JoyBD.COM

JoyBD.COM Welcome to joybd.com page! বাংলাদেশের সব চেয়ে জনপ্?

Free Most Popular Games Software Themes wallpaper Latset music video and mane more.... Visit www.joybd.com

জনপ্রিয় গান গেমস সফটওয়্যার থিমস ওয়ালপেপার নিত্যনতুন গান ভিডিও সহ আরো অনেক কিছু পেতে হলে ভিজিট করুন আমাদের সাইট www.joybd.com

24/06/2025

একরকম প্রায় পা ধরে কান্নাকাটি করে যুদ্ধ বিরতি চায় ট্রাম্প ও নেতানিয়াহু । ইরান যেই যুদ্ধ বিরতি রাজী হল ভোল পালটে ট্রাম্প বলেন ইরান ইসরায়েল নাকি যুদ্ধ বিরতি চেয়েছে। আসলেই পশ্চিমারা যে এত লজ্জাহীন তা শুধু তাদের পোশাক আসাকে না তাদের কথাবার্তায় ও স্পষ্ট। যাই হোক যুদ্ধ বিরতির আগে সিংহের আরেকবার গর্জন করে ইরান আবারো মিসাইল হামলা করে ইসরাইলে এ থেকেই প্রমানিত। ইরান কি চায় আর ইরানের শক্তি কতটুকু।

20/06/2025

মধ্যপ্রাচ্যের ভিবিন্ন দেশ যেখানে ইরানের পক্ষে বিক্ষোভ করছে সেখানে আমাদের দেশের লোক ফেসবুক আর ইউটিউবের এই দুইয়ের কমেন্টে যুদ্ধ করছে।

বিশ্ব অবাক,, খামেনির ভাষণ শুনে।
18/06/2025

বিশ্ব অবাক,, খামেনির ভাষণ শুনে।

17/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ইsraইলের আকাশ জুড়ে ফুটছে আতশবাজি
16/06/2025

ইsraইলের আকাশ জুড়ে ফুটছে আতশবাজি

16/06/2025

ইরান ইহুদী যুদ্ধে ইরানের মৃতের সংখ্যা ২২৪ আর নেতানিয়াহুর দেশের মাত্র ২৪ ।

🔥জাম্বু🔥কারো  কি  মনে আছে  ...জাম্বুর কথা??আজ  জাম্বুর ২১ তম  মৃত্যু  বার্ষিকী!    🔴 "জাম্বু"🔴বিশাল দেহী  টাক  মাথার  দু...
14/06/2025

🔥জাম্বু🔥

কারো কি মনে আছে ...জাম্বুর কথা??
আজ জাম্বুর ২১ তম মৃত্যু বার্ষিকী!

🔴 "জাম্বু"🔴
বিশাল দেহী টাক মাথার দুর্ধর্ষ এক ভিলেন ছিলেন জাম্বু।

রক্তিম লাল চোখে রুদ্র মূর্তির মতো চাহনি, ঠোঁটের কোণে নিষ্ঠুর পৈশাচিক হাসি, কর্কশ কণ্ঠস্বরের অতি ভয়ঙ্কর চরিত্রের এক অভিনেতা।

৮০ ও নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী বাণিজ্যিক চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত অভিনেতা। ছোটবড় সবার কাছেই তার নামটি বহুল পরিচিত।

তার মূলনাম নাম "বাবুল গোমেজ"....সুখলাল বাবু এবং বাবুলাল নামেও পরিচিত ছিলেন!


জন্ম :দিনাজপুরে ১৯৪৪ সালে।
শোনা যায়, উত্তরবঙ্গের দিনাজপুর শহরের পার্বতীপুর এলাকার সুইপার কলোনিতে!

ঢাকায় কাজের সন্ধানে এসে ঘটনাক্রমে চলচ্চিত্রের সাথে যুক্ত হন ।

দেখতে গুলগাল ও স্থূলকায় হওয়াতে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু তার নাম দেন "জাম্বো"

বহু ছবিতে অভিনয় করেছেন।সাদাকালো সময় থেকে শুরু করে রঙিন ছবি পর্যন্ত দাপটের সাথে অভিনয় করেন।

উল্লেখযোগ্য চরিত্র🔴
জাম্বু তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন। বিশেষত ঐতিহাসিক চলচ্চিত্র "রঙিন নবাব সিরাজউদ্দৌলা"তে মোহাম্মদী বেগ চরিত্রে তিনি অসাধারণ ছিলেন।
সাহিত্যভিত্তিক "রাজলক্ষী শ্রীকান্ত" সিনেমায় অর্জুন সিং চরিত্রেও তিনি ব্যাপক প্রশংসা পান। এছাড়া, "হিরো", "রকি", "মোহাম্মদ আলী" এবং "রাস্তার রাজা"-এর মতো সিনেমাগুলোতে তাঁর শক্তিশালী চরিত্রে অভিনয় দর্শকদের মন জয় করে।

তার লুক ছিল রুদ্রমূর্তির মতো। ভয় পাইয়ে দেবার জন্য যথেষ্ট। ভয়েসেও সেই রুদ্রতা ছিল।

প্রিয় ডায়লগ 🔴
জাম্বো কখনো টাকা গুনে... নেয়না, টাকা ওজন করে নেয়... মু.. আ... হা... হা....হা......😂
. জাম্বুর টার্গেট কখনো মিস হয়না 😄

তার খলনায়কের ভূমিকাই বেশি।

সবচেয়ে বেশি চোখে পড়ত... বস্তি আক্রমণ...সওদা করে খুন করা...
নায়িকাকে তুলে আনা...

ধর্ষণ চিত্রেও তার সক্রিয় অংশগ্রহণ থাকতো..!

বাংলা সিনেমার নায়িকাদের বিখ্যাত ডায়লগ "ছেড়ে দে শয়তান".... আগে এই শয়তানের ভূমিকায় বেশিরভাগ সময় জাম্বু থাকতেন।

মূল খলনায়কের সহকারী অথবা ভিলেনের ডান হাত হিসেবে থাকতেন

ছোট বাচ্চারা জাম্বুর বড় বড় লাল চোখ আর ভয়ঙ্কর গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যেত!

সত্যি বলতে সেই সময়ে ভয় জাগিয়ে দেওয়ার মত হাতে গোনা যে দুই একজন ভিলেন ছিলেন, জাম্বু ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

জাম্বু ছাড়া ভিলেনের দলকে কখনোই সম্পূর্ণ মনে হতো না.... সিনেমার পুরোটা রাজত্ব করে শেষে নায়কের হাতে জাম্বুর মৃত্যু ছিল অবধারিত!

ছোটবেলায় ছবিতে জাম্বু না থাকলে পুরো সিনেমাটাকেই নির্জীব মনে হতো

খল চরিত্রে এতটাই জনপ্রিয় ছিলেন জাম্বু.... সে যুগের কোনো সিনেমায় জাম্বুকে নায়কের সাথে ঝামেলা করতে না দেখলে কেমন যেন খালি খালি লাগতো!

পর্দায় ভিলেন জাম্বু নায়কের হাতে মার খাচ্ছেন, এটা ছিল সিনেমা দর্শকদের কাছে তখনকার সময়ে সবচেয়ে মজার ও বিনোদনের বিষয়।

তার অভিনয়ের নিজস্ব একটা স্টাইল ছিল, অল্প সময়ের জন্য স্ক্রিনে থাকলেও চমকে দিতে জানতেন সিনেমা দর্শকদের।

আমাদের সময়ে স্বাস্থ্যবান মোটা মানুষদেরকে এবং কেউ মাথা ন্যাড়া করলে তাকে "জাম্বু" ডাকার একটা চল ছিল!

২০০৪ সালের ৩ মে পৃথিবী থেকে বিদায় নেন জাম্বু নামে আমাদের প্রিয় অভিনেতা বাবুল গোমেজ।

মৃত্যুর পর থেকে আজ অবধি গুণী এই অভিনেতাকে কেউ মনে ও রাখে নি।

ধন্যবাদ প্রিয় জাম্বু আমাদের শৈশবকে বিনোদিত করার জন্য।

হ্যাপি ফ্যামিলি
14/06/2025

হ্যাপি ফ্যামিলি

14/06/2025

ইউটিউব/ ফেসবুকে ইরানের আক্রমণ খবর বাংলাদেশি মিডিয়া যেইভাবে প্রচার করছে শুনলে মনে হয় এই বুঝি ইসরায়েল অক্কা খেয়ে বঙ্গ সাগরে তলিয়ে যাবে ।

ছবিঃ ৪ ফেব্রুয়ারি ১৯৭১।হলিউড নয়, এই শ্যামল বঙ্গভূমেও আজ এ ছোঁয়াচে রোগ প্রবেশ করেছে। ছবিটি আনোয়ার আশরাফ পরিচালিত ‘গান গেয়...
14/06/2025

ছবিঃ ৪ ফেব্রুয়ারি ১৯৭১।
হলিউড নয়, এই শ্যামল বঙ্গভূমেও আজ এ ছোঁয়াচে রোগ প্রবেশ করেছে। ছবিটি আনোয়ার আশরাফ পরিচালিত ‘গান গেয়ে পরিচয়' ছায়াছবির একটি দৃশ্যে আনোয়ার হোসেন এবং পান্না।

সৌজন্যে: দুলক আহমেদ

তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় বাড়িঘরের কাছে ইরানের রকেট হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের...
14/06/2025

তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় বাড়িঘরের কাছে ইরানের রকেট হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। লাভ কি এই হামলা করে ? আগে ভেতরের মির্জাফরদের ধরা উচিৎ ।
আসলেই আমরা মুসলমান রাই নিজেদের সবচেয়ে বড় শত্রু । বাংলার মিরজাফর আজ একটা বিশ্ব ব্রান্ডে পরিনত হয়েছে ।

Class 5 বা 8 এ যখন বৃত্তি পরীক্ষা দিতে যেতাম। তখন বাবা মায়েরা ঠিক সেইমভাবে পানি, বিস্কুট, কলা নিয়ে পরীক্ষা সেন্টার এর আশ...
25/10/2023

Class 5 বা 8 এ যখন বৃত্তি পরীক্ষা দিতে যেতাম। তখন বাবা মায়েরা ঠিক সেইমভাবে পানি, বিস্কুট, কলা নিয়ে পরীক্ষা সেন্টার এর আশেপাশে এই ভাবে থাকতো। সেলুট অ্যালেন ডোনাল্ড।🫡🫡।
NB: সবারই উচিত নিজে নিজে পেশায় ডেডিকেটিভ হওয়া।

Address

Dhaka
1212

Telephone

+8801911863470

Alerts

Be the first to know and let us send you an email when JoyBD.COM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share