01/10/2025
অক্টোবরের প্রথম দিন 🌸✨
আলহামদুলিল্লাহ! নতুন মাস, নতুন দিন, নতুন আশা আর নতুন শুরু।
প্রতিটি মাস আমাদের জন্য এক নতুন সুযোগ—পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর দিকে আরও এক কদম এগিয়ে যাওয়ার সুযোগ।
দুনিয়ার ব্যস্ততার মাঝে আমরা হয়তো নামাজ, দোয়া আর তাওবা অবহেলা করেছি, কিন্তু রহমানুর রহীম আল্লাহ সবসময় আমাদের জন্য দরজা খোলা রেখেছেন। 🕌
চলুন, অক্টোবর মাসের প্রথম দিন থেকেই নিজের আমলকে সুন্দর করি, নামাজকে শক্ত করি, আর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি।
যারা এই মাসে আল্লাহকে মনে রাখবে, আল্লাহও তাদের ভুলবেন না।
হে আল্লাহ, এই মাসকে আমাদের জন্য বরকতময় করুন, দুঃখ-কষ্ট দূর করে দিন, হৃদয়ে শান্তি ও হেদায়েত নাযিল করুন। 🤲
❤️ Like • Share • Follow