18/07/2025
ভোর রাতে সিঙ্গাপুরের ফাঁকা রাস্তায় গাড়ি চড়ার অভিজ্ঞতা ছিল শান্ত আর ব্যতিক্রমধর্মী। জানালা না খুললেও বাইরের নিঃশব্দতা আর আলো-আঁধারির মিশেল মন ছুঁয়ে যায়। স্কাইলাইন দেখা না গেলেও শহরের পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা টের পাওয়া গেছে প্রতিটি মোড়ে।