Hadis Daily - হাদিস প্রতিদিন

Hadis Daily - হাদিস প্রতিদিন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।
(সূরা আদ দুহা: ৫)

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু"রি  দিয়ে একটানা ১৩টি কো"প মা'র'লো শরীরের বিভিন্ন অংশে, তার বাব...
23/04/2025

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু"রি দিয়ে একটানা ১৩টি কো"প মা'র'লো শরীরের বিভিন্ন অংশে, তার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

এমতাবস্থায় তার বাবা পুলিশকে অনুরোধ করলো, "স্যার আমার মেয়েরে থানায় নিয়েন না দয়া করে, অন্ধকার ঘরে সে ভয় পাবে, বাচ্চা মানুষ ভুল করেছে। তার সামনে ভাসির্টির এডমিশন পরীক্ষা। তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে, চাকরি পাবেনা আর। আমার মেয়ে টারে ছেড়ে দিয়েন, আর তাকে বইলেন, যদি আমি বেঁচে থাকি, তবে এই মাসের বেতনটা পেলেই আমি তারে নতুন ল্যাপটপ কিনে দিবো। আর যদি মা'রা যাই, আমার আলমারিতে আমার জমানো ৪০ হাজার টাকা আছে, সেটা তার হাতে দিয়ে বইলেন, তার পছন্দের ল্যাপটপ কিনে নিতে।"

এটাই হলো বাবা.. আজ বাবার মুল্য এখন বুঝলেও চোখের পানিটাই শুধু ঝরে,,, কিন্তু করার কিছু নাই, হে দয়াময় আল্লাহ সকল বাবাকে তোমার প্রিয় করে নাও। আমিন॥

ট্রেনের নিচে শুয়ে পড়া সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে সোশাল মিডিয়ায় কত কিছুই না বলা হলো—কে যেন বললো স্ত্রী মারা গেছে, সন্তান না...
19/04/2025

ট্রেনের নিচে শুয়ে পড়া সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে সোশাল মিডিয়ায় কত কিছুই না বলা হলো—কে যেন বললো স্ত্রী মারা গেছে, সন্তান নাই, নিঃসঙ্গ জীবন। কিন্তু এখন জানা গেল, সেসব অনেকটাই ভুল।

রুহুল আমিনের স্ত্রী জীবিত, মেয়ের বিয়ে হয়েছে, একমাত্র ছেলে ঢাকায় অল্প বেতনে চাকরি করে।
তিনি বেঁচে ছিলেন ঋণের চাপে—পেঁয়াজ চাষের জন্য এনজিও থেকে নিয়েছিলেন মোট ১.৯৪ লাখ টাকা ঋণ, এখনো বাকি ৯৯ হাজারের মতো। প্রতি সপ্তাহে দিতে হতো ৪,৪৫০ টাকা করে কিস্তি।

জমিও ছিল না নিজের—বর্গা জমিতে ১ বিঘা ৫ কাঠা চাষ করেছিলেন, যেখানে পেঁয়াজের দাম পড়েছে এতটাই কম যে উৎপাদন খরচই ওঠেনি। বাধ্য হয়ে সুদে আরও টাকা নিয়েছিলেন মহাজনের কাছ থেকে।

এখানেই গল্প শেষ। আর ফেরার পথ ছিল না।

আমরা শহরে বসে বিষণ্ণতা নিয়ে কবিতা লিখি, পোস্ট দিই, কিন্তু গ্রাম বাংলার কৃষকের বেঁচে থাকার লড়াই অনেক বেশি নীরব, কষ্টের এবং নির্মম।

ফসলের দাম কমে গেলে আমরা খুশি হই—"সস্তায় পেয়াজ কিনতে পারছি!" কিন্তু সেই সস্তা পেঁয়াজ হয়তো একজন কৃষকের শেষ নিঃশ্বাস হয়ে দাঁড়ায়।

রাষ্ট্রের সব কিছুতে বাজেট বাড়ে, ভর্তুকি বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে— কিন্তু কৃষকের কি সুবিধা বেড়েছে! কৃষক কি ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আজিমপুরের একটা কবরে নাম লেখা নেই। শুধু ‘আম্মা’ লেখা। আসলে নাম দিয়ে কী হয়—মানুষটার কয়েকজন সন্তান আছে। সন্তানরা তাদের মাকে...
16/04/2025

আজিমপুরের একটা কবরে নাম লেখা নেই। শুধু ‘আম্মা’ লেখা। আসলে নাম দিয়ে কী হয়—মানুষটার কয়েকজন সন্তান আছে। সন্তানরা তাদের মাকে হারিয়েছেন, তারা মাকে এখানে একা রেখে গেলেন। যেয়ারতকারীদের দু’আ করতে বললেন তাদের ‘আম্মার’ জন্য। কী অসম্ভব জীবন্ত-বেদনাময়-সুন্দর এক এক্সপ্রেশন।

— ইফতেখার জামিল

১. ইউ টিউবের বি কল্প Mahfil২. ফেস বুকের বিক ল্প Hikmah৩. Google Crome ব্রাউজারের বি কল্প Kahf Browser8. Youtube Kids এর ...
16/04/2025

১. ইউ টিউবের বি কল্প Mahfil
২. ফেস বুকের বিক ল্প Hikmah
৩. Google Crome ব্রাউজারের বি কল্প Kahf Browser
8. Youtube Kids এর বিকল্প Kahf Kids
এবং অনলাইনে যাবতীয় হা রাম কন্টেন্ট থেকে
মুক্ত থাকতে ব্যবহার করুন- Kahf Guard
প্ল্যাটফর্ম গুলো নতুন তৈরি হয়েছে তাই এগুলোকে অনেক পুরনো প্লাটফর্মের সাথে তুলনা করা উচিত নয়।
তারা যথেষ্ট শ্রম ও মেধা দিয়ে কাজ করছে।

আহারে... পুরুষের জীবন... 💔ঘটনা রাজশাহীতে, ওই বৃদ্ধের  স্ত্রী ৮ মাস  আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন  বাবা...
16/04/2025

আহারে... পুরুষের জীবন... 💔
ঘটনা রাজশাহীতে, ওই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া। এমনও রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। মৃত্যুর দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল। কিছু খাননি। দুপুরে আত্মহত্যা করে।

,সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ...
14/04/2025

,
সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।

ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।

সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃত্যুর কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।

ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দুর্ঘটনা থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে মানবতার সেবায় আপনার ক্ষুদ্র অংশটি দান করুন।
Cp

Our Bangladesh 🇧🇩
12/04/2025

Our Bangladesh 🇧🇩

রাজধানীতে একখন্ড ফি"লিস্তি"ন 🇵🇸 🇧🇩
12/04/2025

রাজধানীতে একখন্ড ফি"লিস্তি"ন 🇵🇸 🇧🇩

খিদা লাগসিল বলে চুরি কইরা খাইসি তাই বলে লেজটা কাইটা দিলা😿তোমরা তো চাইলেও খাবার দাও না। তোমরা কি না খাইয়া থাকতে পারো? তাহ...
11/04/2025

খিদা লাগসিল বলে চুরি কইরা খাইসি তাই বলে লেজটা কাইটা দিলা😿তোমরা তো চাইলেও খাবার দাও না। তোমরা কি না খাইয়া থাকতে পারো? তাহলে আমি কেমনে না খাইয়া থাকতে পারবো? বলো?
ছবি

10/04/2025

দেশী পণ্যের লিষ্ট -
সাবান: - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute.
বাথরুম পরিষ্কার:– Shakti, Clean Master, Finis, Amana, Xtreme.
টুথপেষ্ট:- Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste.
চুলের তৈল:- জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute.
গুড়োদুধ:– Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship.
ডিটারজেন্ট:- কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet.
চা:- ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)।
শ্যাম্পু:- কেয়া, Cute, Revive, Meril, Select Plus.
সয়াবিন তৈল: – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh.
Petrolium Jelly:- Meril, Tibet, Cute, SMC.
মশা নিরোধ সামগ্রী:– Xpel, Sepnil, Xtreme -
Room Freshner:- Spring, Basundhara.
ময়দা, আটা:– Teer, Basundhara, Fresh.
নুডলস:- কোকোলা, বসুন্ধরা, Foodi.
চাল:- পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer.
চিনি:- Teer, Fresh, আখের চিনি।
সরিষার তৈল:- রাধুনি, পুষ্টি, Teer.
বিস্কুট:- Radisho, Olympic.
লবণ:- Teer, ACI, Fresh.
পানি:- Jibon, Mum.
টিস্যু:- বসুন্ধরা, ফ্রেশ

📍সে একজন সাংবাদিককে খাবার দিচ্ছে, কারণ সে ভাবছে সেও তার মতো ক্ষুধার্ত 🥲
10/04/2025

📍সে একজন সাংবাদিককে খাবার দিচ্ছে, কারণ সে ভাবছে সেও তার মতো ক্ষুধার্ত 🥲

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান 💔যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও। 💔মু’না’ফিকের খাতায় নাম রেখো ন...
06/04/2025

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান 💔

যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও। 💔

মু’না’ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমরা নিরূপায়। উপায় বের করে দাও। 🤲

Address

Dhaka

Telephone

+8801521493840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hadis Daily - হাদিস প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hadis Daily - হাদিস প্রতিদিন:

Share

Category