01/07/2025
ঘুরেফিরে দুয়ারে এসেছে জুলাই মাস। বছরের মাঝপথে যখন অন্যান্য জাতি গ্রীষ্মের ছুটিতে মগ্ন, তখন বাংলাদেশের ইতিহাসে জুলাই আসে এক অন্য রূপে। এই মাস আর শুধু সময়ের ক্যালেন্ডারে একটি পাতার নাম নয়, জুলাই আমাদের ক্ষোভের নাম, আমাদের কান্নার নাম, আমাদের জেগে ওঠার নাম, সাহসের নাম।
এই জুলাই সেই মাস, যে মাসে একদল তরুণ বুকের ভিতর তীব্র ঘৃণা আর ক্ষোভ নিয়ে হঠাৎ রাত্তিরে রাজপথে নেমে এল স্লোগান দিতে দিতে "তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!"
সেই মুহূর্তে আর কিছুই আগের মতো ছিল না। সমস্ত নিরবতা ভেঙে দিয়েছিল ঐ স্লোগান। একসময়ের নির্লিপ্ত প্রজন্ম বুঝে গিয়েছিল, নীরব থাকলে ইতিহাস তাকে ক্ষমা করে না।
একটা রাক্ষসের বিপরীতে এমন স্লোগান দেওয়া ছিল অবাক হওয়ার মত। মানুষ আশ্চর্য হয়েছে, কিছুটা আশাও জমা হয়েছে, এবার কিছু একটা হবে, এবার বোধহয় এ জুলুমের শাসন শেষ হবে, জুলাইয়ের রাজপথে যেদিন আবু সাইদ দুই হাত মেলে বুক পেতে দাঁড়াল গুলির সামনে। সে বুক আর অধম্য সাহস দেখে দ্বিতীয়বার গোটা জাতি যেন চমকে উঠলো।
বুকের ভেতর জমে থাকা দীর্ঘ বছরের হতাশা, ভয়, আর অসহায়তার কুয়াশা ছিঁড়ে লাখো মানুষ যেন বলে উঠল "বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর!"
এ ঝড় ছড়িয়ে পড়লে সর্বত্র। প্রতিবাদের কোনো পোশাক নেই, কোন ধর্ম নেই, কোন জাত নেই তা আমাদের শিখিয়েছে জুলাই। মুখ ঢাকা বোরকা পরা তরুণী থেকে জিন্স-টপ পরা নারী, আস্তিক থেকে নাস্তিক, হিন্দু থেকে মুসলিম, সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছিল।
আমার মনে আছে, যেদিন এক শিক্ষক বক্তব্য দিতে গিয়ে বললেন, যে বুদ্ধিজীবি, কেরানি, ও শিক্ষক প্রকাশ্যে এই হত্যার বিচার চায় না, আমি তাকে ঘৃণা করি। কি করুন সে কণ্ঠ। আমি ভীষণ কেঁদেছি ঐ বক্তব্য শুনে।
জুলাইতে আমরা চোখে চোখ রেখে বলতে শিখেছি,"বাংলা কি তোর বাপ দাদার?" জুলাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে,
রাষ্ট্রীয় গুলির সামনে কেউ নিরাপদ নয়। না শিশুর, না ইমামের, না হুজুরের, না পথশিশুর।
এই মাস দেখিয়েছে, রাজপথে গুলি ফুরিয়ে যায়, কিন্তু মানুষের মিছিল ফুরোয় না।
এই জুলাই আমাদের মনে করিয়ে দেয় যে দেশকে আমরা হয়তো ভুলে ছিলাম। তার রক্তাক্ত মুখ হঠাৎই চোখের সামনে এসে দাঁড়ায়। দেশকে কারা ভালোবাসে এ প্রশ্ন উঠলে আমার মনে পড়ে প্রবাসে আরব আমিরাতের আন্দোল করতে গিয়ে জেলে যাওয়া প্রায় শ্রমিকদের কথা। তারা বুঝিয়ে দিয়েছে দেশকে ভালোবাসা মানে কেবল আবেগ নয়, এটা একধরনের আত্মবিসর্জন।
জুলাই তাই একমাত্র মাস। যেটা আমাদের রাজনীতি শিখিয়েছে গেম খেলার ফাঁকে, মুভি দেখা বাদ দিয়ে ফেসবুকে লাইভে আসতে শিখিয়েছে, বন্ধুদের সঙ্গে আড্ডা নয়, রাজপথে দাঁড়িয়ে ইতিহাস গড়তে শিখিয়েছে।
জুলাই আমাদের নিঃশ্বাসে ঢুকেছে। আমরা ঘুমাতে গেলেও এই মাস আমাদের ঘুমের পাড়ে দাঁড়িয়ে বলে "তোমার ঘুমের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু এখন রাজপথে ঘটছে।"
আর এই কারণেই,
যে জীবনে একবার জুলাই এসে যায়,
সে জীবন আর কখনোই স্বাভাবিক হয় না।
তার ভেতরে ঢুকে যায় এক শাশ্বত বেদনা,
এক অনির্বাণ আগুন,
যার নাম দেশপ্রেম,
যার নাম বিস্মরণহীন প্রতিবাদ।
জুলাই শেষ হয় হয়তো, কিন্তু এই মাস রেখে যায় কিছু অশ্রুজল। যার শেষ নেই। যার শেষ চাইও না আমরা। এই অশ্রু আমাদের পরিচয়, এই যন্ত্রণা আমাদের গৌরব।
জুলাই জিন্দাবাদ।
ইনকিলাব জিন্দাবাদ।