Abdur Rahim Chistia

Abdur Rahim Chistia "আমি চির-বিদ্রোহী বীর -
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!"
(2)

16/09/2025

দুবাইয়ে পরিবারসহ চিল করতেসে শামীম ওসমান!🙂
এদিকে তাদের কথায় ঢাকায় ঝটিকা মিছিল করতে গিয়ে প্রতিনিয়ত গণধোলাই খাচ্ছে পাতি নেতারা!!😃
ভিডিও কার্টেসি: একুশে টিভি

সাবেক ভিপি কে দেখতে গেছে বর্তমান ভিপি ❤️মোহাম্মদ নুরুল হক নুর ওরফে ভিপি নুর আজীবনই ছাত্র-জনতার কাছে ভিপিনুর হিসেবেই পরিচ...
11/09/2025

সাবেক ভিপি কে দেখতে গেছে বর্তমান ভিপি ❤️

মোহাম্মদ নুরুল হক নুর ওরফে ভিপি নুর আজীবনই ছাত্র-জনতার কাছে ভিপিনুর হিসেবেই পরিচিত হয়ে থাকবেন...

11/09/2025

নেপালি জেনজিরা তাদের অভ্যুথানকে ফরাসি বিপ্লবের পর্যায়ে নিয়ে গেছে মোটামুটি, তাদের সাবেক কর্তাদের শাস্তি নিশ্চিত করে।সে তুলনায় আমরা ব্যর্থ।ভবিষ্যৎ নেপালের জন্য শুভকামনা।

09/09/2025

ভোট শেষের আগেই খেলা শুরু হয়ে গেছে....তারা এখনি জানিয়ে দিচ্ছে গনরুম, গেস্ট রুম, পাওয়ার প্র্যাকটিস কালচার শুরু করা সময়ের ব্যাপার মাত্র!!, তারা নিয়ম ভাঙ্গেনা নিয়ম তৈরী করে!🥺

09/09/2025

ডাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা...
সে ভিপি হোক বা না হোক! তার চাওয়া গুলো পূরণ হোক.... নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক!

05/09/2025

২৯ আগস্ট হামলার পূর্বে সেনাবাহিনীর সাথে কথা শেষে গণমাধ্যমে কথা বলেছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সত্য জানুন সবাই।

02/09/2025

চমৎকার বাঁশির সুরে আমার হার কালা করলাম রে গান। ধানমন্ডি লেক ঢাকা

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তাঁর আস্তানা থেকে বিশ্বাসঘাতক এক রাখালের সহযোগীতায় ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে ...
01/09/2025

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তাঁর আস্তানা থেকে বিশ্বাসঘাতক এক রাখালের সহযোগীতায় ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প্রশ্ন করেছিল
“কীভাবে তুমি এমন একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে,যিনি সারা জীবন তোমার অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন?
রাখাল নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল—
“তার যুদ্ধ আমার ভেড়াগুলোকে ভয় পাইয়ে দিত।
এর বহু বছর আগে মিশরে মহান সেনানায়ক মোহাম্মদ করীম নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
শেষ পর্যন্ত তিনি বন্দি হলেন এবং আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিল।
কিন্তু নেপোলিয়ন তাঁকে ডেকে বলল—
“আমি এমন একজন বীরকে হত্যা করতে চাই না, যিনি সাহসের সঙ্গে নিজের মাতৃভূমি রক্ষা করেছেন। ইতিহাস যেন আমাকে বীর-ঘাতক হিসেবে না চেনে। তাই আমি তোমাকে ক্ষমা করব, যদি তুমি আমার সেনাদের ক্ষতির জন্য দশ হাজার স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে পারো।”
করীম হেসে উত্তর দিলেন—
“আমার কাছে এত অর্থ নেই। তবে ব্যবসায়ীরা আমাকে এক লক্ষেরও বেশি স্বর্ণমুদ্রা ধার দিয়েছে।”
নেপোলিয়ন তাঁকে কিছু সময় দিল। এবং করীমকে শৃঙ্খলিত অবস্থায় সৈন্যদের পাহারায় বাজারে আনা হলো, আশায় যে যাদের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন, তারা এগিয়ে আসবে।
কিন্তু কোনো ব্যবসায়ী সাহায্যের হাত বাড়াল না। বরং তারা অভিযোগ করল যে আলেকজান্দ্রিয়ার ধ্বংস ও তাদের দুর্দশার জন্য করীমই দায়ী।
মনোবল ভেঙে যাওয়া করীম নেপোলিয়নের কাছে ফিরে গেলেন। তখন নেপোলিয়ন বলল—
“আমি তোমাকে হত্যা করব না এজন্য যে তুমি আমাদের বিরুদ্ধে লড়েছ, বরং এজন্য যে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ এক কাপুরুষ জাতির জন্য, যারা স্বাধীনতার চেয়ে ব্যবসাকে বেশি ভালোবাসে।”
মোহাম্মদ রশীদ রিদা এ ঘটনার সারমর্ম এভাবেই ব্যক্ত করেছিলেন—
“যে মানুষ অজ্ঞ জনগণের জন্য দাঁড়ায়, সে যেন অন্ধদের পথ দেখাতে নিজের শরীরকে আগুনে জ্বালিয়ে দেয়।
আমরাও সেইরকম হতভাগ্য অকৃতজ্ঞ জাতি।
( সংগৃহীত)
ছবিতে শৃঙ্খলিত অবস্থায় চে'

এটাই বাস্তব!সকলে রেডি থাকেন সময় আসতেছে............
30/08/2025

এটাই বাস্তব!
সকলে রেডি থাকেন সময় আসতেছে............

তারেক রহমানের মা'ইরটা আজকে নুর খাইলো। অথচ তারেক রহমান স্পষ্ট ভাবে প্রতিবাদও জানালেন না। এখানেই নুরের সাথে অন্যদের পার্থক...
30/08/2025

তারেক রহমানের মা'ইরটা আজকে নুর খাইলো। অথচ তারেক রহমান স্পষ্ট ভাবে প্রতিবাদও জানালেন না। এখানেই নুরের সাথে অন্যদের পার্থক্য। এমন একশ ডরাইন্না মুতা নেতা মিলেও একটা নুর হবে না।©️

30/08/2025

গতকাল নুরের উপর হওয়া নির্মমতা থেকে বোঝা যায়।
কেন হাসিনা বিদায় হওয়ার এক বছর পরে ও তারেক রহমান দেশে আসেননি ।
নুরের উপর হওয়া নির্মমতা একটা ট্রায়াল ছিলো ।
পরবর্তী টার্গেট কে হবে বলা যাচ্ছে না ।
ছেলে কে বাঁচাতে খালেদা জিয়ার সেদিনের হৃদয়স্পর্শী আকুতি!!
এক ছেলেকে দূরে পাঠালেও আরেক ছেলে কে ঠিক ই হারিয়েছিলেন 🙂
সেখানে নুর তো সাধারণ এক নাগরিক,রাজনীতিবিদ ।
বিএনপির নেতাকর্মীদের বলি ভুলে যাইয়েন না এসব ।
courtesy: Lutfunnahar luma

30/08/2025

পুরো ঘটনার লাইভ ভিডিও!!
জুলাই গনঅভ্যুত্থানে নায়কদের উপর হামলার উদ্দেশ্যে কি ?
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন শুরু করার মুহূর্তে ভিপি নুর ও GOP নেতা-কর্মীদের উপর টার্গেটেড হামলার সুস্পষ্ট প্রমাণ।
জনগণ সবকিছুর হিসাব কড়ায়-গণ্ডায় আদায় করবে, ইনশাআল্লাহ।
Dr. #বসে #বসে #আঙ্গুল চুষে।

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahim Chistia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share