Tamim Sheikh - তামিম

Tamim Sheikh - তামিম 🚀 Affiliate Marketer | 🎥 Content Creator | 📹 Vlogger | 🏍️ Biker | 🍔 Foodie

Exploring life’s thrills and flavors one adventure at a time!

🚀 Digital Marketer | 💡 Content Creator | 🎥 Vlogger
🏍️ Biker | 🍔 Foodie
Rides, eats, & marketing tips! 🌟

Be sure to subscribe to my YouTube channel
https://www.youtube.com/ From adrenaline-pumping rides to mouthwatering food reviews, and insider tips on affiliate marketing success. Subscribe and ride along for a journey of excitement, inspiration, and tasty discoveries! 🌟

Let’s connect and fuel our passions together. 🌍✨

20/07/2025

চেষ্টার শেষ নেই, তবুও সুখটা যেন সবার জন্য না...

20/07/2025

Born to Ride, Built to Roar 🏍️🔥

কারো চোখে এটা একটা সাধারণ জিনিস,আমার চোখে এটা অনেকদিনের চাওয়া।
20/07/2025

কারো চোখে এটা একটা সাধারণ জিনিস,
আমার চোখে এটা অনেকদিনের চাওয়া।

19/07/2025

কাছের মানুষ দোষী বলে
মনের ব্যাথা বোঝে না তো কেউ
জীবনের এই কারাগারে আছাড় মারে
প্রেম সাগরের ঢেউ...

Smiling — because life’s too short to frown.
07/07/2025

Smiling — because life’s too short to frown.

07/07/2025

আজ পুরান ঢাকার এক মিছিলে চোখে পড়ল একটা জিনিস — বিবির ডোলা। আগে শুধু নাম শুনেছিলাম, এবার সামনে থেকে দেখা হলো।

জানতে পারলাম, এই ডোলা তৈরি করা হয় কারবালার যুদ্ধের পর ইমাম হোসেন (রা.)-এর পরিবারের নারীদের কষ্ট আর অপমানের স্মরণে। বিশেষ করে তাঁর বোন বিবি জয়নাব (রা.)–এর স্মৃতিতে। কারবালায় শহীদ হওয়ার পর বেঁচে থাকা নারী ও শিশুরা বন্দী হয়ে কুফা আর দামেশকে নিয়ে যাওয়া হয়েছিল — দুর্দশা আর অবমাননার সেই ইতিহাস যেন এই ডোলায় প্রতিফলিত হয়।

এই ডোলাটা দেখতে অনেকটা পালকির মতো, কিন্তু তার মধ্যে আছে ইতিহাস, বেদনা আর এক ধরনের নিরব শক্তি। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলাম, অনেকেই দোয়া করছে, কেউ চোখ মুছছে — অনুভবটা ব্যক্তিগত হলেও গভীর।

শত মত-পথের এই শহরে কেউ মনে রাখুক, কেউ শুধু দেখুক — কিন্তু কারবালা আমাদের সকলের জন্যই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক প্রতীক হয়ে থাকুক।

#মহররম #বিবির_ডোলা #পুরান_ঢাকা

06/07/2025

হোসাইনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল এবার সামনে থেকে দেখলাম।
পুরান ঢাকার রাস্তাগুলোয় আজও সেই শোক, সেই ইতিহাস—পাঞ্জা, আলাম, জুলজানা, আর "হায় হোসাইন" ধ্বনিতে গা শিউরে ওঠে।
এটা শুধু ধর্মীয় আচরণ না, এক ঐতিহ্য, এক আবেগ—যা বছরের পর বছর ধরে ঠিক এইভাবেই চলছে।

#তাজিয়া_মিছিল #হোসাইনি_দালান #পুরান_ঢাকা #কারবালার_স্মরণ

06/07/2025

পুরান ঢাকার ফরাশগঞ্জে ‘বিবিকা রওজা’—প্রথমবার গিয়ে দেখে এলাম।
চারশো বছরের পুরনো এই ঐতিহাসিক স্থানে গিয়ে যেন ঢাকার অতীত, মানুষের বিশ্বাস আর এক আধ্যাত্মিক আবহকে কাছ থেকে ছুঁয়ে দেখলাম।
শুধু দেখতে গিয়েছিলাম, কিন্তু যে অনুভূতি নিয়ে ফিরলাম, সেটা মনে গেঁথে থাকবে অনেকদিন।

#বিবিকারওজা

পুরান ঢাকার ফরাশগঞ্জে ‘বিবিকা রওজা’—প্রথমবার গিয়ে দেখে এলাম।ঢাকার পুরনো ইতিহাস আর আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত অংশ এই ...
06/07/2025

পুরান ঢাকার ফরাশগঞ্জে ‘বিবিকা রওজা’—প্রথমবার গিয়ে দেখে এলাম।

ঢাকার পুরনো ইতিহাস আর আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত অংশ এই স্থাপনাটি। প্রায় ৪০০ বছরের পুরনো এই রওজা, অনেকের বিশ্বাস অনুযায়ী হযরত ফাতেমা (রা.)‑এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক। মহররম মাসে বিশেষ করে আশুরা ঘিরে এখানে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়—যা আমি এবার প্রথমবার চোখের সামনে দেখলাম।

আমি শুধু দেখতে গিয়েছিলাম—এই ঐতিহাসিক স্থাপনাটি, তার স্থাপত্য, পরিবেশ আর মানুষের ভক্তিভাব সব মিলিয়ে এক গভীর অভিজ্ঞতা। চারপাশে দোয়া‑দরুদ, আলো আর নীরব প্রার্থনার আবহে যেন সময় থমকে ছিল।

পুরান ঢাকার পুরনো অলিগলির মাঝে এই রওজা শুধু ধর্মীয় নয়, সংস্কৃতিগত গুরুত্বও বহন করে। এতদিন শুধু শুনেই গিয়েছি, এবার নিজ চোখে দেখা হলো। মনে হলো—এই শহরের কত ইতিহাস, কত অনুভূতি এখনও প্রাচীন স্থাপনাগুলোর মধ্যেই গেঁথে আছে।

📷 কিছু ছবি আর ভিডিও তুলে রেখেছি—নিজের মতো করে স্মরণ রাখার জন্য।

#বিবিকারওজা

হঠাৎ থেমে গেলাম সংসদ ভবনের রাস্তায়…আলো, হাওয়া আর মানুষের শব্দে সন্ধ্যাটা একটু আলাদা লাগলো।
06/07/2025

হঠাৎ থেমে গেলাম সংসদ ভবনের রাস্তায়…
আলো, হাওয়া আর মানুষের শব্দে সন্ধ্যাটা একটু আলাদা লাগলো।

30/06/2025

অন্যের সফলতা দেখে হিংসা করার কিছু নেই। প্রত্যেকের রিজিক আলাদা, সময় আলাদা। কারো উজানে যাওয়া মানেই আপনার নদী শুকিয়ে যাবে না। বরং শেখা উচিত, চেষ্টা করা উচিত, আর আল্লাহর উপর ভরসা রাখা উচিত।
নিজের পথে হাঁটুন, নিজের সময়কে বিশ্বাস করুন। ❤️

Address

Khilkhet, Dhaka Sadar, Dhaka, Dhaka:
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Tamim Sheikh - তামিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim Sheikh - তামিম:

Share