Kick dimu

Kick dimu � 𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 𝘄𝗶𝘁𝗵 𝗰𝘂𝗿𝗶𝗼𝘀𝗶𝘁𝘆 𝗮𝗻𝗱 𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲. �

Universal truth.😄
07/06/2025

Universal truth.😄

31/01/2025

Side den, apa astese 😁👀

23/12/2024

খাইয়া দেন মামা 😆

29/11/2024

🤣

25/11/2024

Welcome to home apa 😁

  😁
25/11/2024

😁

16/08/2024

এইবার খিচুড়ি মিস হইয়া গেলো 😂

© Chorki

যত দোষ এই ছাগলের 😁ওরে দিয়ে সব শুরু হয়েছিল ,
08/08/2024

যত দোষ এই ছাগলের 😁
ওরে দিয়ে সব শুরু হয়েছিল ,

ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের বেতন সর্বোচ্চ কত হতে পারে? এই প্রশ্ন করার কারণ, নিচের লেখায় উত্তর পেয়ে যাবেন। ছবির মানুষটির ন...
08/07/2024

ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের বেতন সর্বোচ্চ কত হতে পারে? এই প্রশ্ন করার কারণ, নিচের লেখায় উত্তর পেয়ে যাবেন।

ছবির মানুষটির নাম সৈয়দ আবেদ আলি। পেশায় ছিলেন বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার। এই চাকরি করে তিনি ঢাকায় ২টা বহুতল বাড়ি করেছেন। কুয়াকাটায় পাঁচ তারকা হোটেল দিয়েছেন। গ্রামের বাড়ি মাদারীপুরে গড়েছেন আলিশান প্রাসাদ। তার ছেলে মার্সিডিজ গাড়িতে চলাফেরা করেন। লাক্সারি লাইফ লিড করছেন। তা সোশ্যাল মিডিয়ায় শো-অফ করছেন।পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কাজের ফাঁকেও নামাজ মিস হয় না। কাজের ফাঁকে নামাজ আদায়ের সেসব ছবি তোলে আবার ফেসবুকেও আপলোড দেন। তরুণদের সৎ পথে থাকার আহবান করেন। সৎভাবে জীবিকা উপার্জনেরও পরামর্শ দেন।

কিন্তু পর্দার পেছনে আসল গল্প হলো, এই লোক এবং তার চক্র গত ১০ বছর ধরে বিসিএসসহ সরকারি চাকরির পরিক্ষার প্রশ্নফাঁস করে আসছেন। বিসিএসসহ এখন পর্যন্ত অন্তত ৩০টি সরকারি চাকরি পরিক্ষায় প্রশ্নফাঁসের খবর বেরিয়ে এসেছে চ্যানেল টুয়েন্টি ফোরের অনুসন্ধানে।

পিএসসির পরিচালক, উপ-পরিচালক এবং চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার এই আবেদ আলিদের চক্র ২কোটি টাকার বিনিময়ে করতো বিসিএসের মতো সবচেয়ে সিকিউর এক্সামের প্রশ্নফাঁস। যে বিসিএস পরীক্ষার জন্য লাখ লাখ ছেলে-মেয়ে দিনরাত এক করে লাইব্রেরিতে পড়ে থাকেন। অথচ সে সোনার হরিণ চাকরির প্রশ্ন কোটি টাকার বিনিময় আগেই পেয়ে যান কেউ কেউ। হাউ ইট পসিবল! চাকরির সব পরিক্ষায় প্রশ্নফাঁস, দুর্নীতি এবং স্বজনপ্রীতিতে যখন মোহগ্রস্ত তখন এই একটি সরকারি চাকরির পরিক্ষায় তরুণদের আস্থা ছিল। বিশ্বাস নিয়ে তরুণরা দিনরাত এক করে প্রিপারেশন নিতো। আজ সেই বিশ্বাসেও শেষ পেরেক ঢুকে গেল।

সর্বশেষ রেলওয়ে সরকারি চাকরি পরিক্ষার প্রশ্নফাঁস করেছে তারা। ৫১৬টি পদের পরিক্ষা, প্রশ্নফাঁস করেছে অন্তত ৬০০-৭০০ জনের কাছে। যেখানে ফাইটটা দাঁড়াল জালিয়াত-জালিয়াত, সেখানে তরুণদের মেধার ফেয়ার লড়াইয়ের জায়গাটা কোথায়!

এই দেশের মেধাবী তরুণরা যাবে কোথায়?

গত এক যুগে তরুণরা দেশ ছাড়ার পরিসংখ্যান তিনগুণ হয়েছে। কেন মেধাবী ছেলে-মেয়েরা দেশ ছাড়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। তার উত্তর পেয়েছেন?

এদেশে না আছে ফেয়ার চাকরি, না আছে জীবনের নিরাপত্তা, না আছে সামাজিক মর্যাদা।

15/06/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kick dimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share