Rahamot Islamic Media BD

Rahamot Islamic Media BD Rahamot Islamic Media BD Official page.

এ হলো বিএনপির নেতা নেত্রীর অবস্থা
11/01/2025

এ হলো বিএনপির নেতা নেত্রীর অবস্থা

আজহারী হুজুর যে বলছে,এক দল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিছু কিন্তু ভুল বলে নাই তারা এখন চাঁদাবাজি ঘুম ধর...
11/01/2025

আজহারী হুজুর যে বলছে,এক দল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিছু কিন্তু ভুল বলে নাই তারা এখন চাঁদাবাজি ঘুম ধর্ষণ কোন কিছুতেই আওয়ামী লীগ থেকে পিছিয়ে নেই।

দেশে শান্তি-শৃঙ্খলা আর আসবেনা এই বিএনপি'র লোকদের জন্য। দেশকে শান্তিতে থাকতে দিন
11/01/2025

দেশে শান্তি-শৃঙ্খলা আর আসবেনা এই বিএনপি'র লোকদের জন্য। দেশকে শান্তিতে থাকতে দিন

10/01/2025
09/01/2025

Kuwait

08/01/2025

ইসলামী সম্মেলনে ইতিহাস গড়লেন! আব্দুর রাজ্জাক বিন ইউসুফ'ইসলামী সম্মেলন

শেখ হাসিনাকে হযরত বলা নিয়ে যারা টোল করে ছিলেন তারা কি মারা গিয়েছেন?
03/01/2025

শেখ হাসিনাকে হযরত বলা নিয়ে যারা টোল করে ছিলেন তারা কি মারা গিয়েছেন?

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার ...
31/12/2024

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে।

কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যুদ্ধ! বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারও গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়, কারও কারও কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে। আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে, পাখির মৃত্যু? ও আর এমন কী! কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান!

শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?

এ বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর-বিড়াল-পাখিসহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে? আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুখটির কথা? যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন, এই প্রাণীহত্যার দায় আপনারও।

#প্রাণীCool

31/12/2024

থার্টি ফাস্ট নাইটে যে কাজগুলো করা যাবে না। সাবধান করলেন, শায়খ আহমাদুল্লাহ।Sheikh Ahmadullah

Address

202
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rahamot Islamic Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahamot Islamic Media BD:

Videos

Share