Tanu's Dairy

Tanu's Dairy Welcome to the family.

09/09/2025

Finally
Power of Gen Z (Nepal 2025)

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
09/09/2025

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

09/09/2025

উপহার সবসময় হাসি মুখে নিতে হয়; সেটা ফুল হোক অথবা বুলেট।

নেপাল পার্লামেন্টের দ'। খল নিলো ছাত্র-জনতা🖤
08/09/2025

নেপাল পার্লামেন্টের দ'। খল নিলো ছাত্র-জনতা🖤

06/09/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন! 🤎

কেমন ভয়ঙ্কর হবে কবর, মৃত্যুর স্বাদ কেমন? আমি জানি না ওসব কিছু। জানি না তোমাদের অবহেলা, অবজ্ঞা, হীনমন্যতা, তোমাদের অসংখ্...
06/09/2025

কেমন ভয়ঙ্কর হবে কবর, মৃত্যুর স্বাদ কেমন? আমি জানি না ওসব কিছু। জানি না তোমাদের অবহেলা, অবজ্ঞা, হীনমন্যতা, তোমাদের অসংখ্য অভিযোগ কেমন করে উড়ে যাবে আমার লাশের ধূপকাঠির ধোঁয়ার সঙ্গে পাল্লা দিয়ে সেইদিন, যেদিন তোমাদের মাঝে আমি আর থাকব না।

একদিন মৃত্যুকে নিমন্ত্রণ করব আমার বাড়ির আঙিনায়। পৃথিবী উৎসবে মেতে উঠবে আমাকে হারানোর বেদনায়। মলিন হয়ে উঠবে তোমাদের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। “জন্মালেই মরতে হয়”, এই উক্তিকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠবে আমার জননীর চিত্ত। আমার পাথর-হৃদয় বাবার শক্ত বুকটাও ভেঙে যাবে হুহু করে। ছোট্টো মেহগনি গাছের এক পাশে দাঁড়িয়ে চোয়াল গরম হয়ে বেরিয়ে আসা নয়নজল আড়াল করতে ব্যর্থ হবে তাঁর এক কোণ ছেঁড়া গামছা। আমার স্পষ্ট জাত-শত্রুর তীব্র ঘৃণার সমুদ্রেও জোয়ার উঠবে অনুশোচনার। গোরস্থানে বাড়বে আরও একটি কবরের সংখ্যা। আমার চলে যাওয়ার এই অপ্রীতিকর সত্যিটা মেনে নিতে গিয়ে দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করবে আমায় আজন্মকাল বাঁকা চোখে দেখা সমস্ত আত্মীয়দের।

মৃত্যুর এমন উৎসবে ক্ষুদেবার্তায় নিমন্ত্রণ পেয়ে হাউমাউ করে ফোনের ওপাশ হতে কেঁদে উঠবে আমারই কোনো এক শুভাকাঙ্ক্ষী। অর্ধপাগলের মতো দাউদাউ করে কেঁদে ঈশ্বরের কাছে প্রাণ ভিক্ষা চাইবে আমার সেই মানুষটা— এ যাবৎ যার অবহেলাতে ফালাফালা হয়ে খুন হয়েছি রোজ। আমার নিথর শরীরে ঝাঁপিয়ে পড়ে কান্নায় গলে গিয়ে আমায় ডাকবে, সে কী আদুরে ডাকে, “আর একবার উঠো লক্ষ্মীটি।”

আমি হলফ করে বলতে পারি, তোমাদের অন্তরে বিষণ্নতার জোয়ার তুলে দেব একদিন আমি। তোমাদের খুব করে কাছে ডেকে নেব, যা আমি পারিনি মৃত্যুর পূর্ববর্তী সময়ে গভীর প্রেম, মায়া, ছায়া, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে। মৃত লাশের ভিতর পুনরায় প্রাণ সঞ্চারণ একেবারেই অসম্ভব বলেই তোমরা জানো। তবুও তোমরা কী অসহায় হয়েই না আকুতি-মিনতি করবে আরেকটিবার ফিরে পাওয়ার। এযাবৎ করা তোমাদের সমস্ত অবহেলা, অবজ্ঞা, অপমান, ঝররা ঝাররা করে আমি ফিরিয়ে দেব, কারও ডাকে সাড়া দেব না সেদিন আমি আর।

একদিন শরীরকে আর শরীর মনে হবে না, ব্যথাকে ব্যথা মনে হবে না, দুঃখকে দুঃখ মনে হবে না। একদিন আমি তোমাদের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নেব ঘোর একাকিত্ব, মৃত্যুর মতো গাঢ় প্রেম, গভীর ঘুম, চিরনিদ্রায়।

তোমরা জেনে রাখো—
একদিন আমি থাকব না। একদিন আমার কবরে ফুল ফুটবে, ঘাস জন্মাবে, তুমুল বৃষ্টিতে ভিজবে আমার কবর। একা, খুব একা। কেউ থাকবে না, কেউ না...

ভাই কেউ গা*লি দিয়েন না তবে সত্যি একটা কথা কই! তৌহিদ আফ্রিদির বউর লাইগা আসলেই খারাপ লাগলো৷ বেচারি বারবার তৌহিদরে ছাড়াইতে...
24/08/2025

ভাই কেউ গা*লি দিয়েন না তবে সত্যি একটা কথা কই! তৌহিদ আফ্রিদির বউর লাইগা আসলেই খারাপ লাগলো৷ বেচারি বারবার তৌহিদরে ছাড়াইতে গেছে৷ কান্নাকাটি করতেছে দেখলাম৷ অবশ্য কান্না করাই কথা কারণ চোখের সামনে নিজের জামাইকে এভাবে নিয়ে গেলে খারাপ লাগবেই স্বাভাবিক কিন্তু এগুলো তৌহিদ আফ্রিদির নিজের কামাই৷ ওরে কিন্তু পোলাপান ভালোই পছন্দ করতো কিন্তু নিজের দোষে সে নিজেকে আজকে এ দিনে নিয়ে আসছে৷

এজন্যেই সবসময় বলি! কর্মফল কঠিন একটা জিনিস৷ আপনি আজকে যা করবেন সেটা দশ বছর পর হলেও ফিরে আসবেই :)

10/08/2025

এই মুহূর্তে
চট্টগ্রাম বন্দরে আবাসিক ভবনে বোমা বিস্ফোরণ!

এলাকা বাসী জানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনো হয়। আশেপাশের মানুষ দৌড়াদৌড়ি করছে। ঘটনা স্থলে সেনাবাহিনী উপস্থিত হয়েছে।বহু হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে !

G A Z A is being starved to death!🥹🇵🇸
10/08/2025

G A Z A is being starved to death!🥹🇵🇸

আড়ং এর নতুন  শপিং ব্যাগ। এখন শপিং করলে এই শপিং ব্যাগ টাকা দিয়ে ক্রয় করে নিতে হবে।  এত টাকা দিয়ে কি করবেন।।ব্যাগ পরিবতন ক...
08/08/2025

আড়ং এর নতুন শপিং ব্যাগ। এখন শপিং করলে এই শপিং ব্যাগ টাকা দিয়ে ক্রয় করে নিতে হবে। এত টাকা দিয়ে কি করবেন।।ব্যাগ পরিবতন করেছেন ভাল কথা কিন্তূ টাকা দিয়ে কিনতে হবে কেন??

থাক বাজারের ব্যাগ নিয়ে যাবো
এটার চেয়ে বাজারের ব্যাগের ডিজাইন সুন্দর আছে
কি বলেন আপনারা।

বাংলাদেশ ২.০ 🇧🇩গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএ...
08/08/2025

বাংলাদেশ ২.০ 🇧🇩
গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা।

Address

Nikunjo 2
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanu's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share