Salman Habib - সালমান হাবীব

Salman Habib - সালমান হাবীব সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

আমি সালমান হাবীব। ডাকনাম অনিয়ম।
আকাশ ভালো লাগে। ভীষণ রকম!
যতটা ভালো লাগলে নিজেই আকাশ হতে ইচ্ছে করে।
ভালো লাগে নদী আর পাহাড়ও।
আমি কোনোদিন সমুদ্র দেখিনি।
অদেখা 'আপনার' মতোই অদেখা সমুদ্রের প্রতি
আমার আজন্ম টান!
কোনো একদিন সমুদ্রের শান্ত জলে
আকাশের নীল দেখব।
আচ্ছা, সমুদ্রের জল কি কখনো শান্ত থাকে?
আপনি জানেন? আমি জানি না।

প্রিয় ফুল শিউলি।
আজকাল কৃষ্ণচূড়াও ভালো লাগে।
প্রিয় রঙ নীল। হয়তো আকাশ নীল বলে!

্রিয় খাবার নুডুলস।

টিনের চালের ঘরে শুয়ে বালিশে কান পেতে
ঝুম বৃষ্টির সুর শুনতে ভালো লাগে।
কোনো কোনো দিন কবিতা পড়তে ভালো লাগে।
সুর করে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে।
গোলাপজল, আগরবাতির ঘ্রাণ ভালো লাগে।
আমি মরে গেলে খাটিয়ায় শুয়ে কি সেই ঘ্রাণের সুবাস পাব?!

কিছু জিনিসে ভীষণ দুর্বলতা আছে আমার;
টোলপড়া গাল, কলকাতার দাঁত,
ইহকাল আটকে থাকা নথ, নোলক,
জোড়া ভ্রু, জলে ডুবানো পা, পায়েল,
বিধাতার তিলক চিহ্ন।

আমি মানুষকে ভালোবাসতে ভালোবাসি।
'অকারণ ভুল বোঝা'কে ভয় পাই।
কাগজের বইয়ের চেয়ে মানুষের জীবন পড়তে
বেশি ভালো লাগে আমার।
কোথাও কোনো ভুল হয়ে গেলে
মাফ চেয়ে নেবার মানসিকতা আছে।
এই একটা কারণেই নিজেকে আমার মানুষ মানুষ লাগে।
এছাড়া মানুষ দাবি করবার মতো আর কোনো গুণ নাই।

আমি মূলত কবিতায় গল্প বলা মানুষ।
কোনো একদিন হয়তো দেখবেন আপনার
নিজের গল্পটাই লিখা হয়ে গেছে আমার কবিতায়।

© সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

10/10/2025

শুক্রবারের আমল • সূরা কাহাফ
মক্কায় অবতীর্ণ • আয়াত ১১০

09/10/2025

আজ 'জেগে আছো নক্ষত্র' হবে না।
আমার অনেক জ্বর। দোয়ার মোহতাজ 🤲

09/10/2025

আমাকে বরং তুমি তোমার কথা বলো,
আমাকে দেখাও তোমার ভিতরের ঈশ্বর।

সালমান হাবীব x আরিফ হুসাইন
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

GRABEE- এর Grand Launching আজ রাত ৮টায় আমি থাকছি এই আয়োজনে।বিস্তারিত জানতে চোখ রাখুন GRABEE ফেসবুক পেইজে।
09/10/2025

GRABEE- এর Grand Launching
আজ রাত ৮টায় আমি থাকছি এই আয়োজনে।
বিস্তারিত জানতে চোখ রাখুন GRABEE ফেসবুক পেইজে।

08/10/2025

প্রিয় মানুষের দেওয়া আপনার কি কোনো–
ডাকনাম আছে? যদি থেকে থাকে সেটা কী?
আর না থাকলে বুঝবেন- আপনি দূরের মানুষ।
আর 'দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না'।

নিচের লিংকে ক্লিক করে
এই নামের বইটি সংগ্রহ করতে পারবেন–

https://rkmri.co/eMmmpmAp2A5E/

#জেগে_আছো_নক্ষত্র?
রাতাড্ডা With কবিতায় গল্প বলা মানুষ'

08/10/2025

নতুন বইয়ের নাম-কবিতা;
'দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না'

08/10/2025

এগুলোকে কখনো তুচ্ছ কইরেন না।

সালমান হাবীব x মুশফিকুর রহমান আশিক
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

07/10/2025

'দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না'
সংগ্রহ করেছেন? নিচের লিংকে ক্লিক করে সংগ্রহ করতে পারবেন।

#জেগে_আছো_নক্ষত্র?
রাতাড্ডা With কবিতায় গল্প বলা মানুষ

আমার নতুন বই–
"দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না"
২৫% ছাড়ে ক্যাশঅন ডেলিভারিতে
অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন-

https://rkmri.co/yMS0Eyel22A2/

07/10/2025

'জীবনের কোন কোন বর্ষায় একা একাই বৃষ্টিতে ভিজতে হবে, মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না। জীবনে কোন কোন রাত্তিরে একা ঘরে জ্বরে পুড়তে হবে, মাথায় জলপটি দেয়ার মানুষ থাকবে না। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মত চলেও যায়। তখন এই একলা হাঁটা, একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয়।'

সালমান হাবীব x আরিফ হুসাইন
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

06/10/2025

সেদিন রকমারিতে গিয়েছিলাম; আমার নতুন বই 'দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না'তে অটোগ্রাফ দেওয়ার জন্য। কথা বলছিলাম প্রকাশিত বই ও কবিতা নিয়ে। যদিও ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে বইটি সংগ্রহ করবেন।

বইটি সংগ্রহ করতে নিচের লিংকে ক্লিক করুন-
https://rkmri.co/yMS0Eyel22A2/

05/10/2025

জেগে আছো নক্ষত্র?

Address

Dhaka

Telephone

+8801722990762

Website

http://www.salmanhabib.me/

Alerts

Be the first to know and let us send you an email when Salman Habib - সালমান হাবীব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salman Habib - সালমান হাবীব:

Share