Muslim Unity Front মুসলিম ঐক্য ফ্রন্ট

Muslim Unity Front মুসলিম ঐক্য ফ্রন্ট Student I am Muslim.....

29/10/2024

বিভিন্ন কোম্পানি EMI বা কিস্তিতে পণ্য বিক্রি করে। এক্ষেত্রে কিস্তির কারণে নগদ মূল্যের চেয়ে একটি নির্দিষ্ট হারে বেশি মূল্য পরিশোধ করতে হয়। প্রশ্ন হলো, এ ধরনের বেচাকেনা কি বৈধ?

উত্তর: কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ। ইনস্টেলমেন্ট কমবেশি হওয়ার ক্ষেত্রে মূল্য কমবেশি করাও জায়েয। তবে এখানে কিছু শর্ত রয়েছে:

যে সেশনে ক্রয়-বিক্রয় হচ্ছে সেই সেশনেই মূল্য চূড়ান্ত করতে হবে এবং কয় কিস্তিতে পরিশোধ করবে তাও নির্ধারণ করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো—একবার মূল্য চূড়ান্ত হয়ে গেলে পরে আর তা পরিবর্তন করা যাবে না। যদি যথাসময়ে মূল্য পরিশোধ করতে না পারে তাহলে অতিরিক্ত মূল্য গ্রহণ করা যাবে না।

তেমনি যথা সময়ের পূর্বে পরিশোধ করলে সে অনুপাতে কমানোর শর্তও করা যাবে না।

এভাবে লেনদেন করলে কিস্তির মাধ্যমে লেনদেন করা জায়েজ হবে।

09/09/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা কি জানো, ‘মুফলিস’-নিঃস্ব কে? সাহাবীগণ উত্তরে বললেন, আমাদের হিসাবে নিঃস্ব তো সেই, যার টাকা-পয়সা ও প্রয়োজনীয় জীবনোপকরণ নেই।

তখন নবীজী বললেন-
আমার উম্মতের ‘মুফলিস’ বা নিঃস্ব হল, যে কিয়ামতের দিন নামায-রোযা-যাকাতসহ অনেক নেক আমল নিয়ে উঠবে; কিন্তু দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, অন্যায়ভাবে কারো রক্ত ঝরিয়েছিল বা কাউকে আঘাত করেছিল; এসব কারণে এদেরকে তার নেকীর মাধ্যমে ওগুলোর বদলা দেওয়া হবে। দিতে দিতে পাওনাদারের পাওনা শেষ হওয়ার পূর্বেই যদি নেকী ফুরিয়ে যায়। তখন পাওনাদারদের গোনাহ তার ঘাড়ে চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে- (এ-ই হল আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব)।
-সহীহ মুসলিম, হাদীস ২৫৮১

 াম্পত্য_জীবনে_ব্যর্থ_যে_নারী________🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘এককথায় একগুঁয়ে ও জেদী নারীরাই দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়...
09/09/2024

াম্পত্য_জীবনে_ব্যর্থ_যে_নারী________

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

এককথায় একগুঁয়ে ও জেদী নারীরাই দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দের সাথেও সুসস্পর্ক গড়তে ব্যর্থ। যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ-ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে আর নিজের মতামত ও জিদকে প্রাধান্য দিয়েছে, সেই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশী ব্যর্থ হয়েছে।
কিন্তু কেন?
➰ (১) কেননা তখন সে স্বামীর সাথে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে। বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে। আর তখনই সে স্বামীর জিদের সামনে পরাজিত হবে। এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদী হয়ে উঠবে। কেননা পুরুষরা জেদী স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরো বেশী কঠোর ও জেদপ্রবণ হয়ে উঠে। কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল।

➰ (২) জেদী নারী ধারণা করে, সে যদি নিজের মতামতের উপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে, তবে সে বিজয়ী হবে। কিন্তু একথা ভুলে যায় যে, নিজের মতের ক্ষেত্রে জিদ করে যদি একটা বিজয় পেয়েও যায় কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে যে তাকে ভালোবাসতো।

➰ (৩) অধিকাংশ ঘটনায় পণ্ডিতগণ সহজ-সরল নম্র ও আবেগপ্রবণ স্বামীভক্ত নারীদের প্রশংসা করেছেন। যে নারী নম্রতার সাথে স্বামীকে সঙ্গ দেয় ও তার ভালোবাসা আদায় করার কৌশল বুঝে, তাকেই স্বামী অধিকভালোবাসে ও তাকে আঁকড়ে রাখে।

➰(৪) ঝড় উঠলে তা চলে যাওয়ার জন্য যে নারী মাথা নামিয়ে নুয়ে পড়ে, সেই বুদ্ধিমান ও জ্ঞানী, তার পক্ষেই সংসারকে চিরকাল আঁকড়ে রাখা সম্ভব। কিন্তু যে নারী শুকনো গাছের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সে মচকে যায় বা এমনভাবে ভেঙ্গে যায়- যা আর জোড়া লাগে না।

➰ (৫) নিজের মতের উপর অটল জেদী নারীর বিশ্বাস হচ্ছে, আমিই বিজয়ী হব, তুমি পরাজিত হবে। এ নারী মূলত: অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেকেই ধ্বংস করে। সর্বদা আফসোসের জীবন অতিবাহিত করে। যার তিক্ততা সে ভোগ করে দুনিয়া ও আখেরাতে।

➰ (৬) পারিবারিক কনসালটেন্সি বিভাগে কাজ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে:

একগুঁয়ে ও জেদী নারীদের পরিণাম শেষ হয় তালাকের মাধ্যমে। ফলে তারা পারিবারিক ও সামাজিক জীবনে হয় ব্যর্থ।

➰ (৭) এক বেদুঈন নারী তার কন্যার বিদায়ের দিন যে উপদেশ দিয়েছিল তা অত্যন্ত চমৎকার প্রজ্ঞাপূর্ণ কথা এবং পরিক্ষীত সত্য। সফল স্ত্রীরা এর বাস্তবতাকে প্রমাণ করেছেন। উপদেশটি হচ্ছে:
“ তুমি স্বামীর সামনে নিজেকে একজন দাসীতে পরিণত কর। দেখতে পাবে অচিরেই সে তোমার দাসে পরিণত হয়ে যাবে। ”
ভালো পুরুষরা ধৈর্যশীল ও উদার হয়ে থাকে, কিন্তু নির্বোধ ও একগুঁয়ে-জেদী নারীরা তাদেরকে শত্রুতে পরিণত করে।
========================================
লিখেছেন: প্রফেসর আমীনা মাসআদ আল হারবী
সহকারী প্রফেসর, কিং আবদুল আযীয বিশ্ববিদ্যালয়, সৌদী আরব।
দাম্পত্য, পরিবার ও সমাজ বিষয়ক পরামর্শদাতা
অনুবাদ করেছেন: শাইখ আব্দুল্লাহ আল কাফী

আলহামদুলিল্লাহ
05/09/2024

আলহামদুলিল্লাহ

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
05/09/2024

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইসলামের নবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার কারণে বাংলাদেশের খুলনায় উৎসব মন্ডল নাম...

25/08/2024
25/08/2024

আল্লাহ কবুল করুন আমিন।

25/08/2024

সুবহানাল্লাহ

11/08/2024

প্রথমে ওরা ফিরে এলো:-যায়গায় যায়গায় খবর দে এক দফার কবর দে

তারপর ওরা ফিরে এলো:-এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?

তারপর ওরা ফেরত এলো:-ডাকাত হয়ে...

এরপর আজকে ওরা ফেরত এলো:- সংখ্যালঘু হয়ে...

পরবর্তীতে কি ......

07/08/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Unity Front মুসলিম ঐক্য ফ্রন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category