Anything Problem Solved

Anything Problem Solved Anything Problem Solved

18/09/2025

ফেসবুকে আসা খারাপ ছবি বা ভিডিও বন্ধ করার নিয়ম।।👉 ফেসবুকে অনেক সময় অপ্রয়োজনীয় বা খারাপ ছবি ও ভিডিও আমাদের সামনে চলে আসে, যা একদমই বিরক্তিকর।
এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সহজে ফেসবুক সেটিংস থেকে এসব খারাপ কন্টেন্ট আসা বন্ধ করবেন।
আপনার নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং ফেসবুককে সুন্দর রাখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 💙

🔔 যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক 👍, কমেন্ট 💬 এবং শেয়ার 🔄 করতে ভুলবেন না।
আরও এ ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।

16/09/2025

আপনি কি ফেসবুকে বারবার খারাপ ছবি বা ভিডিও দেখতে পাচ্ছেন? 😟
এই ভিডিওতে আমি দেখাবো ৩টি সহজ সেটিংস, যেগুলো চালু করলে ফেসবুক নিউজফিডে আর অশ্লীল বা অপ্রয়োজনীয় কন্টেন্ট আপনার সামনে আসবে না।

👉 ভিডিওতে যা পাবেন:
1️⃣ কিভাবে খারাপ কন্টেন্ট ফিল্টার করবেন
2️⃣ ফেসবুকের সেফটি ও প্রাইভেসি সেটিংস ব্যবহার
3️⃣ কিভাবে নিরাপদ ব্রাউজিং অভিজ্ঞতা পাবেন

নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন ফেসবুক ব্যবহারের সময়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

#ফেসবুক #সেটিংস #নিরাপত্তা #ফেসবুক_টিপস

15/09/2025

মাত্র 40 পয়সা/মিনিটে কথা বলুন যেকোনো নাম্বারে ।।

মাত্র ৪০ পয়সায় কথা বলুন যেকোনো মোবাইল নাম্বারে! (Brilliant App 2025)

ভিডিওটির মূল বিষয় দিয়ে শুরু করো, যেমন: "এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে Brilliant Connect অ্যাপ ব্যবহার করে মাত্র ৪০ পয়সায় বাংলাদেশের যেকোনো মোবাইল নাম্বারে কথা বলা যায়।"
কম কল রেট, ভালো ভয়েস কোয়ালিটি, সহজে ব্যবহারযোগ্য, ইত্যাদি।
অ্যাপ ডাউনলোড, রেজিস্ট্রেশন, রিচার্জ করার পদ্ধতি, কল করার নিয়ম ইত্যাদি।
, , , #কমখরচেকথা, ইত্যাদি।

13/09/2025
তিন বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে   সয়াবিন তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে। দেশের বাজারে এই  তেল বিক্রি হচ্ছে তুলনামূলক...
13/09/2025

তিন বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে। দেশের বাজারে এই তেল বিক্রি হচ্ছে তুলনামূলক উচ্চ দামে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং যথাসময়ে ব্যাংকের সহায়তা না পাওয়ায় বিশ্ব বাজারে দর কমার সুফল পাচ্ছেন না দেশের ভোক্তারা। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–ক্যাব আমদানি খরচের সঙ্গে যাবতীয় ব্যয় পর্যালোচনা করে বলছে, এটি ব্যবসায়ীদের অজুহাত মাত্র। তাদের হিসাবে সর্বশেষ বোতলজাত সয়াবিনের দাম ১৪ টাকা বাড়ানোর পর ব্যবসায়ীদের লাভ হচ্ছে লিটারে অন্তত ১২ টাকা।

দেশে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। সে হিসাবে মাসে এ চাহিদা দাঁড়ায় দেড় লাখ টন।

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণকা...
12/09/2025

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়; ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ এবং ১১ কেভি বালুচর ফিডারের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

স্টারলিংকের সাথে চুক্তি করলো রবি, পাওয়া যাবে যেসব সেবা...বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো রবির হ...
11/09/2025

স্টারলিংকের সাথে চুক্তি করলো রবি, পাওয়া যাবে যেসব সেবা...
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো রবির হাত ধরে। সম্প্রতি মোবাইল অপারেটর রবি ঘোষণা করেছে, তারা বিশ্বের শীর্ষ স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে রবি বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত এন্টারপ্রাইজ রিসেলার হয়ে উঠলো। অর্থাৎ, এখন থেকে রবি তাদের গ্রাহকদের কাছে সরাসরি স্টারলিংকের পণ্য ও সেবা পৌঁছে দিতে পারবে। সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মত বাণিজ্যিকভাবে ৫জি চালু করেছে রবি, যা একটি মাইলফলক। এরপর নতুন এই চুক্তি নিঃসন্দেহে তাদেরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে।স্টারলিংক কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ
স্টারলিংক হলো এলন মাস্কের প্রতিষ্ঠিত স্পেসএক্স-এর একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা। পৃথিবীর কক্ষপথে হাজারো ছোট স্যাটেলাইট ব্যবহার করে এটি বিশ্বের দূরবর্তী অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করছে। যেখানে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড পৌঁছাতে পারে না, সেখানে স্টারলিংক হচ্ছে কার্যকর সমাধান।

বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় গ্রামীণ ও দুর্গম এলাকায় এখনো অনেক জায়গায় স্থিতিশীল ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। সেখানে স্টারলিংকের প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হতে পারে। আর রবির সাথে এই অংশীদারিত্ব দেশের কোটি মানুষের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথে এক বিশাল অগ্রগতি।রবির মাধ্যমে স্টারলিংকের কোন কোন সেবা পাওয়া যাবে?
এই চুক্তির মাধ্যমে রবি শুধু ঢাকার মতো বড় শহরেই নয়, বরং বাংলাদেশব্যাপী স্টারলিংকের পণ্য ও সেবা বিক্রি করতে পারবে। অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চল, যেখানে প্রচলিত ব্রডব্যান্ড লাইন বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কষ্টসাধ্য, সেখানেও রবি স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দিতে পারবে।

উদাহরণস্বরূপ, কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বা হাতিয়ার মতো দ্বীপাঞ্চলে এখনো নিরবচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া কঠিন। আবার খাগড়াছড়ি বা বান্দরবানের পাহাড়ি এলাকাগুলোতেও নেটওয়ার্ক স্থিতিশীল থাকে না। এইসব জায়গায় স্টারলিংকের টার্মিনাল বসিয়ে সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে সহজেই হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবেশুধু তাই নয়, চরাঞ্চল বা নদীভাঙন প্রবণ গ্রামগুলোতেও যেখানে নিয়মিত অবকাঠামো বসানো সম্ভব হয় না, সেখানে স্টারলিংকের সংযোগ হতে পারে কার্যকর সমাধান। এমনকি জরুরি পরিস্থিতি—যেমন প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের সময় যখন প্রচলিত নেটওয়ার্ক ভেঙে পড়ে, তখনও স্টারলিংকের সেবা যোগাযোগ চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টারলিংকের ইন্টারনেট কিট (এন্টেনা, রাউটার প্রভৃতি) রবির কাছ থেকেই কিনতে পারবেন গ্রাহকরা।

চুক্তির আওতায় রবি দুই ধরনের সেবা গ্রাহকদের দিতে পারবেঃ লোকাল প্রায়োরিটি এবং গ্লোবাল প্রায়োরিটি।

লোকাল প্রায়োরিটি সেবা: বাংলাদেশে অবস্থানরত ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট গতি ও ব্যান্ডউইথ নিশ্চিত করা হবে। এটি মূলত স্থায়ী ব্যবহারকারীদের জন্য, যারা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থায় নির্ভরযোগ্য ইন্টারনেট চান।
গ্লোবাল প্রায়োরিটি সেবা: এই প্যাকেজে পাওয়া যাবে আন্তর্জাতিক স্তরের প্রিমিয়াম কানেক্টিভিটি। মোবাইল ও পোর্টেবল ব্যবহারের জন্য এটি আদর্শ, বিশেষ করে যারা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করেন বা চলমান কাজেও দ্রুত ইন্টারনেট চান।
এই সেবাগুলো ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং কিংবা ডিজিটাল কমার্সের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। ফলে শহরের মতোই গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী বা স্বাস্থ্যকর্মীরা নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।

11/09/2025

রান্নার ভিডিওতে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করার নিয়ম। মোবাইল দিয়ে রান্নার ভিডিও এডিটিং পার্ট -৫.....

08/09/2025

ইউটিউবে ভিউ বাড়াতে এবং ইনকাম বাড়াতে ইউটিউবে নতুন ফিচার হাইপ।। এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন....

06/09/2025

হোয়াটসঅ্যাপে চ্যাটিং করলেও কেউ বুঝতে পারবে না.....

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Anything Problem Solved posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share