." বছর চলছে। আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং খেলাধুলাও করে, সব কথা বলতে শিখেছে। ওর হাইট "...." ইঞ্চি। ম্যাম, সবাই ওকে খাটো বলে, আমার ইদানীং খুব খারাপ লাগে..
উচ্চতাটা কি ঠিক আছে? "

কাজের ফাঁকে রিপ্লাই দিলাম, ওর বয়সে যে স্বাভাবিক রেঞ্জ আছে, ও তার মধ্যেই পড়ে।

উত্তরে উনি জানালেন,

"আপনার টেক্সটটা দেখে আমার চোখে পানি এসে গেছে🙂
এতটুকু একটা বাচ্চাকে মানুষ কিভাবে এমন করে বলে ম্যাম?
আমার ছেলের জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন আমার বাচ্চাকে উচ্চতায় না, সম্মানে বড় করেন। "

২য় ঘটনা :

বহির্বিভাগ থেকে রোগী পাঠানো হয়েছে, বাচ্চার বয়স ৬ মাস, ওজন মাত্র ৪.৫ কেজি। জন্মের সময় ৩ কেজি ছিল। ৩ মাস পর্যন্ত ভালোই ছিল, এরপর থেকে বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে মনে করে আশেপাশের মানুষ মাকে ফর্মুলা, গরুর দুধ, ছাগলের দুধও খাওয়াতে বলে, তাতেও স্বাস্থ্য ভালো না হওয়ায় মানুষের পরামর্শে মা ফর্মুলার সাথে সুজি মেশানো শুরু করে। ৬ মাস বয়সে এসে বাচ্চার এখন হাড় জিরজিরে অবস্থা, অপুষ্টিতে ভুগছে (ছবিতে দেখা যাচ্ছে)।

আশেপাশের অতি উৎসাহী মানুষের পরামর্শ ও অতিরিক্ত নাক গলানো স্বভাবে এখন বাচ্চার জীবন নিয়ে টানাটানি।

©️

শুধু কি মেয়েটা দায়ী নাকি এ দেশের সমাজও?পুলিশ তাকে জিজ্ঞেস করল কেন শে/ষ করলেন নিজের সন্তানকে ? মা বললো "ছেলে হওয়ার পর ঠিক...
16/09/2025

শুধু কি মেয়েটা দায়ী নাকি এ দেশের সমাজও?
পুলিশ তাকে জিজ্ঞেস করল কেন শে/ষ করলেন নিজের সন্তানকে ? মা বললো "ছেলে হওয়ার পর ঠিক টাইমে রান্না করতে পারেনা কাজ করতে পারেনা।এগুলো নিয়ে পরিবারের সবাই তাকে বকতো এবং মা/র/ধরও করতো।
মায়েরা নিজের যত্ন নেয়া ভুলে যায়। রাতের পর রাত না ঘুমিয়ে পার করে দেয় বাচ্চার জন্য। বাচ্চা হওয়ার পর পরিবারের দায়িত্ব বাড়তি কেয়ার করা মায়ের প্রতি৷
কিন্তুু এ দেশে উল্টো মা কেই সব দিক দিয়ে অযত্ন ও প্রেসার দেয়া হয়। বাচ্চা হওয়ার পর পরিবারের দায়িত্ব মায়ের প্রতি বাড়তি কেয়ার নেয়া।

আসিস লাংগের জন্য পদ্ম তুলতে 😾😄আমিও তৈরি আছি🐍
13/09/2025

আসিস লাংগের জন্য পদ্ম তুলতে 😾😄
আমিও তৈরি আছি🐍

কি মহাবি*পদ থেকে গতকাল বেঁচে গেছিলামগতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে।যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে ...
01/09/2025

কি মহাবি*পদ থেকে গতকাল বেঁচে গেছিলাম

গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে।যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না।গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম।মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে।আমি বললাম আমরা তো রুম ছাড়বো না।বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে।সেইম সিস্টেমের নাকি।আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম।বলে সমস্যা নাই দেখলেই হবে।তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা*ন্দায় ফেলে দেয়।একের পর এক প্রশ্ন করছে।আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না।তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই।বললাম যান।গিয়ে দেখে বাবা ভিতরে।বাবাকে দেখে থতমত খেয়ে যায়।বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।
একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা।তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাই নি
আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল,গহনা,টাকা নিয়ে গে*ছে

আব্বুর ব্যবসার টাকা,গহনা(শেষ সম্বল)কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।
Copy

কে বানাইলি এটা😆
30/08/2025

কে বানাইলি এটা😆

Address

Khulna
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Little Baby's Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share