চলো-পাল্টাই ইলিয়াস

চলো-পাল্টাই  ইলিয়াস democracy of Bangladesh

02/11/2023
28/10/2023
ধ্বংসস্তুপ থেকে নিরাপদে বের হয়ে আসার পর তাদের মুখে কি সুন্দর হাসি ছিল 😇❤️
26/10/2023

ধ্বংসস্তুপ থেকে নিরাপদে বের হয়ে আসার পর তাদের মুখে কি সুন্দর হাসি ছিল 😇❤️

I have reached 22K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
06/08/2023

I have reached 22K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

13/04/2023

সৌদির আরবের মতো গরম দিলা আল্লাহ । এবার শেখদের মতো টাকা ও ইয়া হাবিবি দাও!🤲

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এ...
12/04/2023

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে।
মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে।
হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়?
বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি।
৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা।
ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন।
হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন

09/04/2023

বিশ্বাষ করেন! আর নাই করেন এটাই সত্য, ইসলাম পুরুষের মত যদি নারীদের কে ও একসাথে ৪ জন পুরুষ রাখার অধীকার দিতো, তাহলে একটা নারী ও একজন পুরুষ কে নিয়ে কখনোই থাকতো না।

হযরত মুসা (আঃ) যামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল, সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগল,তখন হযরত মুসা (আঃ) বৃদ্ধা কে বললেন ...
09/04/2023

হযরত মুসা (আঃ) যামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল, সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগল,তখন হযরত মুসা (আঃ) বৃদ্ধা কে বললেন তুমি কাঁদছ কেন?

তখন বৃদ্ধা উওর দিল!আমার বাচ্চাটি মারা গেছে এইজন্য কাঁদছি। তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উওর দিল ৩৫০( তিন শত পন্ধাশ) বছর।

মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটির ৩৫০ বছর জীবিত ছিল,কিন্তু এমন একটি যামানা আসবে যেই যামানার নবীর উম্মত মাএ ৬০ থেকে ৭০ বছর বাঁচবে,

আর সেই নবীর হলো হযরত মুহাম্মদ (সাঃ)। তখন বৃদ্ধা অবাক হয়ে বলল, তারা বালেগ হবে? মুসা (আঃ)উওরে বললেন হ্যা তারা বালেগ হবে।

বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলে তার এই সামান্য সময়ে বিয়ে সাদি করতে পারবে? মুসা (আঃ) বললেন তারা এই সামন্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে।বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল,তারা এই সামান্য সময়ে কীভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে?

তখন হযরত মুসা (আঃ) বললেন তার এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে, তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোন নিশানাও থাকবে না।শুধু তাদের নেকি দেখা যাবে।

কারন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন,যে মাসের নাম রমজান মাস, যে মাসে একদিন ইবাদাত করলে ৮৩ (তিরাশি) বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে।

তাহলে তারা যদি এইরকম একটি মাস পায় তাহলে হিসাব করলে আমাদের কোন নেকি তাদের সমান হবে না।

21/03/2023

গত রমজানে আমাদের সাথে যারা ছিলো তাদের অনেক-ই এখন নাই, এক দিন আমরা ও থাকবো না। আল্লাহ্ আমাদের কে সঠিক পথে পরিচালিত করুন।
আমিন!!

18/03/2023

'কোন বছরটা সব চেয়ে বেশি "ক*ষ্টের" ছিলো🙂

2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022

আল্লাহর ঘর বাইতুল্লাহ ও তাঁর বান্দাদের খেদমতে ৪ দশক পূর্ণ করলেন শায়খ সুদাইস হাফি.মসজিদুল হারামের ইমাম হিসাবে আজ চল্লিশ ব...
15/03/2023

আল্লাহর ঘর বাইতুল্লাহ ও তাঁর বান্দাদের খেদমতে
৪ দশক পূর্ণ করলেন শায়খ সুদাইস হাফি.

মসজিদুল হারামের ইমাম হিসাবে আজ চল্লিশ বছর
পূর্ণ করলেন শায়খ ড. আব্দুর রহমান সুদাইস হাফিযাহুল্লাহ। ১৯৮৪ সালের এই দিনে মাত্র ২২ বছর বয়সে হারামের ইমাম হিসাবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

বর্তমানে হারামাইনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন শায়খ সুদাইস। জাদুকরি তেলাওয়াত, গভীর ইলম ও উচ্চাঙ্গের সাহিত্যপূর্ণ খুতবার মতো নিজের পরিচালনায় হারামাইন শরিফাইনের ব্যবস্থাপনাকেও তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

প্রিয় শায়খকে আল্লাহ তাআলা
সুদীর্ঘ সুস্থ হায়াত দান করুন।আমীন।
©

৪ বিয়ে করেছেন পরীমণি২ বিয়ে করেছেন শাকিব খান৩ বিয়ে করেছেন কবরী ২ বিয়ে করেছেন আলমগীর ২ বিয়ে করেছেন জসীম২ বিয়ে করেছেন সুচরি...
28/02/2023

৪ বিয়ে করেছেন পরীমণি
২ বিয়ে করেছেন শাকিব খান
৩ বিয়ে করেছেন কবরী
২ বিয়ে করেছেন আলমগীর
২ বিয়ে করেছেন জসীম
২ বিয়ে করেছেন সুচরিতা
২ বিয়ে করেছেন সুচন্দা
৩ বিয়ে করেছেন রুনা লায়লা
২ বিয়ে করেছেন সাবিনা ইয়াসমিন
২ বিয়ে করেছেন ইলিয়াস কাঞ্চন
৩ বিয়ে করেছেন দিতি
৩ বিয়ে করেছেন অপূর্ব
২ বিয়ে করেছেন পূর্ণিমা
৩ বিয়ে করেছেন শাকিল খান
২ বিয়ে করেছেন রোজী আফসারী
২ বিয়ে করেছেন শখ
২ বিয়ে করেছেন নিলয়
৩ বিয়ে করেছেন আরিফিন রুমি
২ বিয়ে করেছেন সালমা
৩ বিয়ে করেছেন মমতাজ
২ বিয়ে করেছেন সামিনা চৌধুরী
২ বিয়ে করেছেন বাপ্পা মজুমদার
২ বিয়ে করেছেন রাজিব
২ বিয়ে করেছেন প্রভা
২ বিয়ে করেছেন বিজরী বরকতউল্লাহ
২ বিয়ে করেছেন অপি করিম
৩ বিয়ে করেছেন অনন্ত জলিল
৩ বিয়ে করেছেন ন্যান্সি
২ বিয়ে করেছেন ডলি সায়ন্তনী
২ বিয়ে করেছেন মাহিয়া মাহি
২ বিয়ে করেছেন মিলা
২ বিয়ে করেছেন সুবর্ণা মোস্তাফা
২ বিয়ে করেছেন পূর্নিমা
তবে কখনো কেউ এদের বিয়ের কাবিন নামা আজ ও পর্যন্ত কেউ দেখতে চাইলো না।এমনকি কোন মিডিয়া পর্যন্ত কোন নিউজ করলো না। তবে দুঃখের বিষয় হলো একজন নিরীহ্ নিরাপরাধ আলেমকে আজকে এই বিষয়টা নিয়ে হেনস্তা করা হচ্ছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when চলো-পাল্টাই ইলিয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলো-পাল্টাই ইলিয়াস:

Share

it is my best time

it is my best time