Daily Bhorer Bulletin

Daily Bhorer Bulletin ভোরের বুলেটিন এখন অনলাইনে আপনার হাতে

14/09/2025

ফিলিপাইনে নিজেকে রিপ্রেজেন্ট করব বললেন সিনথিয়া।

23/08/2025

নিউ আজমির হোটেল এন্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধন করলেন ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক আহবায়ক ঢাকা ১২ আসনের মা মাটি ও গণ মানুষের নেতা জনাব সাইফুল আলম নিরব।

22/07/2025

আজ সচিবালয়ের গেট ভেঙে শিক্ষার্থীদের ঢোকার এবং লাঠিচার্জে বের করে দেওয়ার দৃশ্য।

21/04/2025
21/04/2025

নতুন লুকে শাকিব খান বরবাদ সিনেমা দেখতে।

সারাদেশে এবার ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের............................................................এবার...
16/04/2025

সারাদেশে এবার ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের............................................................

এবার সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের, ছবি: ভিডিও থেকে নেয়া

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা যোগ হলো। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে এক সমাবেশে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

এ সময় তিনি জানান, আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তবে আন্দোলন থেমে নেই। এবার সারাদেশব্যাপী রেল যোগাযোগ ব্যবস্থা অবরোধের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচী সফল করার আহ্বান জানান।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ছয় দফা দাবিতে তারা সড়ক অবরোধ করেন। ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।

সাংবাদিকদের ইসি আনোয়ারুল, নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে......................................................................
16/04/2025

সাংবাদিকদের ইসি আনোয়ারুল, নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে...............................................................................

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবির মধ্যে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, তফশিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছে, তারা আরও ইম্প্রুভ করবে। আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ ঘরে ঘরে গিয়ে সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমরা সন্তুষ্ট।

আনোয়ারুল আরও বলেন, আমাদের টার্গেট ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধিত হবে। দেখা যাচ্ছে, ৪৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছে। নতুন হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার। মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। আমরা আশা করি জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাবো।

ক্যান্সারে আক্রান্ত নায়ক জাভেদকে নেওয়া হলো হাসপাতালে.......................................................................
16/04/2025

ক্যান্সারে আক্রান্ত নায়ক জাভেদকে নেওয়া হলো হাসপাতালে..............................................................................

বাংলা সিনেমার সোনালী দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থা ভালো না। বুধবার দুপুরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনিবার্হী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘একদিকে তিনি ক্যান্সারের রোগী অন্যদিক হার্টের সমস্যা। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।’

নায়ক জাভেদের স্ত্রী ডলি চৌধুরীর বরাত দিয়ে সনি রহমান বলেন, ‘নায়ক জাভেদ বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।’

উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক তার। ছবিটি ১৯৬৪ সালে মুক্তি পায়। তবে চাহিদা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

নায়ক জাভেদের আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

উপদেষ্টারা যে যাই বলুক, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত: আসিফ নজরুল.........................................................
16/04/2025

উপদেষ্টারা যে যাই বলুক, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত: আসিফ নজরুল...................................................................

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে। এ বিষয়ে বলতে চাই উপদেষ্টারা যে যা-ই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিএনপি মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে।

মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর তারা পেয়েছেন। আমার কাছে তা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে।

নির্বাচনের সময় সম্পর্কে বলেন, ‘ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে- মে বা জুন মাসে করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো। অকারণে আমরা এক মাস দুই মাস থাকবো বিষয়টা সেটা না। ক্ষমতায় থাকার জন্য দেরি করা হবে না।

জনগণের একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। আমরা যদি কোন বিচার না করি তাহলে মানুষ কেন, নিজেদের কাছে জবাব দেবো কীভাবে, বলেন আসিফ নজরুল।

তিনি জানান, ইলেকশন, সংস্কার বিচার আরো কিছু পদক্ষেপের ওপর নির্ভর করে ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। আমরা ক্যাটাগরিকেলি বলেছি এটা কোন অবস্থাতেই জুনের পরে যাওয়া হবে না। এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। অযথা কালক্ষেপণের কোন সম্ভাবনা নেই। যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই।

সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক।

এরপর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে না। ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার শুরু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। বিচার শুরুর জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এর আগে, বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোন ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নয়। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, বলেন তিনি।

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি.........................................বৃষ্টি হতে পারে এমন পুর্বাভাস ছিল আবহাওয়া বার্তার...
16/04/2025

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি.........................................

বৃষ্টি হতে পারে এমন পুর্বাভাস ছিল আবহাওয়া বার্তার, বৃষ্টি হয়েছেও। কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ বুধবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ রাজধানীতে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। দেশের বিভিন্ন জায়গা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবেই হচ্ছে বৃষ্টি। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরও বলছে, আগামী শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কয়েক জায়গায় শীলা বৃষ্টির সম্ভাবনাও আছে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

Address

Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bhorer Bulletin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bhorer Bulletin:

Share

ভোরের খবর

ভোরের খবর- আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা পুরো বাংলাদেশ সহ সমগ্র বিশ্বকে জানান। ভোরের খবর এখন অনলাইনে, কিন্তু খুব তাড়াতাড়ি আসছি প্রিন্ট এডিশনে,আপনিও আমাদের সাথেই থাকুন।