মনিশা

মনিশা জীবন বড়ই বিচিত্র
সন্ধ্যা কাটে না’হ
অথচ বছর কেটে যাচ্ছে
(অপ্রকাশিত চিঠি)
আমিই সেই অপ্রকাশিত চিঠি।
(17)

06/11/2025

আচ্ছা মানুষ এতো এতো স্মৃতি কিভাবে ভুলে যায়,তাদের কি একটুও বুক কাঁপে না,,,,!!এই মানুষগুলো কিভাবে ঘুমায়,,মানুষ তো তার স্মৃতির কাছে অসহায় তাহলে মানুষ কিভাবে এতো এতো স্মৃতি কিভাবে ভুলে যায়,,,!!অভিনয় করলেই কি তাও কিচ্ছু মনে থাকে না,,একটুও কি অনুশোচনা হয় না তাদের,,,!! 😢💔

04/11/2025

তুমি আমারে একটু মায়া করবা? সামান্য করলেই হইব। মায়া কইরা আমার লগে দু'খানা কথা কইলা। আমারে জিগাইলা; আমি কেমন আছি, খেয়েছি কি না, রাতে ঘুমাতে পারি কি না, অসুখ-বিসুখে আমি ওষুধ খাই কি না।
আমার তেমন অসুখ নেই। যা আছে তা তোমারে ঘিরাই। যেমন ধরো, তোমার লগে কথা বলার অসুখ। তোমারে দেখার অসুখ। তোমারে পাশে পাওয়ার অসুখ। দুঃখ পাইলে আমি সইতে পারি। কিন্তু তোমার অসুখ হইলে আমি সইতে পারি না।
তোমারে মন ভইরা দেখার অসুখের চেয়ে, ভয়ংকর কোনো অসুখ নাই! মানুষ একবেলা না খাইলেও বাঁচে। একটা শখের জামা না কিনলেও দিন চইলা যায়। কিন্তু যখন তোমারে দেখার অসুখ হয়, তখন আমার দিন কাটে না। তুমি পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও আমি আইসা তোমারে দেইখা যাইতাম। কিন্তু তুমি কাছে থাইকাও তোমার লগে আমার দেখা হয় না!
আমারে একটু মায়া করবা? ভালো না বাসলেও চলবো; শুধু জিগাইলা, আমি কেমন আছি? আমার মন ভালো?

তুমি যার সংসারে আছো তার সঙ্গে তোমার ভাব হোক সে যেনো তোমারে বুঝতে পারে তোমার ছোট ছোট ভুলগুলো শুধরে দেয় তোমাকে আগলে নেয় ভী...
04/11/2025

তুমি যার সংসারে আছো তার সঙ্গে তোমার ভাব হোক সে যেনো তোমারে বুঝতে পারে তোমার ছোট ছোট ভুলগুলো শুধরে দেয় তোমাকে আগলে নেয় ভীষণ যত্নে তোমাকে ভালোবাসুক।😊❤️‍🩹

তোমাকে যদি সে ভালোবাসে তুমি তাকে আগলে নিও তাকে শিখিয়ে দিও কিভাবে যত্ন নিতে হয় কীভাবে খেয়াল রাখতে হয় - তাকে বুঝতে দিও তুমি তাকে ভালোবাসো। 😊❤️‍

তাকে কখনো ছেড়ে যেও না তোমারে ভালোবেসে যে দুঃখ আমি পাইছি, আমি চাই না সে দুঃখ আর কেউ পাক।
তোমারে না পাইয়া আমি যতটা ছারখার হইছি;ততটা আর কেউ না হোক।😊💔

তুমি যে সংসারে আছো সে সংসার ফুলের মত সুন্দর হোক।💗

সুখে ও আনন্দে ভরে উঠুক নরম আলোয় আলোকিত হোক 🤍

বসঃ যেদিন আমি আপনাকে চাকরি থেকে বরখাস্তকরেছি, সেদিন থেকে আপনি প্রতিদিন আমার বাড়ির সামনে হেগে যাবেন কারন কি?? 😡😡এটা কোথাক...
30/10/2025

বসঃ যেদিন আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত
করেছি, সেদিন থেকে আপনি প্রতিদিন
আমার বাড়ির সামনে হেগে যাবেন কারন কি?? 😡😡
এটা কোথাকার ভদ্রতা, মশাই?? 😡😡
আপনাকে পুলিশে দেয়া উচিত. . .। 😡😡

কর্মচারীঃ স্যার, আপনি ভুল ভাবছেন। চাকরি থেকে বরখাস্ত করেছেন বলে করিনি। ওটা করার কারন হলো
আমি শুধু আপনাকে এতোটুকু বুঝাতে চাই যে, আপনি
বরখাস্ত করেছেন বলে আমি না খেয়ে মরে যাইনি!!! 😂😁🤣

゚ ゚viralシ #অপ্রকাশিত_চিঠি

30/10/2025

আমাকে কারা পছন্দ করেন না বলেন। আপনাদের জন্য বিকাশে কিছু টাকা পাঠাবো, তাও অন্তত একটু পছন্দ কইরেন!

30/10/2025

যারেই হৃদয়ের ক্ষ'ত দেখাই,
সেই কায়দা করে লবণ লাগায়ে দেয়!💔😅

হিন্দি গানে কিছু রোগের বর্ণনা 😆😆জিয়া জলে জান জলে রাত ভর ধুয়া চলে: জ্বরতড়প তড়প কে ইস দিলো সে আহ্ নিকালতি রহি: হার্ট এ্যাট...
29/10/2025

হিন্দি গানে কিছু রোগের বর্ণনা 😆😆

জিয়া জলে জান জলে রাত ভর ধুয়া চলে: জ্বর

তড়প তড়প কে ইস দিলো সে আহ্ নিকালতি রহি: হার্ট এ্যাটাক

বিড়ি জ্বলাইলে জিগরসে পিয়া, জিগরমা বড়ী আগ হ্যায়: গ্যাস্ট্রিক

তুঝে ইয়াদ না মেরি আয়ি কিসিসে আব কেয়া কহনা: স্মৃতিশক্তি লোপ

মন ডোলে মেরা তন ডোলে: মাথা ঘোরানো

টিপ টিপ বরষা পনি পানি মে আগ লগাই: ইউরিন ইনফেকশন

ধক ধক দিল মেরা করনে লাগা: উচ্চ রক্তচাপ

মুঝে নিন্দ না আয়ে মুঝে চেন না আয়ে: অনিদ্রা

বাতানা ভি নহি আতা ছুপানা ভি নহি আতা: পাইলস।

©
゚viralシypシ゚viralシhtag

With Ridoy Khan Ridoy – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
29/10/2025

With Ridoy Khan Ridoy – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

With Mohin Uddin Chowdhury Tarak – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! ...
29/10/2025

With Mohin Uddin Chowdhury Tarak – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

প্রশ্ন - *মোটা* কাদের বলে? উত্তর - মাটিতে পয়সা পড়ে গেলে যারা কুড়িয়ে নিতে পারে না তাদের মোটা বলে।এক ভদ্রলোক খুব মোটা ছিলে...
29/10/2025

প্রশ্ন - *মোটা* কাদের বলে?
উত্তর - মাটিতে পয়সা পড়ে গেলে যারা কুড়িয়ে নিতে পারে না তাদের মোটা বলে।

এক ভদ্রলোক খুব মোটা ছিলেন। সবাই তাকে কুমড়ো পটাশ বলে ক্ষ্যাপাত। একদিন লোকটি স্থির করলেন যে তিনি আ*ত্ম*হ*ত্যা করবেন। শহীদ মিনারের উপরে উঠে ঝাঁপও দিলেন, যদিও তার মৃ*ত্যু হলো না।
হাসপাতালে শুয়ে তিনি কাতর গলায় নার্স কে জিজ্ঞেস করলেন,“আমি মরিনি?”
নার্স উত্তর দিলো,“আজ্ঞে না, তবে ওই চারজন মারা গিয়েছে।”
লোকটি বললো,“কোন চারজন?”
নার্স বললো,“যাদের ঘাড়ে আপনি পড়েছিলেন।”

**😁**

প্রশ্ন - *রোগা* কাদের বলে?

উত্তর - এক পিস কাপড় কিনে যারা অনেক জামা বানাতে পারে তাদের রোগা বলে।

এক ভদ্রলোকের বাড়িতে এক রোগা চোর চুরি করতে ঢুকেছিলো। ভদ্রলোকের ঘুম ছিলো খুব পাতলা। চুরির ঠুকঠাক শব্দে রাতে ঘুম ভেঙে যায় তার। তিনি চোরকে ধরে মেরে অজ্ঞান করে দিলেন, এরপর তিনি তাঁর ছেলেকে ঘুম থেকে তুলে বললেন,“পাশের ঘরে একটা চোর অজ্ঞান হয়ে পড়ে আছে, তার পাশেই একটা দড়ি দেখে এলাম। যা চোরকে দড়ি দিয়ে বেঁধে ফেল গিয়ে।”
পাশের ঘর থেকে ঘুরে এসে ছেলে বাবাকে বললো,“বাবা বুঝতে পারলাম না কোনটা দড়ি!”

**😁**

প্রশ্ন- *বেঁটে* কাদের বলে?

উত্তর- যারা ফুটপাতেও পা ঝুলিয়ে বসতে পারে, তাদের বেঁটে বলে। বেঁটেদের আঁকশি দিয়ে বেগুন পাড়তে হয়।

এক ভদ্রলোক খুব বেঁটে ছিলেন। ভদ্রলোকের বাড়িতে একদিন ওনার স্ত্রীর এক বান্ধবী বেড়াতে আসেন, মহিলাটি তাদের বাড়ির দরজার নীচের দিকে একটা গর্ত দেখে অবাক হয়ে ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞেস করেন- “ওটা কি, ইঁদুর চলাচল করার গর্ত?”
ভদ্রলোকের স্ত্রী স্মার্টলি জবাব দেন- “না ওটা আইহোল। আমার স্বামীর ব্যবহারের জন্য।”

**😁**

প্রশ্ন- *লম্বা* কাদের বলে?

উত্তর- যারা মই ছাড়া দোতলার জানলা দিয়ে উঁকি মারতে পারে তাদের লম্বা বলে।

একদিন অমিতাভ বচ্চন সবজি বাজারে সবজি কিনতে যান। লেবুর দোকানে গিয়ে তিনি দোকানদারকে জিজ্ঞাসা করেন- “পাতিলেবু কত করে?”
দোকানদার উত্তর দেন- “আজ্ঞে, এগুলো পাতিলেবু নয়, বাতাবি লেবু। আপনি উঁচু থেকে দেখছেন বলে আপনার পাতিলেবু মনে হচ্ছে।”

😂😂😂
゚viralシypシ゚viralシhtag

তিন কবুল বইলা একটা বউ পাইছি।আমি একটু দোষ করলেই সে কল দিয়ে আমার আম্মার কাছে আমার নামে বিচার দিবে। আর আমিও আমার শাশুড়ির কা...
28/10/2025

তিন কবুল বইলা একটা বউ পাইছি।
আমি একটু দোষ করলেই সে কল দিয়ে আমার আম্মার কাছে আমার নামে বিচার দিবে। আর আমিও আমার শাশুড়ির কাছে তার নামে বিচার দিই।
আমার আম্মার কাছে সে বিচার দিলে আম্মা তাকে বলে,“এটার মাথায় একটু সমস্যা মেয়ে মানিয়ে নাও।”
আর আমি শাশুড়ির কাছে বিচার দিলে শাশুড়ি বলবে,“এগুলো গুষ্ঠির রীতি।”
এটা বলেই আমাকে চুপ করিয়ে দেয়।
আজকে আমাদের ঝগড়ার টপিক ছিলো জেলা নিয়ে, কুমিল্লা আর সিলেট।
সে বলতেছে,“তোমার কারণে আমি কুমিল্লা বিয়ে করছি, নাহলে কি করতাম?”
আমি বলতেছি,“জীবনে আমি সিলেট বিয়ে করতাম? দেশে কি আর জেলা নাই?”
এক কথা থেকে দুই কথা, এভাবে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হলো।
আমি তার সাথে যুক্তিতে না পেরে তার হাতে কামড় বসিয়ে দিছি।
সে তাল সামলাতে না পেরে বালিশ দিয়ে আমার মাথার মধ্যে বা/রি মা/রছে।
এরপর দুজন মোবাইল হাতে নিলাম।
আমি কল দিলাম আমার শাশুড়িকে আর আমার বউ কল দিলো তার শাশুড়িকে।
সে বলতেছে,“আম্মা, আপনার ছেলে বিয়ের পর থেকে আমাকে টর্চার করে, এটার বিচার আপনি করেন।”
আমি শাশুড়ি কে বললাম,“আপনার মেয়ে সব সময় আমাকে খোটা দেয়, আপনি এটার বিচার করেন।”
এরপর বিচারের জন্য আমরা গ্রুপ কল দিলাম। দুই মা আর আমরা দুজন কলে।
শাশুড়ি মা আর আমার মা দুজনে আমাদের দোষ নিয়ে আলোচনা করতেছে। আলোচনা করতে করতে আমার মা আমার বিপক্ষে গেলো, শাশুড়ি মা ওনার মেয়ের বিপক্ষে গেলো।
কলে থেকেই দুজন আমাদেরকে বকাঝকা করতেছে, সাথে হাজার টা কথা শুনাচ্ছে।
৩৫ মিনিট ধরে মায়েরা আমাদেরকে বকতেছে।
বকা শুনতে শুনতে বোরিং হয়ে এখন আমি চা বানিয়ে নিয়ে আসলাম।
এদিকে আমরা দুজনে বসে চা খাচ্ছি,
অন্য দিকে আমরা দুজন দুই মা’য়ের বকা উপভোগ করতেছি। 🙂

©
゚viralシypシ゚viralシhtag

বাবা-মা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলো।জ্ঞান হবার পর, বাবা-মাকে একে অপরের সাথে কোনদিন কথা বলতে শুনিনি।একই বাসায় একই রুমে থ...
28/10/2025

বাবা-মা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলো।

জ্ঞান হবার পর, বাবা-মাকে একে অপরের সাথে কোনদিন কথা বলতে শুনিনি।

একই বাসায় একই রুমে থাকে। বাবা-মা কথা বলে শুধু হাতের ইশারায়।

আমি বাবাকে প্রায়ই প্রশ্ন করতাম,“বাবা তুমি মায়ের সাথে কথা বলো না কেন??”
বাবা আমার প্রশ্নের উত্তর কখনই দিতেন না।

শুধু বলতেন, একদিন। একদিন সবই বুঝবা।
সেই একদিন আমার জীবনে এখনো আসে নি।

মাকেও একই প্রশ্ন করতাম। বাবার মতো মাও এড়িয়ে যেতো আমার প্রশ্নের।

আমার বয়স দিন দিন বাড়ছে কিন্তু বাবা মায়ের সেদিকে কোন লক্ষ নেই। বাবাকে বললাম,“বিয়ে করতে চাই।”
বাবা কিছু বললো না।

মায়ের কাছে গিয়ে বললাম,“মা আমি বিয়ে করতে চাই।” মাও কিছু বললো না।

মন খারাপ করে শুয়ে আছি। কিছুক্ষন পর বাবা রুমে এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললো,“একটা গল্প শুনবি?”

আমি বললাম,“কিসের গল্প?”

বাবা বললো,“তোর মায়ের সাথে কথা না বলার গল্প।”

আমি লাফ দিয়ে উঠে বসে বসলাম। আগ্রহ নিয়ে বাবাকে গল্প শুরু করতে বললাম।

বাবা গল্প শুরু করলো........

“আমাদের বিয়ের কয়েক মাস পর দুপুরে শুয়ে শুয়ে ইমরান হাশমির আর ঐশ্বরিয়া রায়ের মুভি দেখতেছিলাম। খুবই রোমান্টিক মুভি।
হঠাৎ তোর মা এসে বললো,“মুভি দেখেও তো কিছু শিখতে পারো, কিভাবে বউকে ভালোবাসতে হয়??”

আমার মুডটা খারাপ হয়ে গেলো। মুভি দেখায় বাধা পড়লে আমার মুড খারাপ হয়। বিয়ের পর থেকে শান্তি মতো একটা মুভিও দেখতে পারছিলাম না তোর মায়ের যন্ত্রনায়।

তোর মা আবারও বললো,“ইমরান হাশমিরকে দেখো! কি রোমান্টি পোলা, বউকে কত কেয়ার করে, কত যত্ন করে, কত ভালোবাসে।”

আমি কোন কথা বললাম না। মনযোগ দিয়ে চুপচাপ মুভি দেখায় মন দিলাম। মুভিটা বেশ ভালো লাগতেছে। ইমরান হাশমিরের রোমান্টিক মুভি আমার সবসময়ই ভালো লাগে।

তোর মা আবারও বলে উঠলো,“বউকে কীভাবে ভালোবাসতে হয়, এবার বুঝতে পারছো?”

নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মেজাজটা খারাপ হয়ে গেলো। রেগে গিয়ে বললাম,“ইমরান হাশমিরের এইটুক ভালোবাসা আর কেয়ারের জন্য কত পারিশ্রমিক পাইছে তা কি তুমি জানো?”

তোর মা এবার তেলে বেগুলে জ্বলে উঠলো। মুখে যা আসছে তাই বলছে। মুহুর্তেই কঠিন ঝগড়ার পরিনত হলো। আমি তোর মাকে থামাতে পারছি না।

বাধ্য হয়ে এক পর্যায়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাসা থেকে একটু দুরে একটা পার্কে বসে আছি। কিছুক্ষন পর পাশের বাসার এক লোক ফোন করে বললো, তোর মা নাকি বি*ষ খাইছে।

আমি দ্রুত বাসায় গেলাম। তোর মা অজ্ঞান হয়ে আছে। তোর মাকে হাসপাতালে নিয়ে গেলাম। জরুরি বিভাগে ভর্তি করা হলো। কিছুক্ষন পর ডাক্তার এসে বললো, আর বিপদের কিছু নাই। পেটের সব বি*ষ বের করা হয়েছে। চাইলে এখনই দেখা করতে পারবো।

আমি ভেতরে যাওয়ার সাথে সাথে তোর মা আবার ঝগড়া করা শুরু করে দিলো,“আমার মরা মুখ দেখার খুব শখ! তাই হাসপাতালের সামনেই দাঁড়িয়ে রইছিলা! ফোন পাওয়া মাত্র দৌড়ে আসছো লা*শ দেখতে!!”

কোন রকমে তোর মাকে শান্ত করে বললাম,“তুমি শুধু আমাকে কেয়ার করতে শিখাও। কতবার বলছি, কিছু কেনার আগে ভালোভাবে দেখে কিনবে। ভেজাল জিনিসের ওপর বিশ্বাস রাখা ঠিক না। এহন বিষও গেলো, বি*ষ কেনার টাকাগুলাও জলে গেলো।

তোর মা হাসপাতালের মধ্যেই ঝগড়া করতে শুরু করলো। আমাদের ঝগড়া দেখে পাশের রুম থেকে ডাক্তার দৌড়ে আসে।

ডাক্তার আমাদের মাঝে এসে ঝগড়া থামাতে চেষ্টা করলো। কিন্তু তোর মা ঝগড়া করবেই। ডাক্তার বললো, “আপনারা একে অন্যের কাছে সরি বলেন।”

তোর মা কিছুতেই সরি বলবে না। তাই আমিও সরি বললাম না।

ডাক্তার আমাদের দুজনকে শান্ত করার জন্য বললো,
“এখন যে আগে কথা বলবে, সেই প্রথমে সরি বলবে। বাসায় গিয়েও দুজনের মধ্যে যে আগে কথা বলা শুরু করবে, সে প্রথমে সরি বলবেন তারপর কথা বলবেন।”

এই কথা শুনে তোর মা চুপ হয়ে গেলো। আমিও কোন কথা বললাম না। সেই থেকে তোর মায়ের সাথে আমার কথা বলা বন্ধ। তোর মায়েও স্যরি বলবে না, আমিও না। আমরা কেউ আগে সরি বলতে চাই না।”

বাবা হতাশার নিশ্বাস ছেড়ে বললো,“এ থেকে কি বুঝলি?”

আমিও হতাশার নিশ্বাস ছেড়ে বললাম,“বাবা আমি জীবনে বিয়া করুম না।”

©
゚viralシypシ゚viralシhtag

Address

Tejgaon Farm

Alerts

Be the first to know and let us send you an email when মনিশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনিশা:

Share