28/09/2025
প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে যে কাজ গুলো করবেন না।
১. রাগের মাথায় জব ছাড়বেন না
রাগের সময় সিদ্ধান্ত নিলে সবসময় ক্ষতি হয়। তাই মাথা ঠান্ডা করুন, সময় নিন, তারপর সিদ্ধান্ত নিন।
বন্ধু বান্ধব যতই থাকুক কেউ আপনাকে মাস শেষে বেতনের টাকা আপনাকে দিবে না।এমন সিচুয়েশনে অফিসে যে কোনো অজুহাত বলে ছুটি নিয়ে বেরিয়ে যান ঘুরতে অথবা পার্কে কোন এক নির্জন জায়গায় বসে বসে বাদাম খান। আপনি যে বাদাম খাচ্ছেন এটাকাও ঐ চাকরির টাকা।
২. কখনো অফিসে বসেই অফিসের বদনাম করবেন না ,অফিস পছন্দ না হলে নতুন চাকরি খুঁজুন। আপনি যে জায়গা থেকে বেতন নিচ্ছেন,আপনার উপার্জন হচ্ছে সেখানকার বদনাম করা ঠিক না।
৩.সহকর্মীর ক্ষতি করবেন না
নিজের ছোট্ট লাভের জন্য কখনো অন্য কলিগের ক্ষতি করবেন না। মনে রাখবেন, আজ অন্যকে ফাঁদে ফেললে কাল আপনিও তার চাইতে বড় ফাঁদে পড়বেন।