08/10/2024
ঢাকায় ছিলাম, বাড়ি ভিডিও কল দিয়ে আম্মুর সাথে কথা বলছি , তখন আব্বু ছিলো না। কিছুক্ষণ পর আব্বু নামাজ পরে ঘড়ে আসলে ফোন নিয়ে বলে নয়ন কেমন আছো তুমি , সময় মতো খাবার খাচ্ছো। আমি বললাম হ্যাঁ আব্বু তোমার শরীর ভালো । আব্বু আলহামদুলিল্লাহ বললো। হঠাৎ লক্ষ্য করলাম আব্বুর দাড়ি থেকে মিন্দী হঠাৎ কালার উঠে গেছে। আব্বুকে বললাম তোমার দাঁড়ি তো সাদা হয়ে গেছে। দাঁড়িতে মিন্দী লাগাও। আব্বু বলো সেই সময় কো বাপ। আমি বললাম আচ্ছা সমস্যা নেই আমি বাড়িতে এসে লাগাই দিবো। আব্বু বলে আচ্ছা দিও। তো বাড়িতে এসে আব্বুকে নিজের হাতে দাঁড়িতে এবং চুলে মিন্দী লাগিয়ে দিলাম। ছেলে মানুষ বড়ো হলে সরাসরি কখনোই বলতে পারে না । আব্বু আমি তোমাকে ভালোবাসি 🥺। জীবনে চলার পথে সব থেকে বড় অবদানই বাবা মার হয়ে থাকে। উপার্জন এর পথে নামলেই বুঝা যায় বাবা কতো কষ্ট করে আমাদের ছোট থেকে বড় করে। যাই হোক , অনেক দিন পরে আব্বুকে আবারো একটু ভালোবাসার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগছে।