Rafia's Heaven

Rafia's Heaven Do whatever you want �

রাসূলুল্লাহ ﷺ ইন্তেকাল করার পর মদিনা শহরে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। তখন মদিনার মানুষ সাহায্য ও পরামর্শের জন্য সা...
25/12/2025

রাসূলুল্লাহ ﷺ ইন্তেকাল করার পর মদিনা শহরে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। তখন মদিনার মানুষ সাহায্য ও পরামর্শের জন্য সাইয়্যিদাহ ‘আয়িশাহ (রাঃ)-এর কাছে আসে। তিনি তাদেরকে নির্দেশ দেন, যেন রাসূলুল্লাহ ﷺ–এর কবরের ওপরের দিকে একটি খোলা পথ রাখা হয়, যাতে তাঁর ও আকাশের মাঝে কোনো বাধা না থাকে।

লোকেরা যখন তা করল, তখনই আল্লাহর রহমতে বৃষ্টি নেমে এলো। চারদিকে গাছপালা সবুজ হয়ে উঠল, পশুপাখি ও গবাদিপশু সুস্থ ও শক্তিশালী হয়ে গেল, আর পুরো মদিনা আনন্দে ভরে উঠল। এই ঘটনাটি ইমাম আদ-দারিমি (রহ.) লিপিবদ্ধ করেছেন।

পরবর্তীতে উসমানি খিলাফতের সময় নববী মসজিদের গম্বুজে একটি বিশেষ টাইল স্থাপন করা হয়, যা এই ঘটনাকে স্মরণ করে নির্মিত।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর প্রিয় রাসূল ﷺ–এর ওসিলায় রহমত ও মুক্তি দান করুন।

কি কিউট শপ টা। প্রোডাক্ট দেখবো কি। শপ টাই দেখি ✨
24/12/2025

কি কিউট শপ টা। প্রোডাক্ট দেখবো কি। শপ টাই দেখি ✨

প্রথম দেখাতে কি ভেবেছেন?
23/12/2025

প্রথম দেখাতে কি ভেবেছেন?

🤲
21/12/2025

🤲

📌*ইয়া বাসিতু--১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিব।।**ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম-- সকালে উঠে ২০ বার। সব কাজ ইচ্ছে অনুয...
20/12/2025

📌*ইয়া বাসিতু--১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিব।।

**ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম-- সকালে উঠে ২০ বার। সব কাজ ইচ্ছে অনুযায়ী হবে।

***সকালে উঠে " ইয়া মালিকু ইয়া কুদ্দুসু" টাকা আসতেই থাকবে।

*** ঘরের দরজায় হাত রেখে এই আয়াত পড়লে, অকল্পনীয় রিজিক -- ইয়্যা কানাবুদু ওয়া ইয়া কানাস তাইন।

**আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তুখলিফুন মি আদ--- আযান শুনে বল্লে জান্নাত ওয়াজিব হয়।

***আসমানের দরজা খুলে দেয়া হয়, দুয়া কবুল হয়। নামাজের শুরুতে
আল্লাহু আকবর ক্বাবীরা
আলহামদুলিল্লাহি কাছীরা
সুবহানআল্লাহি বুখরাতাও ওয়া আছিলা।

**

*

সিজদা
১) আল্লাহুমা ইন্নি আউযুবিকা
মিন আজাবিল কাবরি,
ওয়া মিন আজাবি জাহান্নাম
ওয়ামিন ফিতনাতিল মাহইয়া
ওয়াল মামাতি ওয়া মিন সাররি,
ফিতনাতিল মাসিহীদ দাজ্জাল।

২) ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
৩) ইয়া জালজালালি ওয়াল ইকরাম
❤️❤️❤️❤️❤️

সবসময় বিপদমুক্ত হওয়ার আগ পর্যন্ত
১) আসতাগফিরুল্লাহ
২) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জোয়ালেমিন।
৩) সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৪) আগিছনী ইয়া রাহমান ( অর্থ : হে দয়ালু {আল্লাহ} আমাকে সাহায্য করুন

কোনো সম্প্রদায়....আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা।

হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ❤️

৫)বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন--তোমার রহমত থেকে আমার উপর তোমার রহমত বর্ষণ করো এবং তুমিই সর্বশ্রেষ্ঠ করুণাময়
৬) আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। ’অর্থ: ‘হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি।
৭) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা -মানুষের ওপর কোনো বিপদ এলে --দোয়া পাঠ করে, তখন আল্লাহতায়ালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে, তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।’
৮) আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়াআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’ এর অর্থ, ‘ইয়া আল্লাহ, কোনো বিষয়ই সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।🤲

(Collected)

পুরোনো বাড়ির প্রতিবেশীদের জন্য বিরিয়ানিআজ রান্নাঘরে বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছিল।গন্ধটা শুধু মাংস, চাল আর মসলা দিয়...
17/12/2025

পুরোনো বাড়ির প্রতিবেশীদের জন্য বিরিয়ানি

আজ রান্নাঘরে বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছিল।
গন্ধটা শুধু মাংস, চাল আর মসলা দিয়ে বানানো না—এর ভেতরে ছিল সময়, অভ্যাস আর অনেকগুলো নিরব দিন।

এই বাড়িতে কাটানো সময়টা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। সামনের মাসে শিফট করবো। কথাটা বলা সহজ, কিন্তু মানিয়ে নেওয়া সহজ না। এই বাড়ির দেয়ালগুলো অনেক কিছু দেখেছে। সকালবেলার দরজার শব্দ, বিকেলের চা, আর ভালোবাসা, রাগ অভিমান


প্রতিবেশীরা কেউ খুব কাছের ছিল না, আবার একেবারে দূরেরও না। দরকারে দরজাটা খোলা থাকতো। সেটুকুই যথেষ্ট ছিল। আজ তাদের জন্য বিরিয়ানি রান্না করলাম। বড় কোনো উপলক্ষ না, বিদায় বলারও নাটকীয় চেষ্টা না। শুধু মনে হলো—যাওয়ার আগে একটা গন্ধ রেখে যাই।

বিরিয়ানি দেওয়ার সময় কেউ বললো,
“এত কষ্ট করলেন কেন?”
আমি হাসলাম। কিছু কষ্ট আনন্দ হয়েই করা যায়।

সব সম্পর্ক খুব গভীর হয় না।
কিছু সম্পর্ক শুধু মনে থাকার মতো হয়।
এই বাড়িটা, এই প্রতিবেশীরা—সেই রকমই।

আগামী মাসে নতুন ঠিকানা হবে। নতুন জানালা, নতুন শব্দ। কিন্তু আজকের এই বিরিয়ানির গন্ধটা হয়তো কিছুক্ষণ এই বাড়িতে থেকে যাবে।

আজকাল মনটা অনেক ছড়ানো-ছিটানো লাগে।ভাবনাগুলো ঠিক ঘরে ফিরতে চায় না। একটার পর একটা চিন্তা আসে, কিন্তু কোনোটাই স্থির হয় ন...
17/12/2025

আজকাল মনটা অনেক ছড়ানো-ছিটানো লাগে।
ভাবনাগুলো ঠিক ঘরে ফিরতে চায় না। একটার পর একটা চিন্তা আসে, কিন্তু কোনোটাই স্থির হয় না। এমন সময় হঠাৎ চোখে পড়লো একটা লাইন—
“Calm your heart, it’s just duniya.”

পড়ে কেমন যেন অন্যরকম লাগলো।

আইল্যাশের কারবার ও আমার ‘ম্যাগনেটিক’ বিভ্রাটঘটনাটা শুরুতেই বলে রাখা ভালো। শখ করে এক জোড়া ম্যাগনেটিক আইল্যাশ কিনলাম। ফেস...
17/12/2025

আইল্যাশের কারবার ও আমার ‘ম্যাগনেটিক’ বিভ্রাট

ঘটনাটা শুরুতেই বলে রাখা ভালো। শখ করে এক জোড়া ম্যাগনেটিক আইল্যাশ কিনলাম। ফেসবুকে লহুব এড বিক্রেতারা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,
“আপু, একবার চোখের কাছে নিলেই ঘটঘট করে লেগে যাবে!”

শুনে মনে হলো—দুনিয়ার সবচেয়ে সহজ কাজ বোধহয় এটিই।

কিন্তু প্রকৃতি বড়ই বিচিত্র। আইল্যাশ চোখের কাছে নিতেই মনে হলো, ওরা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। ম্যাগনেটিক আকর্ষণের বদলে শুরু হলো ম্যাগনেটিক বিকর্ষণ। এক চোখের ওপর বসে তো আরেকটা নেমে আসে নাকের ডগায়!

ম্যাগনেটিক আইল্যাশের বেলায় লজিকের চেয়ে জাদু বেশি দরকার। আমি ধরছি একদিকে, ও লেগে থাকছে আরেকদিকে।

শখের জিনিস যখন যন্ত্রণায় রূপ নেয়, তখন মিষ্টি একটা ঘুম দেওয়া ছাড়া আর উপায় থাকে না। আপাতত আইল্যাশগুলো বাক্সবন্দী করে ভাবছি—
হবেনা আর কিছু।

゚viralシfypシ゚viralシalシ

বাইরের দেশের ব্যস্ত শহরে একটা দৃশ্য খুব চেনা—রাস্তায় গাড়ির লাইট, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মানুষ, আর কোণায় একটা Starbucks-...
13/12/2025

বাইরের দেশের ব্যস্ত শহরে একটা দৃশ্য খুব চেনা—
রাস্তায় গাড়ির লাইট, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মানুষ, আর কোণায় একটা Starbucks-এর উঁচু পিলার সাইনবোর্ড।
দেখলেই মনে হয়— “উঁহু… এরা বুঝি খুব বড়লোক। এই কফি বুঝি আমাদের নাগালের বাইরে।”

আমাদের দেশের মানুষ তাই সেই সাইনবোর্ড দেখেই একরকম স্বপ্ন দেখে—
এক কাপ ধোঁয়াটে কফি হাতে নিয়ে হাঁটার স্বপ্ন।
হালকা ঠাণ্ডায় মগের গরমটা অনুভব করার স্বপ্ন।
মনে মনে ভাবা— বিদেশ মানেই বোধহয় ‘দামী’ কফির দেশ।

কিন্তু আসলে সত্যিটা অন্যরকম।
এখানেও মাত্র ৩০০ টাকায় এক কাপ ভালো কফি পাওয়া যায়।
যেটা বাংলাদেশে হলে দামটা হয়তো আরও বেশি পড়ত।

জীবন মাঝে মাঝেই আমাদের ভুল বুঝিয়ে দেয়।
যেটাকে দূর থেকে খুব ‘দামী’ মনে হয়,
কাছে গেলে দেখা যায়—
ঠিকই নাগালের মধ্যেই ছিল।

এই শহরে দাঁড়িয়ে মনে হলো—
লোকজন, আলো, গাড়ির শব্দ—সব একই আছে।
শুধু আমাদের ধারণাই আলাদা।
কফি একই থাকে…
স্বাদটুকু বদলে যায় জায়গা আর সময়ের কারণে।

৩০০ টাকার কফিও কখনো কখনো ৩০০০ টাকার সুখ দিয়ে যেতে পারে।
ঠিক যেমন খুব সাধারণ একটা সন্ধ্যা—
হঠাৎ কোনো স্মৃতি এনে মনটা নরম করে দেয়।

゚viralシfypシ゚viralシalシ

Address

Dhaka
7405

Telephone

+8801810172048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafia's Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share