
27/12/2024
মন্তব্য কি সত্যিই গন্তব্য বদলাতে পারে? শায়েখ মিজানুর রহমান আজহারীর হৃদয়ছোঁয়া আহ্বান আমাদের নতুন এক পথের দিশা দেয়। ঐতিহাসিক পেকুয়া মাহফিলে তাঁর মর্মস্পর্শী বার্তা:
"জাতির কল্যাণের একমাত্র পথ হলো ঐক্য। একতাবদ্ধ না হলে উন্নতি অসম্ভব।"
আমাদের উচিত এই বার্তাকে হৃদয়ে ধারণ করা, বিভেদ ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই এবং জাতির উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করি।
পারবো তো ইনশাআল্লাহ?