
07/09/2025
এক লোক তার বউকে SMS করছিলো!!
কিন্তু ভুল বশত সেই মেসেজটি চলে গেলো এক বিধবা মহিলার কাছে।
সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন!!
যাই হোক,
মহিলা মেসেজটি খুললেন পড়লেন এবং সাথে সাথে অজ্ঞান
হয়ে মাটিতে পড়ে গেলেন!!
কি লেখা ছিলো সেই মেসেজে?? 🤔🤔
মেসেজে লেখা ছিলোঃ
আমার প্রিয় বউ!!
আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি!! আমি জানি তুমি আমার কাছে থেকে মেসেজ আশা করো নি!!
এখানেও আজকাল মোবাইল ফোন এসে পড়েছে!!
আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে!!
সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম!!
তুমি জেনে আরো খুশি হবে যে, তারা সবাই এখানে তোমার,,
জন্য অপেক্ষা করছে!!
আশা করা যায় কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে!!
আশা করি তোমার যাত্রাও হবে আমার মতো সুখের!!
তোমার অপেক্ষায় রইলাম!!
ইতি,
তোমার প্রিয় স্বামী। 🤣🤣🤣🤣🤣😂😂
゚ ゚viralシ ゚viral ゚viralシypシ゚viralシhtag ゚ #ছোটগলপ #ছামিয়ান_ছাকিব_তালুকদার #লেখক_তরিকুল_ইসলাম_তিশান #অপ্রকাশিত_চিঠি #অনুগল্প_বলো_কি_চাও #বাংলা_ফানি_গল্প