
17/09/2025
রা*গে ক্ষি*প্ত কাঁ*দ*লেন মৌ
কিছুদিন আগে ছেলের সঙ্গে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ছবিতে নেতিবাচক কমেন্টের জেরে একটি পডকাস্ট নিজের রাগ ক্ষো*ভ
প্রকাশ করছেন মৌ। বললেন এই ঘটনার পর তিনি আর তার ছেলে দুজনই পড়েছে ভে*ঙে পড়েছে।
বললেন, আমি যখন এটা দেখেছি আমি যতটুক না ক*ষ্ট পেয়েছি আমার ছেলে ভে*ঙে চড়ে শে*ষ হয়ে গেছে। ওর ২০ বছর বয়স। ও দেখিনি। ওর বন্ধুরা ওটা পাঠিয়েছে। অনেকের ভাষা ও বুঝিনি। আমার বাচ্চা আমার সাথে খুব ফ্রি কিন্তু ও এটা ল*জ্জা পেয়েছে যে বা*থ*রু*ম থেকে টেক্স করে আমাকে পাঠিয়েছে আর বলছে মা এটা কি? আমি কিছু বলতে পারিনি? সে আমাকে জড়িয়ে ধরে কাঁ*দ*ছে। আমি ওকে বোঝাতে চে*ষ্টা করেছি কিন্তু ওর একটাই কথা মা ওরা তোমাকে নিয়ে কথা বলছে। তোমাকে একাই বলছে। আমাকে আমার মাকে নিয়ে কথা বলছে। ওদের কি মা নাই?
আমি কি উত্তর দিব?